For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড সিরিজের জন্য ট্রোলড বিরাট

  • |
Google Oneindia Bengali News

আমেদাবাদেই তৃতীয় টেস্টে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজে এগিয়ে যাওয়ার হাতছানি ভারতের সামনে। বিরাট কোহলির দল চালকের আসনেই রয়েছে। তবু বিরাট কোহলিকে পড়তে হলো ট্রোলিংয়ের মুখে। তবে তা ভারতীয় দলের জন্য। আইপিএলের জন্য। অধিনায়কের পাশাপাশি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর দলের ম্যানেজমেন্টকে নিয়েও সোশ্যাল মিডিয়ায় নানা মিম ঘুরছে।

অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড সিরিজের জন্য ট্রোলড বিরাট

নিউজিল্যান্ড সফরে গিয়েছে অস্ট্রেলিয়া। টি ২০ সিরিজে দুই দল মিলিয়ে এমন বেশ কয়েকজন ক্রিকেটার রয়েছেন যাঁরা আবার আইপিএলে আরসিবি দলে রয়েছেন। এবারের নিলাম থেকে কাইল জেমিসনকে ১৫ কোটি টাকা দিয়ে নিয়েছে আরসিবি। নিউজিল্যান্ডের এই বোলারের পাশাপাশি ছন্দে নেই আরসিবি-র অপর দামি ক্রিকেটার অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাক্সওয়েল। প্রথম ম্যাচে ৩ ওভারে ৩২ রান দিয়ে ১ উইকেট পাওয়ার পর আজ দ্বিতীয় ম্যাচে জেমিসন ৪ ওভারে ৫৬ রান দিতেই শুরু ট্রোলিং। প্রথম ম্যাচে তিন বলে ১ রানে আউট হওয়ার পর এই ম্যাচে ৫ বলে ৩ রানের বেশি করতে পারেননি ১৪.২৫ কোটি টাকায় এবার আরসিবিতে যাওয়া ম্যাক্সওয়েল। বরং যে অলরাউন্ডার ড্যানিয়েল স্যামসকে আরসিবি ছেড়ে দিয়েছে তিনি এদিন প্রথমে বল হাতে ৪ ওভারে ৪৬ রান দেন, পেয়েছেন একটি মাত্র উইকেট। শেষের দিকে ব্যাট হাতে ১৫ বলে ৪১ রান করে অজিদের জয়ের সম্ভাবনা তৈরি করেছিলেন। তবে শেষরক্ষা করতে পারেননি। আরসিবি আগেই রেখে দিয়েছে অস্ট্রেলিয়ার অ্যাডাম জাম্পা ও কেন রিচার্ডসনকে। এদিন চার ওভারে দুজনেই ৪৩ রান খরচ করেন। কেন তিনটি উইকেট পেলেও জাম্পার ঝুলিতে মাত্র এক উইকেট।

টি ২০ আন্তর্জাতিকে আরসিবি-র ক্রিকেটারদের অবস্থা দেখে ছড়িয়ে পড়ছে মিম। এমন পারফরম্যান্স তুলে ধরে বিরাটের ছবি পোস্ট করে লেখা হয়েছে, আই অ্যাম ইন স্পেন, এস সাইলেন্ট! কেউ আবার আরসিবি অধিনায়কের বিরাটের কান্নার ছবি পোস্ট করে লিখেছেন জেমিসনের বোলিং দেখে বিরাটের অবস্থা! গারদের মধ্যে অপরাধীদের মুখ ঢাকা ছবি পোস্ট করে একজন লিখেছেন, দলের ক্রিকেটারদের অবস্থা দেখে আরসিবি ম্যানেজমেন্ট লজ্জায় মুখ ঢেকেছেন। প্রতিবারই তারকাখচিত দল গড়েও একবারও আইপিএল জিততে পারেনি। এবার কী হবে তা বলবে সময়। তবে বিরাটদের নিয়ে এমন ট্রোলিং বেশ উপভোগ করছেন ক্রিকেটপ্রেমীরা।

English summary
Royal Challengers Bangalore Management including Captain Virat Kohli Trolled Over Cricketers' performance in Aus-NZ Series. Many of the RCB players playing in that series.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X