For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

যে কোনও মূল্য ভারতকে টি২০ বিশ্বকাপের সেমিফাইনালে নিশ্চিত করতে চায় আইসিসি, বিস্ফোরক মন্তব্য সাবেক পাক অধিনায়কের

যে কোনও মূল্য ভারতকে টি ২০ বিশ্বকাপের সেমিফাইনালে নিশ্চিত করতে চায় আইসিসি, বিস্ফোরক মন্তব্য সাবেক পাক অধিনায়কের

Google Oneindia Bengali News

বিশ্বকাপ জমে গিয়েছে। চলতি টি ২০ বিশ্বকাপে কোন দুই দল শেষ চারে যাবে তা জানার জন্য অপেক্ষা করতে হবে রবিবার পর্যন্ত। এই দিনই ঠিক হয়ে যাবে গ্রুপের সমীকরণ। এই গ্রুপ থেকে পরবর্তী রাউন্ডে যাওয়ার জন্য ফেভারিট ভারত এবং দক্ষিণ আফ্রিকা। তবে, লড়াইয়ে রয়েছে পাকিস্তানও। ওই দিন প্রথম দুই ম্যাচের একটিকে অঘটন ঘটলে পাকিস্তানের কাজটা অনেকটা সহজ হয়ে যাবে। তবে, বিশ্বকাপের মধ্যেই বিশ্ব ক্রিকেটের নিয়মক সংস্থা আইসিসি'কে আক্রমণ করলেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার শাহিদ আফ্রিদি। বাংলাদেশের বিরুদ্ধে বৃষ্টি বিঘ্নিত ম্যাচে ভারতীয় দলের পাঁচ রানে জয়ের পর এমন মন্তব্য করেছেন আফ্রিদি।

কী বলেছেন আফ্রিদি:

কী বলেছেন আফ্রিদি:

পাকিস্তানের একটি সংবাদ মাধ্যমকে আফ্রিদি বলেছেন, "আপনি দেখুন সেই সময় কতটা ভেজা ছিল মাঠ। কিন্তু ভারতের দিকে ঋুঁকে ছিল আইসিসি। ওরা এটা নিশ্চিত করতে চায় যে যে কোনও মূল্যে সেমিফাইনালে পৌঁছে যাক ভারত। পাকিস্তান বনাম ভারত ম্যাচে যে আম্পায়াররা দায়িত্ব সামলে ছিল সেই আম্পায়াররাই এই ম্যাচের দায়িত্বে ছিল এবং সেরা আম্পায়ারের পুরস্কার পাবে এরাই। যে পরিমাণ বৃষ্টি হয়েছে তা থামার পরই ম্যাচ শুরু করে দেওয়া হয়। এটা খুবই স্পষ্ট যে অনেক কিছু জড়িত ছিল এর সঙ্গে, আইসিসি, সেখানে ভারত খেলছে অনেক রকম চাপই ছিল। তবে, লিটন অনবদ্য ব্যাটিং করেছে। ছয় ওভার পর আমাদের মনে হয়ছিল যে ওরা পরবর্তী দুই, তিন ওভারে যদি উইকেট না হারায় তা হলে ওরা ম্যাচটা জিতে যাবে। যে লড়াই বাংলাদেশ দিয়েছে তা এক কথায় অসাধারণ।"

বাংলাদেশের বিরুদ্ধে ভারতের জয় চাপে ফেলে দিয়েছে পাকিস্তানকে:

বাংলাদেশের বিরুদ্ধে ভারতের জয় চাপে ফেলে দিয়েছে পাকিস্তানকে:

পাকিস্তানের আশা ছিল বাংলাদেশের উপর। টাইগাররা যদি ভারতকে হারাতে পারত তা হলে অনেকটা সহজ হয়ে যেত পাকিস্তানের জন্য পরবর্তী রাউন্ডে কোয়ালিফাই করা। প্রতিযোগীতার প্রথম দুই ম্যাচে হারের ফলে নিজেদের কাজটা নিজেরাই কঠিন করে দেয় পাকিস্তান।

রবিবার ঠিক হয়ে যাবে গ্রুপ ২-এর ভাগ্য:

রবিবার ঠিক হয়ে যাবে গ্রুপ ২-এর ভাগ্য:

রবিবার গ্রুপ ২-এর ভাগ্য নির্ধারিত হয়ে যাবে। এই দিন মাঠে নামবে ভারত, পাকিস্তান এবং দক্ষিণ আফ্রিকা। দিনের প্রথম ম্যাচটি দক্ষিণ আফ্রিকা খেলবে নেদারল্যান্ডসের বিরুদ্ধে। এই ম্যাচে যদি অঘটন ঘটিয়ে নেদারল্যান্ডস কোনও ভাবে জিততে পারে তা হলে পাকিস্তানের কাজটা অনেকটা সহজ হয়ে যাবে পাকিস্তান বাংলাদেশকে বড় ব্যবধানে হারালে রান রেটের পর্যাপ্ত উন্নতি করলে তারা পরবর্তী রাউন্ডে পৌঁছে যাবে। দিনের শেষ খেলায় মুখোমুখি হবে জিম্বাবোয়ে এবং ভারত। জিম্বাবোয়ে যথেষ্ট পরিচিত দল ক্রিকেট সার্কিটে। তারা যদি কোনও ভাবে ভারতকে রুখে দিতে পারে তা হলে পাকিস্তান পরবর্তী রাউন্ডে পৌঁছে যাবে রান রেটের সুবাদে। তবে, দ্বিতীয় ম্যাচে পাকিস্তানকে জিততেই হবে বাংলাদেশের বিরুদ্ধে এবং তাও বড় ব্যবধানে, যাতে রান রেট ঠিক থাকে। রান রেট তখনই কাজে আসবে যখন দক্ষিণ আফ্রিকা পয়েন্ট নষ্ট করবে।

কখন কার খেলা:

কখন কার খেলা:

ভারতীয় সময়ে ভোর সাড়ে ৫টায় মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা এবং নেদারল্যান্ডস। ভারতীয় সময় সকাল সাড়ে ৯টায় মাঠে নামবে পাকিস্তান এবং বাংলাদেশ। এই দুইটি ম্যাচই খেলা হবে অ্যাডিলেডে। ভারতীয় দল ভারতীয় সময় দুপুর দেড়টার সময়ে জিম্বাবোয়ের বিরুদ্ধে মুখোমুখি হবে মেলবোর্নে।

ভারতকে টি ২০ বিশ্বকাপ জেতাতে বড় ভূমিকা নিতে হবে রাহুলকে, উপলব্ধি গৌতম গম্ভীরেরভারতকে টি ২০ বিশ্বকাপ জেতাতে বড় ভূমিকা নিতে হবে রাহুলকে, উপলব্ধি গৌতম গম্ভীরের

English summary
Shahid Afridi has claimed ICC wants to ensure India play in the semi final of T20 World Cup at any cost
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X