For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

IPL 2022: শ্রীলঙ্কার উত্তাল পরিস্থিতির আঁচ আইপিএলে, রণতুঙ্গা চান দেশে ফিরে বিক্ষোভ দেখান ক্রিকেটাররাও

Google Oneindia Bengali News

আইপিএলে বিভিন্ন দলে রয়েছেন শ্রীলঙ্কার বর্তমান ও প্রাক্তন ক্রিকেটাররা। প্রাক্তনরা কেউ হেড কোচ, কেউ আবার রয়েছেন সাপোর্ট স্টাফ হিসেবে। তাঁদের সকলকেই অন্তত সপ্তাহখানেকের জন্য দেশে ফেরার অনুরোধ জানালেন শ্রীলঙ্কার বিশ্বকাপজয়ী প্রাক্তন অধিনায়ক অর্জুন রণতুঙ্গা। অর্থনৈতিক সংকট, দ্রব্যমূল্যের লাগামছাড়া বৃদ্ধি, জ্বালানির সমস্যার প্রতিবাদে বিক্ষোভে উত্তাল দ্বীপরাষ্ট্র। সেই বিক্ষোভে ক্রিকেটারদেরও দেখতে চান রণতুঙ্গা।

রণতুঙ্গা চান শ্রীলঙ্কায় ফিরে বিক্ষোভ দেখান ক্রিকেটাররাও

করোনা পরিস্থিতি শ্রীলঙ্কার অর্থনীতিকে তলানির দিকে নিয়ে গিয়েছে। জ্বালানি, খাদ্যাভাবে নাজেহাল মানুষ বেছে নিয়েছেন প্রতিবাদের পথ। রাষ্ট্রপতির পদত্যাগও দাবি করা হচ্ছে। দেশের মানুষ যেখানে বেঁচে থাকার সংগ্রাম চালাচ্ছেন সেখানে শ্রীলঙ্কার ক্রিকেটাররা যেভাবে আইপিএল নিয়ে মেতে রয়েছেন তাতে হতাশ অর্জুন রণতুঙ্গা। যেমন- মাহেলা জয়বর্ধনে মুম্বই ইন্ডিয়ান্সের হেড কোচ, কুমার সঙ্গকারা ও লাসিথ মালিঙ্গা রয়েছেন রাজস্থান রয়্যালসে। মুথাইয়া মুরলীধরন সামরাইজার্স হায়দরাবাদে। ওয়ানিন্দু হাসারঙ্গা আরসিবিতে খেলছেন, লখনউ সুপার জায়ান্টসের হয়ে খেলছেন দুষ্মন্ত চামিরা, ভানুকা রাজপক্ষ খেলছেন পাঞ্জাব কিংসে।

রণতুঙ্গা চান শ্রীলঙ্কায় ফিরে বিক্ষোভ দেখান ক্রিকেটাররাও

অর্জুন রণতুঙ্গা বলেছেন, অনেক মানুষ সরকারের বিরুদ্ধে মুখ খুলতে ভয় পাচ্ছেন। আমি জানি না দেশে এই পরিস্থিতিতেও অনেক ক্রিকেটার কীভাবে আইপিএলের আসরে বিলাসবহুলভাবে রয়েছেন। তাঁরাও দেশের এই পরিস্থিত নিয়ে কিছু বলছেন না। ক্রীড়ামন্ত্রীর তত্ত্বাবধানে এঁদের অনেকেই ক্রিকেট বোর্ডের সঙ্গে যুক্ত। তাঁরা তাঁদের পদ বাঁচাতে চাইছেন। কিন্তু আমাদের দেশের অনেক ক্রিকেটার বিক্ষোভকারীদের সমর্থনে বার্তা দিয়েছেন। এবার আইপিএলের আসরে থাকা ক্রিকেটারদেরও সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে।

রণতুঙ্গা চান শ্রীলঙ্কায় ফিরে বিক্ষোভ দেখান ক্রিকেটাররাও

রণতুঙ্গা এখানেই থেমে থাকেননি। তিনি বলেন, কোনও ভুল কিছু হলে তার প্রতিবাদে সরব হওয়ার সাহস থাকা উচিত। নিজেদের স্বার্থ উপেক্ষা করেই। অনেকে আমার কাছে জানতে চাইছেন, কেন আমাকে বিক্ষোভকারীদের পাশে দেখা যাচ্ছে না? এর কারণ, আমি ১৯ বছর ধরে রাজনীতির সঙ্গে যুক্ত। যে বিক্ষোভ, আন্দোলন চলছে তার সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই। এটা রাজনৈতিক বিষয় নয়। সে কারণেই কোনও রাজনৈতিক দল বা নেতৃত্বকে বিক্ষোভকারীদের পাশে দেখা যাচ্ছে না। আমাদের দেশের জনগণ কতটা শক্তিশালী তা ফের বর্তমান পরিস্থিতি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে।

English summary
IPL 2022: Arjuna Ranatunga Has Asked Sri Lankan Players In The IPL To Head Home And Join Protests. Protests Have Erupted Across Various Parts Of Sri Lanka Against The Government As The Economy Is On A Free-Fall Since The Covid-19 Pandemic.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X