For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

IPL 2021: নায়ক কার্তিক ত্যাগী! রাহুল-অর্শদীপের নজিরের ম্যাচে রাজস্থান রয়্যালসের স্মরণীয় রুদ্ধশ্বাস জয়

  • |
Google Oneindia Bengali News

শেষ ১০ মিনিটে নাটকীয় পালাবদল। জেতা ম্যাচ মাঠে ফেলে এল পাঞ্জাব কিংস। প্রথম সাক্ষাতে লোকেশ রাহুলরা সঞ্জু স্যামসনদের হারিয়েছিলেন ৪ রানে। এদিন একটা সময় যে ম্যাচ পাঞ্জাব কিংসের হেলায় জিতে যাওয়ার কথা ছিল তাই গড়াল রুদ্ধশ্বাস পরিসমাপ্তিতে। পাঞ্জাব কিংস নয়, শেষ ওভারের স্নায়ুযুদ্ধে ২ রানে ম্যাচ জিতে পয়েন্ট তালিকায় পঞ্চম স্থানে উঠে এল রাজস্থান রয়্যালস! নায়ক উত্তরপ্রদেশের বছর ২০-র পেসার কার্তিক ত্যাগী।

শতরানের ওপেনিং পার্টনারশিপ

পাঞ্জাব কিংসের হয়ে সর্বাধিক ৪৩ বলে ৬৭ রান করেন ময়াঙ্ক আগরওয়াল। তাঁর ইনিংসে রয়েছে সাতটি চার ও দুটি ছয়। এই ইনিংসের সুবাদে আইপিএলে তিনি ২ হাজার রান পূর্ণ করলেন। এবারের আইপিএলে তাঁর মোট রান হল ৮ ম্যাচে ৩২৭। তিনটি হাফ সেঞ্চুরি করেছেন, সর্বাধিক অপরাজিত ৯৯। শিখর ধাওয়ান ও লোকেশ রাহুল দুজনেই দাঁড়িয়ে ৩৮০ রানে। তাঁদের পরেই রয়েছেন ময়াঙ্ক। এদিন ১ রানের জন্য এবারের আইপিএলে পঞ্চম হাফ সেঞ্চুরি হাতছাড়া হয় লোকেশ রাহুলের। জয়ের জন্য ১৮৬ রানের টার্গেট তাড়া করতে নেমে ঝড়ের গতিতে রান তুলতে থাকেন কর্নাটকের দুই ওপেনার রাহুল ও ময়াঙ্ক। ১১.৫ ওভারে ওপেনিং জুটি ভাঙেন চেতন সাকারিয়া। দলের ১২০ রানের মাথায় ৩৩ বলে ৪৯ রানে আউট হন পাঞ্জাব কিংস অধিনায়ক। ১৩ ওভারে দলের ১২৬ রানের মাথায় ময়াঙ্ককে প্যাভিলিয়নে পাঠান রাহুল তেওয়াটিয়া। এরপর এইডেন মার্করাম ও নিকোলাস পুরাণ ম্যাচ জেতানোর দিকে নিয়ে যাচ্ছিলেন পাঞ্জাব কিংসকে। একটা সময় ১৫ বলে দরকার ছিল ১০ রান। শেষ ওভারে ৮ উইকেট হাতে নিয়ে পাঞ্জাব কিংসের জিততে দরকার ছিল মাত্র চার রান।

কার্তিকের বাজিমাত

কার্তিক ত্যাগীর শেষ ওভারের প্রথম বলে রান পাননি মার্করাম। দ্বিতীয় বলে এক রান নেন। শেষ চার বলে দরকার ছিল তিন। এই পরিস্থিতিতে নিকোলাস পুরাণ কট বিহাইন্ড হন। তিনি করেন ২২ বলে ৩২। পরের বলে দীপক হুডার ছটফটানিতে নিশ্চিত ওয়াইড পায়নি পাঞ্জাব, হুডা অফ স্টাম্পের দিকে সরে গিয়েছিলেন। ওভারের পঞ্চম বলে হুডাও কট বিহাইন্ড হয়ে দলের বিপদ বাড়ান। শেষ বলেও কোনও রান নিতে পারেননি ফ্যাবিয়ান অ্যালেন। ২০০৯ সালে রাজস্থান রয়্যালসকে শেষ ওভারে চার রানের পুঁজি নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে জয় এনে দিয়েছিলেন মুনাফ প্যাটেল। এদিন রাজস্থানের হসে সেই কীর্তি গড়লেন কার্তিক। চাপ সামলানোর ক্ষেত্রে দলের খামতির কথা মেনে নিলেও হার হজম হচ্ছে না লোকেশ রাহুলের। ভুল থেকে দল শিক্ষা নিতে পারছে না বলেও মন্তব্য করেছেন তিনি। অনেকেই বলছেন ক্রিস গেইলকে জন্মদিনে বাইরে রাখা ঠিক হয়নি। মার্করাম ২০ বলে ২৬ করে অপরাজিত থাকেন।

কেরিয়ারের সেরা দিন

কার্তিক ত্যাগী ম্যাচের সেরা হয়েছেন। ৪ ওভারে ২৯ রানের বিনিময়ে তিনি ২ উইকেট নেন। শেষ ওভারে ১ রান খরচ করে দুটি মূল্যবান উইকেট তুলে কার্যত অসাধ্য সাধন করেছেন উত্তরপ্রদেশের এই বছর কুড়ির পেসার। ২টি প্রথম শ্রেণির ম্যাচ, সাতটি একদিনের ম্যাচ ও ১১টি টি ২০ খেলেছিলেন এদিনের ম্যাচের আগে। চোট সারিয়ে এবারের আইপিএলে গত মে মাসে সানরাইজার্স হায়দরাবাদ ম্যাচে প্রথম খেলার সুযোগ পান। ১টি উইকেট পেয়েছিলেন। এরপরই আইপিএল স্থগিত হয়ে গিয়েছিল। কেরিয়ারের সেরা বোলিং করে দলকে জিতিয়ে কার্তিক বলেছেন, আজ সুযোগ পেয়ে ভালো লাগছিল। নানা সময়ে সিনিয়রদের থেকে পরামর্শ পেয়েছি। সকলেই বলেছেন, খেলা যে কোনও সময় ঘুরে যেতে পারে। সেটা মাথায় রাখার পাশাপাশি নিজের ডেথ ওভারে বোলিং দক্ষতার বিষয়েও আত্মবিশ্বাসী ছিলাম।

বুমরাহ-র প্রশংসা

কার্তিকের প্রশংসা করেছেন খোদ জসপ্রীত বুমরাহও। মুস্তাফিজুর রহমান ও ত্যাগীকে ডেথ ওভারের জন্য রেখে দেওয়ার কৌশল কাজে লাগায় খুশি রাজস্থান রয়্যালস অধিনায়ক সঞ্জু স্যামসন। তিনি দলের বোলিং ও ফিল্ডিং নিয়ে সন্তুষ্ট। এমনকী ম্যাচের শেষে বলেছেন, কয়েকটা ক্যাচ না পড়লে এই ম্যাচ জেতার জন্য শেষ অবধি অপেক্ষা করতে হতো না।

তিন হাজারের ক্লাবে

এদিকে, এদিন আইপিএলে নিজের ৮৯তম ম্যাচে অল্পের জন্য অর্ধশতরান হাতছাড়া করলেও ৮০তম আইপিএল ইনিংসে ৩ হাজার রান পূর্ণ করে ফেললেন লোকেশ রাহুল। পাশাপাশি এবারের আইপিএলে এখনও অবধি সবচেয়ে বেশি রানের নিরিখে তিনি ধরে ফেললেন শিখর ধাওয়ানকে। ৮টি ম্যাচে রাহুল ও শিখর ৩৮০ রান করেছেন। যদিও ধাওয়ানের চেয়ে গড় ও স্ট্রাইক রেটেও এগিয়ে পাঞ্জাব কিংসের অধিনায়ক। শিখর যেখানে ৩টি অর্ধশতরান করেছেন এবারের আইপিএলে, সেখানে রাহুলের রয়েছে ৪টি। আইপিএলে রাহুলের মোট রান ৩০২৭, সর্বাধিক অপরাজিত ১৩২। ২টি শতরান ও ২৫টি অর্ধশতরান রয়েছে। আইপিএলে তিন থেকে চার হাজার রানের মধ্যে এখন যাঁরা রয়েছেন তাঁরা হলেন দীনেশ কার্তিক (৩৯৪৬), অজিঙ্ক রাহানে (৩৯৪১), শেন ওয়াটসন (৩৮৭৪), অম্বাতি রায়ুডু (৩৭৯৫), মণীশ পাণ্ডে (৩৪৬১), কায়রন পোলার্ড (৩২০৬), ইউসুফ পাঠান (৩২০৪) এবং লোকেশ রাহুল (৩০২৭)। আইপিএলে সর্বাধিক ৬০৮১ রান রয়েছে বিরাট কোহলির। তাঁর পরে শিখর ধাওয়ান অনেক পিছনে, তাঁর মোট রান ৫৫৭৭।

অর্শদীপের কীর্তি

এদিন অর্শদীপ সিংও পাঞ্জাব কিংসের হেড কোচ অনিল কুম্বলের সঙ্গে একই তালিকায় নিজের নাম লিখিয়ে ফেললেন। ২০০৯ সালে নিউল্যান্ডসে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে আরসিবি-র হয়ে অনিল কুম্বলে ৫ রানে ৫ উইকেট নিয়েছিলেন। আজ ৩২ রানে ৫ উইকেট নিয়েছেন অর্শদীপ সিং, আইপিএল কেরিয়ারে তাঁর সেরা বোলিং পারফরম্যান্স এটি। আইপিএলে ইনিংসে ৬টি করে উইকেট নিয়েছেন আলজারি জোসেফ (৬-১২), সোহেল তনভীর (৬-১৪) ও অ্যাডাম জাম্পা (৬-১৯)। কুম্বলে ও অর্শদীপ ছাড়াও যাঁরা আইপিএলের কোনও ম্যাচে ৫ উইকেট নিয়েছেন তাঁদের তালিকায় নাম রয়েছে ইশান্ত শর্মা, লসিথ মালিঙ্গা, অঙ্কিত রাজপুত, আন্দ্রে রাসেল, জেমস ফকনার (২ বার), রবীন্দ্র জাদেজা, অমিত মিশ্র, অ্যান্ড্রু টাই, হরভজন সিং, ভুবনেশ্বর কুমার, সুনীল নারিন, বরুণ চক্রবর্তী, মুনাফ প্যাটেল, লক্ষ্মীপতি বালাজি, জয়দেব উনাদকাট (২ বার), দিমিত্রি মাসকারেনহাস ও হর্ষল প্যাটেল। এই বোলারদের মধ্যে এবারের আইপিএলে যাঁরা ম্যাচে ৫ উইকেট নিয়েছেন তাঁরা হলেন অর্শদীপ সিং ও আন্দ্রে রাসেল (মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ২ ওভারে ১৫ রানের বিনিময়ে ৫ উইকেট)।

(ছবি- বিসিসিআই/আইপিএল)

English summary
Punjab Kings Beat Rajasthan Royals Again IN IPL. KL Rahul Completes 3000 IPL Runs And Arshdeep Also In Elite List By Grabbing Five Wickets.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X