For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

Ranji Trophy: বরোদা বধের আত্মবিশ্বাস সম্বল করে হায়দরাবাদের বিরুদ্ধে লড়াইয়ের মঞ্চ প্রস্তুত করছে বাংলা

Ranji Trophy: বরোদা বধের আত্মবিশ্বাস সম্বল করে হায়দরাবাদের বিরুদ্ধে লড়াইয়ের মঞ্চ প্রস্তুত করছে বাংলা

Google Oneindia Bengali News

রঞ্জি ট্রফির প্রথম ম্যাচে দারুণ প্রত্যাবর্তন ঘটিয়ে জয় ছিনিয়ে নিয়েছে বাংলা দল। বরোদাকে ৪ উইকেটে হারিয়েছে বাংলা। প্রথম ইনিংসে ব্যাটিং ভরাডুবি হলেও দ্বিতীয় ইনিংসে অরুণ লালের দলকে অভিষ্ট লক্ষ্যে পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন শাহবাজ আহমেদ-অভিষেক পোড়েলরা।

Ranji Trophy: বরোদা বধের আত্মবিশ্বাস সম্বল করে হায়দরাবাদের বিরুদ্ধে লড়াইয়ের মঞ্চ প্রস্তুত করছে বাংলা

বরোদার বিরুদ্ধে এই দাপুটে জয়ের ফলে পাওয়া আত্মবিশ্বাসকে সঙ্গী করেই হায়দরাবাদের বিরুদ্ধে মাঠে নামতে চলেছে অভিমূন্য ঈশ্বরণের নেতৃ্তাধীন দল। বৃহস্পতিবার নিজাম শহরের দলের বিরুদ্ধে মাঠে নামার আগে বাংলা দলের প্রধান প্রশিক্ষক অরুণ লাল বলেছেন, "ছেলেদের বলেছি গত ম্যাচে দারুণ জয় পেয়েছো তোমরা। প্রত্যেকে নিজেদের চারিত্রিক দৃঢ়তার পরিচয় দিয়েছে। ফাইটিং স্পিরিট দেখা গিয়েছে গোটা দলের মধ্যে। তবে ওই ম্যাচ এখন অতীত। আমাদের এখন অতীত। আমরা দিন প্রতি নিজেদের পরিকল্পনা সাজাচ্ছি। একটা ম্যাচ জিতেছি মানে তাতে ভেসে যাওয়ার মতো কিছু হয়নি। নিজেরাই নিজেদের জন্য গত ম্যাচটা কঠিন করে দিয়েছিলাম। এখনও অনেক পথ হাঁটতে হবে।"

গ্রুপ 'বি'-তে কটকের বারাবাটি স্টেডিয়ামেই দ্বিতীয় ম্যাচটি খেলবে বাংলা। উইকেট নিয়ে খুব বেশি চিন্তিন নন বাংলার কোচ। তিনি আশা করেন শেষ ম্যাচে বরদার বিরুদ্ধে উইকেট যেই রকম আচরণ করেছিল, প্রায় একই রকম আচরণ করবে হায়দরাবাদের বিরুদ্ধেও। উইকেট প্রসঙ্গে অরুম লাল বলেন, "আমি আশা করি উইকেট একই রকম চরিত্র দেখাবে (আগামীকাল)। আমরা শুরুটা ভাল করেছি। হায়দরাবাদও নিজেদের প্রথম ম্যাচ জিতেছে। আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচ এইটা। হায়দরাবাদ যথেষ্ট ভাল একটা দল। (ব্যাটিং অর্ডারে) শেষ পর্যন্ত অলরাউন্ডার রয়েছে এবং যথেষ্ট ভাল ক্রিকেট খেলছে ওরা।"

বরোদার বিরুদ্ধে যেই দল খেলেছে সেই একই দলকে হায়দরবাদারে বিরুদ্ধে দেখা যাবে কি না, সেই বিষয়ে কোনও নিশ্চয়তা দেননি অরুণ লাল। তিনি ধোঁয়াশা রেখে জানিয়েছেন, দলে কোনও পরিবর্তন আনা হবে কি না, তা স্থির করা হবে ম্যাচের দিন সকালে।

এ দিন অনুশীলনে বেশ খোশ মেজাজেই পাওয়া গিয়েছে বাংলার ক্রিকেটারদের। দীর্ঘক্ষণ অনুশীলনে হায়দরাবাদারে বিরুদ্ধে শেষ মুহূর্তের প্রস্তুতিতে কম্বিনেশন ঝালিয়ে নিয়েছে দল।

বরোদার বিরুদ্ধে বাংলার জয়ের নায়ক শাহবাজ আহমেদ। দুই ইনিংস মিলিয়ে ২ উইকেট এবং ৯১ রান করেছেন শাহবাজ। প্রথম ইনিংসে দলের ব্যাটিং ভরাডুবির পর, দ্বিতীয় ইনিংসে গুরুত্বপূর্ণ অপরাজিত ৭১ রানের ইনিংস খেলেন এই অলরাউন্ডার। শাহবাজ ছাড়াও দ্বিতীয় ইনিংসে বাংলাকে জয়ের রাস্তায় পৌঁছে যেতে সাহায্য করেছেন এই বাঁ-হাতি অলরাউন্ডার। তরুণ উইকেটরক্ষক অভিষেক পোড়েলও রান পেয়েছেন বাংলার হয়ে অভিষেক ম্যাচে। ৫৩ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন ঈশান পোড়েলের ভাই।

English summary
Bengal team coach Arun Lal said last match shown the potential of the team but that is gone, now team need to focus on the next game. To win the match he said his team has to take it day by day, hour by hour so that we can play our best cricket and focus.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X