For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

৮৭ বছরে এই প্রথমবার রঞ্জি ট্রফি আয়োজন করছে না বিসিসিআই, বড় সিদ্ধান্ত নিল সৌরভের বোর্ড

৮৭ বছরে এই প্রথমবার রঞ্জি ট্রফি আয়োজন করছে না বিসিসিআই, বড় সিদ্ধান্ত নিল সৌরভের বোর্ড

  • |
Google Oneindia Bengali News

করোনা ধাক্কার কারণে দেশের ক্রিকেটে বড় ক্ষতি। কোভিড পরবর্তী সময়ে আইপিএল দিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ড ঘরোয়া টুর্নামেন্ট শুরু করেছিল। এরপর নতুন বছরের জানুয়ারিতে শুরু হয়েছে সৈয়দ মুস্তাক আলি টি-২০ টুর্নামেন্ট। কোভিডের উদ্বেগের মাঝে জৈব সুরক্ষায় টুর্নামেন্ট আয়োজন হয়েছে। ফেব্রুয়ারিতেই রঞ্জি ট্রফি নিয়ে বোর্ডের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার কথা ছিল। সেখানেই বড়সড় সিদ্ধান্ত নিতে পারে ভারতীয় ক্রিকেট বোর্ড।

৮৭ বছরে এই প্রথমবার রঞ্জি ট্রফি আয়োজন করছে না বিসিসিআই, বড় সিদ্ধান্ত নিল সৌরভের বোর্ড

৮৭ বছরে এই প্রথমবার রঞ্জি ট্রফি আয়োজন করছে না বিসিসিআই, এমনটাই জানা যাচ্ছে। তার পরিবর্তে চলতি মরসুমে পঞ্চাশ ওভারের বিজয় হাজারে ট্রফি করতে চলেছে বোর্ড। সেই সঙ্গে মেয়েদের সিনিয়র দলের ওডিআই টুর্নামেন্টও আয়োজন করবে বিসিসিআই।

প্রসঙ্গত এর আগে ফেব্রুয়ারি থেকে রঞ্জি আয়োজন নিয়ে পরিকল্পনা করেছিল বিসিসিআই। সেই মতো রাজ্য ক্রিকেট সংস্থাগুলির সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছিল। রাজ্য ক্রিকেট সংস্থাগুলিতে দল প্রস্তুত রাখার জন্য পরিকল্পনা সাজাতেও বলা হয়েছিল। এমন কী রঞ্জি ট্রফি টুর্নামেন্টে এবছর ম্যাচ কমানো নিয়েও ভেবে রেখেছিল বিসিসিআই। শেষ পর্যন্ত অবশ্য মরসুমের রঞ্জি ট্রফি স্থগিত করতে পারে বিসিসিআই। এমনটা হলে ৮৭ বছরে এই প্রথমবার এমন ঘটনা ঘটবে।

হৃদপিণ্ডে স্টেন্ট বসার কারণে বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় এখন হাসপাতালে ভর্তি রয়েছেন। সেক্ষেত্রে বোর্ডের সচিব ও অনান্য কর্তারা বিসিসিআইয়ের দায়িত্ব সামলাচ্ছেন। এই সময় রাজ্য সংস্থাগুলির মতামতের ভিত্তিতে বিসিসিআই জাতীয় ওয়ান ডে টুর্নামেন্টকে প্রাধান্য দেওয়ায় এবছর রঞ্জি ট্রফি আয়োজনের সম্ভাবনা কার্যত নেই বলেই ধরে নেওয়া হচ্ছে। সেক্ষেত্রে ৮৭ বছরে এই প্রথমবার বিসিসিআইয়ের প্রধান ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে না।

English summary
No Ranji Trophy this season, BCCI choose for 50-over Vijay Hazare trophy
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X