For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ডার্বিতে মধুর প্রতিশোধ, ইস্টবেঙ্গলকে হারিয়ে সিএবি ওয়ান ডে টুর্নামেন্টের ফাইনালে মোহনবাগান

  • |
Google Oneindia Bengali News

ময়দানের ডার্বিতে মধুর প্রতিশোধ। জে সি মুখার্জি ট্রফির সেমিফাইনালে ইস্টবেঙ্গলের কাছে পরাস্ত হয়ে ছিটকে গিয়েছিল মোহনবাগান। এবার সিএবি-র প্রথম ডিভিশনের একদিনের টুর্নামেন্টের সেমিফাইনালে আজ লাল হলুদকে হারাল সবুজ মেরুন। ফাইনালে মোহনবাগানেরও সামনে ভবানীপুর। ইস্টবেঙ্গলকে হারিয়ে জে সি মুখার্জি ট্রফি জিতেছিল আব্দুল মোনায়েমের প্রশিক্ষণাধীন ভবানীপুর।

ইস্টবেঙ্গলকে হারিয়ে ফাইনালে মোহনবাগান

যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস মাঠে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ইস্টবেঙ্গল। রণজ্যোৎ সিং খাইরা ও অঙ্কুর পালের ওপেনিং জুটিতে ওঠে ১০৮ রান। নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৭৮ রান তোলে ইস্টবেঙ্গল।

ইস্টবেঙ্গলকে হারিয়ে ফাইনালে মোহনবাগান

১০টি চার ও একটি ছয়ের সাহায্যে ৬৮ বলে ৭২ রান করেন অঙ্কুর। রণজ্যোৎ করেন ৬৮, সৌরভ সিং আউট হন ৫১ রানে। মোহনবাগানের সফলতম বোলার সৌরভ মণ্ডল ১০ ওভারে ৬৮ রান দিয়ে ৩ উইকেট নেন। তুহিন বন্দ্যোপাধ্যায় ও সায়ন ঘোষ দুটি করে উইকেট দখল করেন।

ইস্টবেঙ্গলকে হারিয়ে ফাইনালে মোহনবাগান

জবাবে খেলতে নেমে এক ওভার বাকি থাকতেই সাত উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় মোহনবাগান। সাতটি চার ও দুটি ছয়ের সাহায্যে ৮৫ বলে ৬৮ রান করেন বিবেক সিং। অভিমন্যু ঈশ্বরন ও বিবেকের ওপেনিং জুটিতে ওঠে ১২৬ রান। ৫৫ রান করে আউট হন অভিমন্যু। মিডল অর্ডারে ভালো ব্যাট করে দলের জয়ে অবদান রাখেন ঋত্ত্বিক চট্টোপাধ্যায় (২০), জয়জিৎ বসু (১৮), রাজকুমার পাল (২৩)। জেসল খাইরা অপরাজিত থাকেন ১৬ রানে। ৩৬ রানের বিনিময়ে ৩ উইকেট নেন অর্ণব নন্দী। ৪৮ রানের বিনিময়ে দুটি উইকেট দখল করেন শ্রেয়ান চক্রবর্তী।

ইস্টবেঙ্গলকে হারিয়ে ফাইনালে মোহনবাগান

ফাইনালে মোহনবাগানের প্রতিপক্ষ ভবানীপুর। গতকালই ১ বল বাকি থাকতে বড়িশা স্পোর্টিংকে ১ উইকেটে হারিয়ে ভবানীপুর ফাইনালে জায়গা করে নিয়েছে।

ছবি- সিএবি মিডিয়া

English summary
Mohun Bagan Beat East Bengal To Enter The Final Of CAB First Division One Day tournament. Vivek Singh and Abhimanyu Easwaran half-centuries.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X