For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

IPL 2022: রোহিতকে নিয়ে চিন্তা নেই জয়বর্ধনের! ৫ ম্যাচে হেরেও শেষ চারে যেতে মুম্বই ইন্ডিয়ান্সের করণীয় কী?

  • |
Google Oneindia Bengali News

আইপিএলে নিজেদের সবচেয়ে খারাপ শুরুর নজির মুম্বই ইন্ডিয়ান্স স্পর্শ করেছে পাঞ্জাব কিংসের কাছে পরাস্ত হয়ে। ২০১৪ সালের পর এই প্রথম আইপিএলে প্রথম পাঁচটি ম্যাচেই হারল রোহিত শর্মার দল। পাঁচবারের চ্যাম্পিয়নদের পক্ষে প্লে অফে পৌঁছানো কার্যত অসাধ্যসাধনের মতো ব্যাপার। বিশেষজ্ঞরা মনে করছেন, মুম্বই ইন্ডিয়ান্সের প্রথম একাদশেও কয়েকটি রদবদল জরুরি হয়ে পড়়েছে।

৫ ম্যাচে হেরেও শেষ চারে যেতে মুম্বই ইন্ডিয়ান্সের করণীয় কী?

অধিনায়ক রোহিত শর্মা গতকাল টি ২০ ক্রিকেটে ১০ হাজার রান পূর্ণ করলেও একেবারেই চেনা ছন্দে নেই। ৫ ম্যাচে মোট ১০৮ রান করেছেন, গড় ২১.৬০। হেড কোচ মাহেলা জয়বর্ধনে অবশ্য রোহিতের ফর্ম নিয়ে উদ্বিগ্ন নন। তাঁর কথায়, রোহিত শুরুটা ভালোই করছেন। যে দারুণ টাইমিংয়ে বল হিট করছেন, তা ব্রিলিয়ান্ট। তবে শুরুটা ভালো হলেও বড় রান আসছে না। রোহিত ১৪-১৫ ওভার টিকে গেলেই বড় রান চলে আসবে। এটা স্রেফ সময়ের অপেক্ষা। রোহিত কোয়ালিটি প্লেয়ার, তাঁর ফর্ম নিয়ে একেবারেই ভাবছি না। ডেওয়াল্ড ব্রেভিস, তিলক বর্মাদের পর সূর্যকে পাঠানোর সিদ্ধান্তেও কোনও ভুল ছিল না বলে দাবি জয়বর্ধনের। তাঁর কথায়, আমরা ছয় ব্যাটার নিয়ে খেলছিলাম। তরুণ ক্রিকেটারদের উপর আস্থা ছিল বলেই তাঁদের খোলা মনে খেলার সুযোগ করে দিয়েছিলাম। সূর্য ও কায়রন পোলার্ডকে ফিনিশার হিসেবে খেলানোরই পরিকল্পনা ছিল। পাওয়ারপ্লেতে বল স্যুইং করছিল, তাই শুরুর দিকে দুটি উইকেট হারানোয় সূর্যকে ওই পরিস্থিতিতে পাঠাইনি। উল্লেখ্য, সূর্য চারের বদলে পাঁচে নেমে ৩০ বলে ৪৩ করে ১৯তম ওভারে আউট হন। মুম্বই ইন্ডিয়ান্স পাঞ্জাবের কাছে ১২ রানে হেরে যায়।

৫ ম্যাচে হেরেও শেষ চারে যেতে মুম্বই ইন্ডিয়ান্সের করণীয় কী?

জয়বর্ধনে স্বীকার করে নিয়েছেন জোফ্রা আর্চারের না থাকায় সমস্যা হচ্ছে। তিনি বলেন, বিশেষ পরিকল্পনা করেই জোফ্রাকে দলে নেওয়া হয়েছিল। ফলে তাঁর অনুপস্থিতিতে সমস্যা তো আছেই। তবে তা সত্ত্বেও বিগত কয়েকটি ম্যাচে দেখা গিয়েছে আমরা ভালো কয়েকটি স্পেল করলেও বিপক্ষের উপর চাপ ধরে রাখতে পারছি না, ২-৩টি ওভারে অতিরিক্ত রান দিয়ে ফেলায়। উল্লেখ্য, আইপিএল নিলামের পরই বোঝা গিয়েছিল মুম্বই ইন্ডিয়ান্সের বোলিং শক্তি বেশ দুর্বল। বেসিল থাম্পি, জয়দেব উনাদকাটদের খেলাতে হচ্ছে এতেও বিষয়টি স্পষ্ট। কায়রন পোলার্ড ৫ ম্যাচে মাত্র ৭ ওভার বল করেছেন। ফলে পোলার্ডকে দলে রাখা নিয়েও প্রশ্ন থাকছে।

৫ ম্যাচে হেরেও শেষ চারে যেতে মুম্বই ইন্ডিয়ান্সের করণীয় কী?

মুম্বই ইন্ডিয়ান্সের দুটি করে ম্যাচ বাকি চেন্নাই সুপার কিংস ও লখনই সুপার জায়ান্টসের বিরুদ্ধে। এ ছাড়া রাজস্থান রয়্যালস, গুজরাত টাইটান্স, কলকাতা নাইট রাইডার্স, সানরাইজার্স হায়দরাবাদ ও দিল্লি ক্যাপিটালসের সঙ্গে ম্যাচ বাকি। ইতিমধ্যেই দিল্লি, রাজস্থান, কেকেআর, আরসিবি ও পাঞ্জাবের কাছে পরাস্ত হয়েছে পাঁচবারের চ্যাম্পিয়নরা। প্লে অফে পৌঁছাতে গেলে রোহিতদের বাকি ৯ ম্যাচের ৮টিতে জিততেই হবে। যা মোটেই সহজ বিষয় নয়। পোলার্ডকে বাইরে রাখার মতো বড় সিদ্ধান্ত নিতে হতে পারে মুম্বই ইন্ডিয়ান্সকে। তাঁর বিকল্প হিসেবে কার্যকরী ভূমিকা পালন করতে পারেন ফ্যাবিয়ান অ্যালেন, যিনি ভালো লোয়ার অর্ডার ব্যাটার, অফ স্পিনও করতে পারেন। টিম ডেভিডকেও প্রথম একাদশে খেলানোর কথা উঠছে। ম্যাচগুলির মধ্যে ব্যবধান বিশেষ নেই। ফলে হাতে খুব বেশি সময়ও নেই সেরা একাদশ বাছার জন্য। জসপ্রীত বুমরাহর পাশে কৃপণ বোলিং করতে পারেন এমন কাউকেও দ্রুত খুঁজে বের করতে হবে।

English summary
IPL 2022: Mumbai Indians Need To Win 8 Out Of 9 Matches To Qualify For Playoffs. Head Coach Mahela Jayawardene Not Concerned About Rohit's Form.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X