দুরন্ত জয়ে পয়েন্ট টেবিলে কেকেআরের ঘাড়ে নিঃশ্বাস ফেলে দিল হায়দরাবাদ, তলিয়ে গেল রাজস্থান
দুবাইকে মনীশ পান্ডে ও বিজয় শংকরের চওড়া ব্যাটে আইপিএল পয়েন্ট টেবিলে কামব্যাক সানরাইজার্স হায়দরাবাদের, তলিয়ে গেল রাজস্থান রয়্যালস। ম্যাচে এদিন ১৫৪ রান তাড়া করে ১১ বল বাকি থাকতে ৮ উইকেটে মহারণ জিতে পয়েন্ট টেবিলে কেকেআরের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে ডেভিড ওয়ার্নার অ্যান্ড কোম্পানি।

ব্যাটে-বলে দুরন্ত পারফর্ম্যান্স সানরাইজার্সের
টস জিতে প্রথম বোলিংয়ের দুর্দান্ত পারফরম্যান্স সানরাইজাার্সের। হোল্ডার ৩ উইকেট নিয়ে রাজস্থানের ব্যাটিংয়ে শিড়দাঁড়া ভেঙে দেন। ফলে নির্ধারিত ২০ ওভারে ১৫৪ রানে বন্দি স্মিথ অ্যান্ড কোম্পানি। এই রান ডিফেন্ড করতে নেমে পাওয়ার প্লের মধ্যে আগুনে বোলিংয়ে ওয়ার্নারকে ৪ ও বেয়ারস্টোকে ১০ রানে ফিরিয়ে দিয়ে জোফরা আর্চার রাজস্থানকে সুবিধেজনক জায়গায় এনে দিয়েছিল। এরপর যদিও স্মিথের দল ম্যাচ থেকে ক্রমে হারিয়ে যায়।

মনীশ-বিজয়ের ১৪০ রানের পার্টনারশিপ
সৌজন্যে মিডল অর্ডারে মনীশ পান্ডে ও বিজয় শংকরের তৃতীয় উইকেটে ৯৩ বলে ১৪০ রানের পার্টনারশিপ। মনীশ ৮৩ ও বিজয় ৫৩ রানে অপরাজিত থেকে ম্যাচ বার করে নিয়ে চলে যান।

পয়েন্ট টেবিলে কোথায় উঠে এলে সানরাইজার্স
আইপিএল ২০২০তে রান তাড়া করে প্রথমবার ম্যাচ জেতার সুবাদে এদিন ১০ ম্যাচে ৪টিতে জিতে ৮ পয়েন্টে পৌঁছল সানরাইজার্স। ফলে সাত নম্বর থেকে দুধাপ উপরে উঠে পয়েন্ট টেবিলে পাঁচ নম্বরে উঠল নিজামের শহরের ফ্র্যাঞ্চাইজি।

পয়েন্ট টেবিলে কেকেআর কোথায় দাঁড়িয়ে
সমসংখ্যাক ম্যাচ খেলে ৫টি জয়ের পর ১০ পয়েন্ট নিয়ে কেকেআর এই মুহূর্তে চার নম্বরে রয়েছে। সানরাইজার্স-পাঞ্জাবের মতো দলগুলি আইপিএল ২০২০-র বিজনেস এণ্ডে পয়েন্ট তালিকায় উপরে দিকে এগিয়ে আসায় তাই কেকেআরের উপর প্রবল চাপ তৈরি হল বলা চলে। শনিবার দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ম্যাচ খেলবে কলকাতা।

একনজরে পয়েন্ট টেবিল
১) ১০ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে ১ নম্বরে দিল্লি
২) ১০ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে ২ নম্বরে আরসিবি
৩) ৯ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে ৩ নম্বরে মুম্বই
৪) ১০ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে ৪ নম্বরে কেকেআর
৫) ১০ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে ৫ নম্বরে সানরাইজার্স
৬) ১০ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে ৬ নম্বরে পাঞ্জাব
৭) ১১ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে ৭ নম্বর রাজস্থান
৮) ১০ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে ৮ নম্বর চেন্নাই সুপার কিংস।