For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নিভৃতবাস শেষে অন্তঃসত্ত্বা স্ত্রীর সঙ্গে পুনর্মিলন কামিন্সের, বাড়ি ফিরলেন ওয়ার্নাররাও, ক্ষান্ত বিসিসিআই

স্মিথ-ওয়ার্নারদের পরিবারের সঙ্গে মিলিয়েই ক্ষান্ত বিসিসিআই

  • |
Google Oneindia Bengali News

দীর্ঘ ১৪ দিনের হোটেল কোয়ারেন্টাইন পর্ব কাটিয়ে অবশেষে পরিবারের সঙ্গে মিলিত হলেন আইপিএল খেলে ফেরা অস্ট্রেলীয় ক্রিকেটাররা। সেই সঙ্গে প্রায় এক মাস ধরে চলা এ সংক্রান্ত বিসিসিআইয়ের কর্মযজ্ঞে যবনিকা পড়ল বলা চলে। কথা দিয়ে কথা রাখায় সৌরভ গঙ্গোপাধ্যায় নেতৃত্বাধীন বোর্ডের প্রশংসায় পঞ্চমুখ হয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া।

অবশেষে পরিবারের সঙ্গে পুনর্মিলন

অবশেষে পরিবারের সঙ্গে পুনর্মিলন

সরকারি বিধি মেনে গত আইপিএল খেলে দেশে ফেরা অস্ট্রেলীয় ক্রিকেটররা সিডনির হোটেলে টানা দুই সপ্তাহ কোয়ারেন্টাইনে ছিলেন। তার আগে মালদ্বীপে প্রায় ১০ দিন আইসোলেশনে কাটিয়েছেন প্যাট কামিন্স, স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নাররা। সুদীর্ঘ কঠিন পথ অতিক্রম করে অবশেষে নিজ নিজ পরিবারের সঙ্গে সংযুক্ত হতে পেরে হাঁফ ছেড়ে বাঁচবার পাশাপাশি আবেগতাড়িত হয়ে পড়েছেন আইপিএল ফেরত অস্ট্রেলিয়ার ৩৮ জন ক্রিকেটার, কোচ, সাপোর্ট স্টাফ ও ধারাভাষ্যকাররা। বলেছেন তাঁদের একই ঘরে দীর্ঘদিন আটকে থাকার দুঃসহ অভিজ্ঞতা। ধন্যবাদ জানিয়েছেন বিসিসিআই, অস্ট্রেলিয়া সরকার ও সে দেশের ক্রিকেট বোর্ডকে।

কথা রেখেছে বিসিসিআই

কথা রেখেছে বিসিসিআই

করোনা ভাইরাসের বাড়বাড়ন্তে গত ৪ মে স্থগিত করে দেওয়া হয়েছিল আইপিএল। সঙ্গে সঙ্গেই অস্ট্রেলিয়ায় প্রবেশের অনুমতি পাননি প্যাট কামিন্স, স্টিভ স্মিথ, রিকি পন্টিংরা। ভারত এবং অস্ট্রেলিয়ার মধ্যে বিমান যোগাযোগ বন্ধ থাকায় অজি ক্রিকেটারদের দেশে ফেরার ওপর বড়সড় প্রশ্নচিহ্ন তৈরি হয়েছিল। তখন আসরে নেমে আইপিএল ফেরত অস্ট্রেলীয় ক্রিকেটারদের সুরক্ষিতভাবে তাঁদের পরিবারের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব নিয়েছিল বিসিসিআই। সেই দায়িত্ব পূরণ করেই ক্ষান্ত হয়েছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের বোর্ড। সরাসরি অস্ট্রেলিয়া উড়ে যাওয়ার অনুমতি না থাকায় সে দেশের ক্রিকেটারদের প্রথমে ভারত থেকে বিশেষ বিমানে মালদ্বীপ পাঠিয়েছিল বিসিসিআই। স্মিথ-ওয়ার্নারদের সেখানকার হোটেল আইসোলেশনের খরচ বহন করেছে ভারতীয় বোর্ড। মালদ্বীপ থেকে অন্য একটি চার্টার্ড বিমানে সিডনি উড়ে গিয়েছিলেন অস্ট্রেলীয় ক্রিকেটাররা। সেখানকার ম্যারিয়ট হোটেলে তাঁদের ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকতে হয়। সম্পূর্ণ খরচ বহন করেছে বিসিসিআই।

বিসিসিআইয়ের প্রতি কৃতজ্ঞ ক্রিকেট অস্ট্রেলিয়া

বিসিসিআইয়ের প্রতি কৃতজ্ঞ ক্রিকেট অস্ট্রেলিয়া

কথা মতো অস্ট্রেলিয় ক্রিকেটারদের সুরক্ষিতভাবে তাঁদের পরিবারের কাছে পৌঁছে দিয়েছে বিসিসিআই। এই ভূমিকায় মুগ্ধ হয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। জানিয়েছে, বিসিসিআইয়ের কাছে তারা কৃতজ্ঞ। এরপর দুই দেশের ক্রিকেট বোর্ডের মধ্যে ঘনিষ্ঠতা আরও বাড়বে বলেও আশা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া।

আইপিএলে শেষাংশে থাকবেন কী অস্ট্রেলীয়রা

আইপিএলে শেষাংশে থাকবেন কী অস্ট্রেলীয়রা

করোনা ভাইরাসের জেরে স্থগিত হয়ে যাওয়া আইপিএলে এখনও ৩১টি ম্যাচ অনুষ্ঠিত হওয়া বাকি রয়েছে। সেই ম্যাচগুলি সংযুক্ত আরব আমিরশাহীতে হবে বলে জানিয়ে দিয়েছে বিসিসিআই। সেপ্টেম্বর থেকে অক্টোবরের মধ্যে হবে ওই অর্ধেক টুর্নামেন্ট। আন্তর্জাতিক সূচির চাপে তাতে অস্ট্রেলীয় ক্রিকেটারদের তাতে অংশ নেওয়ার সম্ভাবনা কম বলে মনে করা হয়েছে। ইতিমধ্যেই আইপিএল না খেলার কথা জানিয়ে দিয়েছেন অজি ফাস্ট বোলার প্যাট কামিন্স। যা কলকাতা নাইট রাইডার্সের কাছে যে বড় ধাক্কা, তা বলার অপেক্ষা রাখে না।

অন্তঃসত্ত্বা স্ত্রীর সঙ্গে কামিন্সের পুনর্মিলন

দীর্ঘ দুই মাসের দূরত্ব কাটিয়ে অন্তঃসত্ত্বা স্ত্রীর সঙ্গে মিলিত হয়েছেন অস্ট্রেলিয়া তথা কেকেআরের ফাস্ট বোলার প্যাট কমিন্স। নিভৃতবাস সেরে ফেরা ক্রিকেটার স্বামীকে কাছে পেয়ে জড়িয়ে ধরেন স্ত্রী। সেই সময়ের ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। স্ত্রী-সন্তানদের সঙ্গে ডেভিড ওয়ার্নারের পুনর্মিলনের ছবিও ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়।

English summary
IPL 2021-based Australian cricketers ends 2-week hotel quarantine in Sydney
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X