For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

চিপক টেস্টে ধোনিকে টপকে কপিলের সঙ্গে ব্যবধান কমালেন অশ্বিন, কী বলছে পরিসংখ্যান

ভারত বনাম ইংল্যান্ড ২০২১ : ধোনিকে টপকে কপিলের সঙ্গে ব্যবধান কমালেন অশ্বিন

  • |
Google Oneindia Bengali News

ঘরের মাঠ চেন্নাইয়ের এমএ চিদম্বরম স্টেডিয়ামে ইংল্যান্ডের বিরুদ্ধে অনবদ্য শতরান হাঁকিয়েছেন রবিচন্দ্রণ অশ্বিন। সেই সঙ্গে টেস্ট রেকর্ডে ভারতের সর্বকালের সেরা অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে টপকে গেলেন অফ স্পিনার। অন্য হাতে ব্যবধান কমালেন কিংবদন্তি কপিল দেবের সঙ্গে। এক নজরে দেখে নেওয়া যাক সেই পরিসংখ্যান।

আট নম্বরে নেমে শতরান

আট নম্বরে নেমে শতরান

চেন্নাইয়ের চিপকে ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে আট নম্বরে ব্যাট করতে নেমে শতরান হাঁকান রবিচন্দ্রণ অশ্বিন। একই স্থানে ব্যাট করতে নেমে টেস্টে মোট তিন বার তিন অঙ্কের ঘরে পৌঁছেছেন অ্যাশ। এর আগে ২০১১ এবং ২০১৩ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে যথাক্রমে মুম্বই ও কলকাতা টেস্টে আট নম্বরে নেমে শতরান হাঁকিয়েছিলেন ভারতীয় অফ স্পিনার।

ধোনিকে টপকে গেলেন অশ্বিন

ধোনিকে টপকে গেলেন অশ্বিন

চিপকে ইংল্যান্ডের বিরুদ্ধে দুর্দান্ত শতরান করে কিংবদন্তি মহেন্দ্র সিং ধোনিকে টপকে গেলেন রবিচন্দ্রণ অশ্বিন। টেস্টে আট নম্বরে নেমে তিন বার শতরান হাঁকিয়েছেন অ্যাশ। ভারতের হয়ে একই স্থানে ব্যাট করতে নেমে টেস্টে দুটি শতরান এসেছে ধোনির ব্যাট থেকে। একই প্রেক্ষাপটে লাল বলের ফর্ম্যাটে ভারতীয়দের মধ্যে দুটি করে শতরান হাঁকিয়েছেন টার্বুনেটর হরভজন সিং এবং হরিয়ানা হ্যারিকেন কপিল দেব।

বিশ্ব তালিকায় দ্বিতীয় অশ্বিন

বিশ্ব তালিকায় দ্বিতীয় অশ্বিন

টেস্টে আট নম্বরে ব্যাট করতে নেমে শতরান করা ক্রিকেটারদের বিশ্ব তালিকার দ্বিতীয় স্থানে এসে পৌঁছলেন রবিচন্দ্রণ অশ্বিন। তালিকার প্রথম স্থানে থাকা নিউজিল্যান্ডের প্রাক্তন স্পিনার ড্যানিয়েল ভিত্তোরি লাল বলের ফর্ম্যাটে আট নম্বরে ব্যাট করতে নেমে চার বার শতরান হাঁকিয়েছেন।

টেস্টে সবচেয়ে বেশি উইকেট ও পাঁচের বেশি শতরান

টেস্টে সবচেয়ে বেশি উইকেট ও পাঁচের বেশি শতরান

ভারতীয় দলের জার্সিতে টেস্টে এখনও পর্যন্ত ৩৯২টি উইকেট নিয়েছেন রবিচন্দ্রণ অশ্বিন। লাল বলের ফর্ম্যাটে পাঁচটি শতরানও এসেছে অফ স্পিনারের ব্যাট থেকে। এই বিভাগের বিশ্ব তালিকার দ্বিতীয় স্থানে অবস্থান করছেন অশ্বিন। প্রথম স্থানে থাকা কিংবদন্তি কপিল দেব টেস্টে ৪৩৪ উইকেট নেওয়ার পাশাপাশি আটটি শতরান হাঁকান।

অশ্বিনের কীর্তির দিনেও ভারত ক্ষুব্ধ আম্পায়ারিং নিয়েঅশ্বিনের কীর্তির দিনেও ভারত ক্ষুব্ধ আম্পায়ারিং নিয়ে

English summary
Ravichandran Ashwin achives two rare feet after excellent performance in Chepauk
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X