For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

IPL 2021: বিরাট কোহলির চিন্তা বাড়ল আরসিবি-তে শ্রীলঙ্কার দুই নতুন বোলারকে নিয়ে

Google Oneindia Bengali News

আইপিএলের বাকি ম্যাচগুলি ১৯ সেপ্টেম্বর শুরু হবে সংযুক্ত আরব আমিরশাহীতে। ২০ সেপ্টেম্বর বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের মুখোমুখি হবে কলকাতা নাইট রাইডার্স। আইপিএলের দ্বিতীয়ার্ধ শুরুর আগে চার ক্রিকেটারকে পরিবর্ত হিসেবে নিয়েছে আরসিবি। তার মধ্যে দুজন শ্রীলঙ্কার। শ্রীলঙ্কার এই দুই ক্রিকেটারকে নিয়েই এবার তৈরি হল সমস্যা। তাঁরা প্লে অফে খেলতে পারবেন না। আরসিবি-র যা শক্তি তাতে এই সমস্যা উদ্বেগের না হলেও অস্বস্তির তো বটেই।

 চিন্তা বাড়ল আরসিবি-তে শ্রীলঙ্কার দুই নতুন বোলারকে নিয়ে

অ্যাডাম জাম্পার পরিবর্তে স্পিনার ওয়ানিন্দু হাসারঙ্গা এবং ড্যানিয়েল স্যামসের পরিবর্ত হিসেবে জোরে বোলার দুষ্মন্ত চামিরাকে নিয়েছে আরসিবি। শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড তাঁদের আইপিএল খেলার অনুমতি দিয়েছে। কিন্তু ৯ অক্টোবর পর্যন্ত। ৮ অক্টোবর অবধি চলবে আইপিএলের লিগ পর্যায়ের ম্যাচগুলি, ওইদিন দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ম্যাচ রয়েছে আরসিবি-র। ১০ অক্টোবর থেকে শুরু হবে প্লে অফ। ফাইনাল-সহ প্লে অফের ম্যাচগুলি হবে যথাক্রমে ১০, ১১, ১৩ ও ১৫ অক্টোবর। ফলে বিরাটরা প্লে অফে পৌঁছালে এবং যে সম্ভাবনা এখনও অবধি রয়েছে তাতে আরসিবিকে প্লে অফ খেলতে হবে এই দুই ক্রিকেটারকে ছাড়াই। শ্রীলঙ্কা দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে নিজেদের দেশে সিরিজ খেলবে। সেই সিরিজ শেষ হবে ১৪ সেপ্টেম্বর। তারপরই আরসিবি শিবিরে যোগ দেবেন হাসারঙ্গা ও চামিরা।

 চিন্তা বাড়ল আরসিবি-তে শ্রীলঙ্কার দুই নতুন বোলারকে নিয়ে

আবার তাঁদের ১০ অক্টোবর শ্রীলঙ্কা দলের সঙ্গে যোগ দিতে বলা হয়েছে। শ্রীলঙ্কাকে টি ২০ বিশ্বকাপের সুপার টুয়েলভে জায়গা করে নিতে হবে কোয়ালিফাইং রাউন্ডের ম্যাচ খেলে, যা শুরু হবে ১৭ অক্টোবর। আবু ধাবিতে শ্রীলঙ্কার ম্যাচ নামিবিয়ার বিরুদ্ধে ১৮ অক্টোবর। তার আগে বিশ্বকাপের জন্য দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে শ্রীলঙ্কা, সে কারণেই এই দুই ক্রিকেটারকে আইপিএলের প্লে অফের আগেই জাতীয় দলে যোগ দিতে হবে।

 চিন্তা বাড়ল আরসিবি-তে শ্রীলঙ্কার দুই নতুন বোলারকে নিয়ে

শ্রীলঙ্কায় গিয়ে দক্ষিণ আফ্রিকা তিনটি একদিনের আন্তর্জাতিক ও তিনটি টি ২০ আন্তর্জাতিক খেলবে। একদিনের আন্তর্জাতিক ম্যাচ তিনটি হবে সেপ্টেম্বরের ২, ৪ ও ৭ তারিখ। ১০, ১২ ও ১৪ সেপ্টেম্বর রয়েছে তিনটি টি ২০ আন্তর্জাতিক। ১৫ সেপ্টেম্বর থেকে হাসারঙ্গা ও চামিরা আরসিবিতে যোগ দেওয়ার অনুমতি পেয়েছেন। এই দুই ক্রিকেটার ছাড়াও সিঙ্গাপুরের টিম ডেভিড ও ইংল্যান্ডের বাঁহাতি সিমার জর্জ গার্টনকে দলে নিয়েছে আরসিবি। কোচ সাইমন ক্যাটিচ পদত্যাগ করায় ডিরেক্টর অব ক্রিকেট অপারেশনসের দায়িত্ব সামলানোর সঙ্গে কোচের ভূমিকাতে দেখা যাবে মাইক হেসনকে।

English summary
RCB's Wanindu Hasaranga And Dushmantha Chameera Will Miss IPL 2021 Playoffs. They Will Join RCB After The South Africa Series And Leave In Time To Play The T20 World Cup Warm-Up Games.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X