For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সচিন তেন্ডুলকর রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজ মাতালেন অনবদ্য শটে! বিধ্বংসী বিনি, রান পেলেন রায়না-পাঠান

  • |
Google Oneindia Bengali News

রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজে আজ মুখোমুখি ইন্ডিয়া লেজেন্ডস ও সাউথ আফ্রিকা লেজেন্ডস। ভারতের দলকে নেতৃত্ব দিচ্ছেন সচিন তেন্ডুলকর, দক্ষিণ আফ্রিকার প্রাক্তনীদের নেতৃত্বে জন্টি রোডস। কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়ামে খুব বেশি রান না পেলেও সচিন তেন্ডুলকর দর্শকদের মাতিয়ে রাখলেন দৃষ্টিনন্দন দুটি বাউন্ডারির মাধ্যমে।

'খেলছে সচিন, মারছে সচিন'

টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন সচিন। তিনি ওপেন করতে নামেন নমন ওঝাকে নিয়ে। প্রথম দিকে নমন আক্রমণাত্মক ব্যাটিং শুরু করেন। ম্যাচের চতুর্থ ওভারে মাখায়া এনতিনির বলে সচিন লং অন দিয়ে একটি অনবদ্য চার মারেন। যা দেখে উচ্ছ্বসিত স্টেডিয়ামে উপস্থিত দর্শকরা। এর পরের ওভারে সচিন জোহান ভ্যান ডার ওয়াথের বলেও একটি চার মারেন। যদিও ষষ্ঠ ওভারের দ্বিতীয় বলেই সচিনকে সাজঘরে পাঠান এনতিনি। সচিন ১৫ বলে ১৬ রান করে জোহান বোথার হাতে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফেরেন।

মাস্টার ব্লাস্টারকে নিয়ে উন্মাদনা

সচিন কানপুরে পৌঁছানোর পর থেকেই তাঁকে ঘিরে উন্মাদনা তুঙ্গে। নেটেও সচিনকে চেনা মেজাজে ব্যাট করতে দেখে আপ্লুত ক্রিকেট-ভক্তরা। ম্যাচেও হতাশ করেননি, আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর ৯ বছর পেরিয়ে গেলেও এখনও রয়েছে রানের খিদে।

অনবদ্য বিনি

প্রথম ম্যাচেই সচিনের দল দুশো রান করল স্টুয়া্ট বিনির ঝোড়ো ব্যাটিংয়ের সৌজন্যে। যোগ্য সঙ্গত দিলেন সুরেশ রায়না ও ইউসুফ পাঠান। নির্ধারিত ২০ ওভারে ইন্ডিয়া লেজেন্ডস তুলেছে ৪ উইকেট হারিয়ে ২১৭ রান। পাঁচটি চার ও ৬টি ছক্কার সাহায্যে ৪২ বলে ৮২ রানে অপরাজিত থাকেন স্টুয়ার্ট বিনি। ১টি চার ও চারটি ছয়ের সাহায্যে ১৫ বলে ৩৫ রানে অপরাজিত থাকেন ইউসুফ পাঠান। ১৪.৩ ওভারে ১২৯ রানে পড়েছিল ইন্ডিয়া লেজেন্ডসের চতুর্থ উইকেট। তারপর আক্রমণাত্মক ব্যাটিং করেন বিনি ও পাঠান।

ভারতের প্রাক্তনীদের ২১৭

নমন ওঝা ১৮ বলে ২১ রান করেন। চারটি চার ও একটি ছয়ের সাহায্যে ২২ বলে ৩৩ রান করেন সুরেশ রায়না। ক্রিকেট থেকে পাকাপাকি অবসর ঘোষণার এই প্রথম প্রাক্তনীদের কোনও টুর্নামেন্টে খেলছেন রায়না। তিনি এদিন তিনে ব্যাট করতে নামেন, চারে নেমেছিলেন বিনি। ৮ বলে ৬ রানের বেশি করতে পারেননি যুবরাজ সিং। আজকের ম্যাচে সচিনের দলে রয়েছেন মনপ্রীত গোনি, ইরফান পাঠান, মুনাফ প্যাটেল, রাহুল শর্মা ও প্রজ্ঞান ওঝা। ভ্যান ডার ওয়াথ দুটি এবং এনতিনি ও এডি লেই একটি করে উইকেট দখল করেছেন।

(ছবি- রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজের ফাইল ছবি)

English summary
Road Safety World Series: India Legends Captain Sachin Tendulkar Has Scored 16 Off 15 Balls With 2 Fours Against South Africa Legends. Stuart Binni Slams Half Century.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X