For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ওয়ান ম্যান জাদেজা শো-তে উড়ে গেল আরসিবি, আইপিএলের হাই-ভোল্টেজ ম্যাচ জয় সিএসকে-র

ওয়ান ম্যান জাদেজা শো-তে উড়ে গেল আরসিবি, আইপিএলের হাই-ভোল্টেজ ম্যাচ জয় সিএসকে-র

  • |
Google Oneindia Bengali News

ব্যাট, বল ও ফিল্ডিংয়ে কামাল দেখালেন রবীন্দ্র জাদেজা। ব্যর্থ হলেন বিরাট কোহলি। যার জেরে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে অতি গুরুত্বপূর্ণ ম্যাচে গোহারা হারল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। ৬৯ রানে ম্যাচ জিতল এমএস ধোনি শিবির। সেই সঙ্গে লিগ তালিকার শীর্ষ স্থানে পৌঁছে গেল হলুদ বাহিনী।

ওয়ান ম্যান জাদেজা শো-তে উড়ে গেল আরসিবি, আইপিএলের হাই-ভোল্টেজ ম্যাচ জয় সিএসকে-র

সিএসকে-র দেওয়া ১৯২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ঝড়ের গতিতে করে আরসিবি। তিন ওভারেই ৪৪ রানে পৌঁছে যায় বিরাট কোহলি ও দেবদত্ত পাড়িক্কলের ওপেনিং জুটি। ছন্দপতন শুরু হয় সেখান থেকেই। ৮ রান করে সাজঘরে ফিরে যান বিরাট। ১৫ বলে ৩৪ রান করে আউট হন পাড়িক্কল। চারটি চার ও দুটি ছক্কা আসে তাঁর ব্যাট থেকে। এরপর রবীন্দ্র জাদেজা শো-তে কার্যত শেষ হয়ে যায় আরসিবি-র ব্যাটিং বিভাগ।

৭, ৪ ও ১ রান করে আউট হন যথাক্রমে ওয়াশিংটন সুন্দর, এবি ডিভিলিয়ার্স ও ড্যানিয়েল ক্রিস্টিয়ান। ২২ রান করে জাদেজার বলেই বোল্ড হয়ে সাজঘরে ফেরেন ভয়ঙ্কর গ্লেন ম্যাক্সওয়েল (২২)। এ লড়াইয়ে জাড্ডুকে যোগ্য সঙ্গত করে সিএসকে-র জয় সুনিশ্চিত করেন দক্ষিণ আফ্রিকার প্রাক্তন লেগ স্পিনার ইমরান তাহির। প্রত্যাবর্তনের ম্যাচে ৪ ওভার বল করে ১৬ রান দিয়ে ২ উইকেট নেন তাহির।

ঝড়ো ব্যাটিংয়ের পর ৪ ওভার বল করে ১৩ রান দিয়ে ৩ উইকেট নেন রবীন্দ্র জাদেজা। পরিচিত ঢঙে এক হাতের থ্রো-তে উইকেট ভেঙে আরসিবি-র ড্যানি ক্রিস্টিয়ানকে রান আউট করে সিএসকে-র আধিপত্য কায়েম করেন জাড্ডু। ফলে তাঁকে ম্যাচের সেরা পুরস্কার দিতে হাত কাঁপেনি উদ্যোক্তাদের। ম্যাচে সিএসকে-র হয়ে একটি করে উইকেট নেন স্যাম কারান ও শার্দুল ঠাকুর। ২০ ওভার শেষে ৯ উইকেট হারিয়ে ১২২ রানে থামে ব্যাঙ্গালোর।

চলতি আইপিএলের অতি গুরুত্বপূর্ণ ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরে বিরুদ্ধে টসে জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিল চেন্নাই সুপার কিংস। মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামের ব্যাটিং সহায়ক উইকেটে বড় রান খাড়া করে প্রতিপক্ষের ওপর চাপ বাড়াতে চেয়েছিলেন এমএস ধোনি। সন্ধ্যায় পিচ মন্থর হওয়ার সম্ভাবনা থাকায় রান তাড়া করে ম্যাচ জেতা মুশকিল হবে বলে মনে করেছিলেন চেন্নাই অধিনায়ক।

ওয়ান ম্যান জাদেজা শো-তে উড়ে গেল আরসিবি, আইপিএলের হাই-ভোল্টেজ ম্যাচ জয় সিএসকে-র

এমএস ধোনির সিদ্ধান্তকে সম্মান জানিয়ে শুরু থেকেই চালিয়ে খেলতে শুরু করেন দুই সিএসকে ওপেনার। ফ্যাফ ডু প্লেসি ও ঋতুরাজ গায়েকোয়াড়ের মধ্যে ৭৪ রানের পার্টনারশিপ হয়। ২৫ বলে ৩৩ রান করে আউট হন ঋতুরাজ। চারটি চার ও একটি ছক্কা আসে তাঁর ব্যাট থেকে। এরপর দ্বিতীয় উইকেটে ডু প্লেসি ও সুরেশ রায়নার মধ্যে ২৭ রানের পার্টনারশিপ হয়। চলতি আইপিএলের সর্বাধিক উইকেট সংগ্রাহক হর্ষল প্যাটেলের বলে ছক্কা হাঁকাতে গিয়ে ক্যাচ আউট হয়ে সাজঘরে ফিরে যান রায়না। তাঁর ১৮ বলে ২৪ রানের ইনিংস একটি চার ও তিনটি ছক্কা দিয়ে সাজানো। ওই ওভারেরই পরের বলে ক্যাচ আউট হয়ে আচমকাই সিএসকে-র ওপর চাপ বাড়িয়ে দেন ফ্যাফ ডু প্লেসি। পাঁচটি চার ও একটি ছক্কা সহযোগে ৪১ বলে ৫০ রান করেন প্রাক্তন প্রোটিয়া অধিনায়ক।

পরের ওভারের ওয়াশিংটন সুন্দরের বলে রবীন্দ্র জাদেজার ক্যাচ ফেলে দেন ড্যানি ক্রিস্টিয়ান। ম্যাচও সেখানেই ফেলে দেয় ব্যাঙ্গালোর। শেষ বেলায় ২৮ বলে ৬২ রানের ঝড়ো ইনিংস খেলেন রবীন্দ্র জাদেজা। শেষ ওভারে পাঁচটা ছক্কা হাঁকান জাড্ডু। ৭ বলে ১৪ রান করে আউট হন রায়ডু। একটি ছক্কা ও একটি চার আসে তাঁর ব্যাট থেকে।নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৯১ রান তোলে চেন্নাই। আরসিবি-র হয়ে ৩ উইকেট নেন হর্ষল প্যাটেল। এক উইকেট নেন যুজবেন্দ্র চাহাল।

English summary
IPL 2021 : Chennai Super Kings beat Royal Challengers Bangalore in an important match
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X