For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

(প্রিভিউ) ইডেনে টি২০ বিশ্বকাপ ফাইনালে মুখোমুখি ওয়েস্ট ইন্ডিজ-ইংল্যান্ড

  • By Oneindia Bengali Digital Desk
  • |
Google Oneindia Bengali News

কলকাতা, ২ এপ্রিল : সেমিফাইনালে ভারতকে উড়িয়ে দিয়ে রবিবার টি২০ বিশ্বকাপ ফাইনালে কলকাতার ইডেন গার্ডেন্সে ইংল্যান্ডের মুখোমুখি হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ।

ইডেনে টি২০ ফাইনাল : যারা জিতবে ইতিহাস গড়বে তাঁরাই

নিজের দেশের ক্রিকেট বোর্ডের সঙ্গে বহুদিন ধরেই টাকাপয়সা নিয়ে খিটমিট চলছে ড্যারেন স্যামিদের। তা সত্ত্বেও ক্যারিবিয়ানদের ভয়ডরহীন আত্মবিশ্বাসী ক্রিকেট দেখে মুগ্ধ গোটা ক্রিকেট বিশ্ব। ফলে ফাইনালে সেই ধরনের ক্রিকেটই খেলবেন ক্রিস গেইলরা তা এককথায় ধরে নেওয়া যায়।

টি২০ কাপ ফাইনালে মুখোমুখি ওয়েস্ট ইন্ডিজ-ইংল্যান্ড

অন্যদিকে রয়েছে ইংল্যান্ড দল। টুর্নামেন্টের শুরুতে কোনও বিশেষজ্ঞই ইয়ন মর্গ্যানের দলকে ধর্তব্যের মধ্যে রাখেননি। কিন্তু প্রথম ম্যাচেই শক্তিশালী দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ২৩০ রান তাড়া করে জিতে যায় ইংল্যান্ড। আর তারপরে তাদের আটকে রাখা যায়নি।

টুর্নামেন্টে একটি ম্যাচ ইংল্যান্ড হেরেছে এবং তা ওয়েস্ট ইন্ডিজের কাছে। ইংল্যান্ডের ১৮০-র বেশি রান তাড়া করে একা ক্রিস গেইল ক্য়ারিবিয়ানদের ম্যাচ জেতান।

অন্যদিকে তাকালে দেখা যাবে, ১৯৮৭ সালে ইডেনে ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে ইংল্য়ান্ড ও অস্ট্রেলিয়া মুখোমুখি হয়েছিল। সেই খেলায় ইংরেজরা পরাজিত হয়েছিলেন।

এবার ফের ২৯ বছর পরে নতুন সুযোগ এসেছে ইংল্যান্ডের কাছে। তবে বিশ্বকাপ প্রতিযোগিতায় ৪-৯ ব্যবধানে ম্যাচ জেতা-হারায় পিছিয়ে রয়েছে ইংল্যান্ড। সেটাকে কতোটা মেরামত করা সম্ভব সেটা সময়ই বলবে।

ওয়েস্ট ইন্ডিজ দলে ক্রিস গেইল, ড্য়ারেন স্য়ামি, ড্যারেন ব্র্যাভো সহ একাধিক এমন খেলোয়াড় রয়েছেন যাদের এই বিশ্বকাপটাই হয়ত শেষ মঞ্চ। ফলে গোটা দল চাইছে বিশ্বকাপ জিতে সকলে সকলকে উৎসর্গ করতে।

তবে জেসন রয়, জো রুট, অ্যালেক্স হেলস, ইয়ন মর্গ্যানকে নিয়ে গড়া ইংল্যান্ডের শক্তিশালী ব্যাটিং লাইন আপ রয়েছে। ফলে যেকোন রান এরা তাড়া করে দিতে পারেন। ওয়েস্ট ইন্ডিজে সেই তুলনায় বেশিরভাগই পিঞ্চ হিটার ব্যাটসম্যান। ফলে ম্যাচ উপভোগ্য হয়ে ওঠার সব মশলাই রবিবাসরীয় ফাইনালে থাকবে।

তবে সবার আগে নজর থাকবে ইডেনের পিচে। ইতিমধ্যেই গরম পড়তে শুরু করেছে। এই সময় ঐতিহাসিকভাবে ইডেনের পিচ স্লো টার্নার হয়। এই অবস্থায় যে দলে স্পিনাররা ভালো বল করবেন, ম্যাচ নিয়ে যাবে তারাই।

ওয়েস্ট ইন্ডিজ দল

ড্যারেন স্যামি (অধিনায়ক), জনসন চার্লস, ক্রিস গেইল, মার্লন স্যামুয়েলস, লেন্ডল সিমন্স, আন্দ্রে রাসেল, দিনেশ রামদিন (উইকেটকিপার), ডোয়েন ব্র্যাভো, কার্লোস ব্রাথওয়েট, স্যামুয়েল বদ্রি, সুলেমান বেন, জেসন হোল্ডার, জেরম টেলর, অ্যাশলে নার্স, এভিন লিউয়িস।

ইংল্যান্ড দল

ইয়ন মর্গ্যান (অধিনায়ক), জেসন রয়, অ্যালেক্স হেলস, জো রুট, জোস বাটলার (উইকেটকিপার), বেন স্টোকস, মঈন আলি, ক্রিস জর্ডন, ডেভিড উইলি, আদিল রশিদ, লিয়াম প্লাঙ্কেট, স্যাম বিলিংস, লিয়াম ডসন, রেসি টপলে, জেমস ভিন্স।

English summary
Preview: World T20 2016 Final: West Indies Vs England in Kolkata
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X