For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অ্যাডিলেডের লজ্জা থেকে ব্রিসবেনে ইতিহাস ভারতের, শাস্ত্রীর কোন মন্ত্রে ড্রেসিংরুমে এই পরিবর্তন জানালেন সিরাজ

অ্যাডিলেডের লজ্জা থেকে ব্রিসবেনে ইতিহাস ভারতের, শাস্ত্রীর কোন মন্ত্রে ড্রেসিংরুমে এই পরিবর্তন জানালেন সিরাজ

  • |
Google Oneindia Bengali News

অ্যাডিলেডে ৩৬ রানে অলআউট! এই পরিস্থিতি থেকে ব্রিসবেনে ২-১ ব্যবধানে টেস্ট সিরিজ জয়। কোন মন্ত্রে ভারতীয় দলের এমন পরিবর্তন! দেশে ফিরে ড্রেসিংরুমের সেই রহস্য ফাঁস করলেন দলের তরুণ পেসার মহম্মদ সিরাজ।

কী বললেন সিরাজ

কী বললেন সিরাজ

ভারতীয় পেসার বলেছেন, 'অ্যাডিলেডের মহাবিপর্যয়ের পর ভারতীয় দল নিজেদের উপর চাপ তৈরি করতে দেয়নি। ব্যাটিং ধসের পর ড্রেসিংরুমকে ঠিক রাখাই দলের প্রাথমিক কাজ ছিল। কোচ রবি শাস্ত্রী দারুণভাবে সেদিন পরিস্থিতি ম্যানেজ করেন।'

শাস্ত্রী সেদিন কী বলেছিলেন

শাস্ত্রী সেদিন কী বলেছিলেন

সঙ্গে সিরাজ আরও বলেছেন, 'দলের হেডস্যার সেদিন বলেন, আর কোনও দিনও ভারতীয় দলকে ৩৬ রানে অলআউট হওয়ার লজ্জার মুখে পড়তে হবে না। সেদিনের পর ভারত ব্রিসবেনে নতুন ইতিহাস তৈরি করল। '

অ্যাডিলেডের লজ্জা থেকে ব্রিসবেনে ইতিহাস ভারতের

অ্যাডিলেডের লজ্জা থেকে ব্রিসবেনে ইতিহাস ভারতের

প্রসঙ্গত ১৯ ডিসেম্বর অ্যাডিলেডে ভারত টেস্ট ক্রিকেটের ইতিহাসে নিজেদের দলগত সর্বনিন্ম ৩৬ রানে অলআউট হয়। ভারতীয় ক্রিকেটের লজ্জার এই দিনের ১ মাস ঘুরতে না ঘুরতেই ইতিহাস লেখে রাহানেরা। ১৯ জানুয়ারি ব্রিসবেন টেস্টে ঐতিহাসিক জয়ের পর অজিদের ২-১ ব্যবধান হারায় ভারত।

ভারতের হয়ে সিরিজে সবচেয়ে বেশি উইকেটশিকারি সিরাজ

ভারতের হয়ে সিরিজে সবচেয়ে বেশি উইকেটশিকারি সিরাজ

অন্যদিকে তৃতীয় টেস্ট বোলিংয়ের নেতা হওয়া নিয়েও সিরাজ প্রতিক্রিয়া দিয়েছেন। জসপ্রীত বুমরাহের চোটের কারণে ব্রিসবেন টেস্ট থেকে ছিটকে গেলে ২ ম্যাচের অভিজ্ঞতাসম্পন্ন সিরাজের কাঁধে বোলিংয়ের নেতা হওয়ার দায়িত্ব এসে পড়ে। আর এতেই সামনে থেকে নেতৃত্ব দিয়ে বাজিমাত। ম্যাচের দ্বিতীয় ইনিংসে সিরাজ ৫ উইকেট নিয়ে অজিদের নাড়িয়ে দেন। সিরিজে ৩ ম্যাচে সংগ্রহ ১৩ উইকেট।

নেতা হওয়ার অভিজ্ঞতা জানালেন সিরাজ

নেতা হওয়ার অভিজ্ঞতা জানালেন সিরাজ

এই নিয়ে সিরাজ বলেছেন, 'তৃতীয় টেস্টে দলের পেস আক্রমণকে নেতৃত্ব দেওয়া কঠিন চ্যালেঞ্জ ছিল। বোলিংয়ের নেতা হয়ে উইকেট নয়, বিপক্ষ ব্যাটসম্যানের উপর চাপ তৈরি করার জন্য ঝাঁপিয়েছিলাম।প্রথম ইনিংস ভালো বোলিং করলেও বেশি উইকেট পাইনি। এই সময়ই ভরত অরুণ স্যার আমার আত্মবিশ্বাস পড়তে দেননি। শেষ পর্যন্ত দ্বিতীয় ইনিংসে বল হাতে সফল হই। তার থেকেও ভারত ম্যাচ জেতায় সবচেয়ে বেশি খুশি।'

English summary
Mohammed Siraj says coach Ravi Shastri said 36 all-out will never happen again after Adelaide debacle
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X