For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রাহুল দ্রাবিড়ের কীর্তি ছুঁয়ে ইতিহাসের পাতায় নাম তুলে ফেললেন লোকেশ রাহুল

রাহুল দ্রাবিড়ের কীর্তি ছুঁয়ে ইতিহাসের পাতায় নামল তুলে ফেললেন লোকেশ রাহুল

  • |
Google Oneindia Bengali News

ভারতীয় ক্রিকেটে তিনি নতুন 'মিস্টার ডিপেন্ডবল'!নীল জার্সিতে শেষ ১১ ইনিংসের মধ্য়ে ছয় বার পঞ্চাশ প্লাস স্কোর করলেন। সেই সঙ্গে ওডিআইয়ে পাঁচ নম্বরে ব্যাট করতে নেমে প্রথমবার শতরান হাঁকালেন লোকেশ রাহুল। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওডিআই সিরিজের প্রথম ম্যাচে শতরান হাতছাড়া হয়েছিল। প্রথম ওডিআই ম্যাচটিতে ৮৮ রানে অপরাজিত থেকে মাঠ ছেড়েছিলেন। এদিন আর সেঞ্চুরি হাতছাড়া করেননি। ভারতীয় টপ অর্ডারের ভাঙন রুখে এদিন ত্রাতার ভূমিকায় লোকেশ রাহুল।

<iframe src="https://www.facebook.com/plugins/video.php?href=https%3A%2F%2Fwww.facebook.com%2FmyKhelBengali%2Fvideos%2F793268934502464%2F&show_text=0&width=267" width="267" height="476" style="border:none;overflow:hidden" scrolling="no" frameborder="0" allowTransparency="true" allowFullScreen="true"></iframe>

রাহুল দ্রাবিড়ের কীর্তি

রাহুল দ্রাবিড়ের কীর্তি

এর আগে ভারতীয় উইকেটকিপারদের মধ্যে কিংবদন্তি রাহুল দ্রাবিড় ওডিআই ক্রিকেটে এশিয়ার বাইরে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন। ওডিআইতে ভারতীয় কিপার ব্য়াটসম্যানদের মধ্য়ে দ্রাবিড়ের সেঞ্চুরিই প্রথম। ১৯৯৯ ইংল্যান্ড বিশ্বকাপে শ্রীলঙ্কার বিরুদ্ধ টনটনে ১৪৫ রান হাঁকিয়েছিলেন। সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে জুটিতে সেই ম্যাচে দ্রাবিড় ৩১৮ রানের পার্টনারশিপ তৈরি করেছিলেন।

লোকেশর রাহুলের কীর্তি

রাহুল দ্রাবিড়ের পর দ্বিতীয় ভারতীয় উইকেট কিপার হিসেবে এদিন এশিয়ার বাইরে সেঞ্চুরি করলেন লোকেশ রাহুল। রাহুল দ্রাবিড়ের কীর্তি ছুঁলেন লোকেশ।

দ্বিতীয় দ্রুততম হিসেবে এই রেকর্ড

রাহুল দ্বিতীয় দ্রুততম ভারতীয় ক্রিকেটার হিসেবে ওডিআইয়ে চারটি সেঞ্চুরি হাঁকালেন। নীল জার্সিতে ৩১ ইনিংস খেলে রাহুল ওডিআইয়ের চার নম্বর সেঞ্চুরি করলেন। রাহুলের আগে ভারতীয়দের মধ্য়ে শিখর ধাওয়ান ২৪ ইনিংস খেলে ওডিআইয়ে চতুর্থ সেঞ্চুরিটি করেছিলেন।

একনজরে দ্রুততম চতুর্থ সেঞ্চুরিতে ভারতীয়দের মধ্যে কে কোথায়

একনজরে দ্রুততম চতুর্থ সেঞ্চুরিতে ভারতীয়দের মধ্যে কে কোথায়

ওডিআইয়ে ২৪ ইনিংস শিখর চতুর্থ সেঞ্চুরি করেছিলেন। দ্বিতীয় স্থানে ৩১ ইনিংস খেলে রাহুল রয়েছেন। ৩৬ ওডিআই ইনিংসে এই কীর্তি গড়ে তিনে বিরাট কোহলি। ৪৪ ইনিংসে কেরিয়ারের চতুর্থ ওডিআই সেঞ্চুরি হাঁকিয়েছিলেন গম্ভীর। ৫০ ইনিংসে সেহওয়াগ চতুর্থ ওডিআই সেঞ্চুরি হাঁকান।

English summary
Ind vs Nz 3rd ODI: Rahul touches Rahul Dravid achievement, Score Hundred as 2nd indian wicket keeper Outside Asia
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X