For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আইপিএল ২০২০: 'রোহিত-বিরাট-ধোনিদের বিরুদ্ধে লড়তে কেকেআরের অধিনায়ক হিসেবে মর্গ্যানকেই প্রয়োজন'

আইপিএল ২০২০: 'রোহিত-বিরাট-ধোনিদের বিরুদ্ধে লড়তে কেকেআরের অধিনায়ক হিসেবে মর্গ্যানকেই প্রয়োজন'

  • |
Google Oneindia Bengali News

সোশ্যাল মিডিয়ায় নাইট রাইডার্সের সমর্থকদের, দীনেশ কার্তিককে অধিনায়কত্ব থেকে সরানোর দাবির পর এবার ক্রিকেটমহলের একাংশে এমন দাবি উঠে গেল। এবার দেশের হয়ে দুটি বিশ্বকাপ জেতা ক্রিকেটার দীনেশকে সরিয়ে মর্গ্যানকে অধিনায়ক করা উচিত বলে মন্তব্য করলেন।

২০১৯ সালে ইংল্যান্ডকে বিশ্বকাপ দিয়েছেন মর্গ্যান

২০১৯ সালে ইংল্যান্ডকে বিশ্বকাপ দিয়েছেন মর্গ্যান

২০১৯ সালে ইংল্যান্ডকে প্রথমবারের জন্য পঞ্চাশ ওভারের বিশ্বকাপ দিয়েছেন ইয়ন মর্গ্যান। এরপর আইপিএল নিলামে তাঁকে হাতছাড়া করেনি কেকেআর। পরিকল্পনা করে নিলাম অন্য ফ্র্যাঞ্চাইজিদের সঙ্গে দরাদরি করে ৫.২৫ কোটিতে ইংলিশ অধিনায়ককে নিয়েছে কলকাতা নাইট রাইাডার্স।

আইপিএল ২০২০তে মর্গ্যানের অবদান কত

আইপিএল ২০২০তে মর্গ্যানের অবদান কত

আইপিএল ২০২০তে এখনও পর্যন্ত কলকাতা নাইট রাইডার্স ৪টি ম্যাচে খেলেছে। যেখানে মর্গ্যানের অবদান যথাক্রমে ১৬, অপরাজিত ৪২, অপরাজিত ৩৪ ও ৪৪। এরমধ্য়ে দ্বিতীয় ও তৃতীয় ম্যাচে মর্গ্যান অপরাজিত থেকে ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়েন।

আইপিএল ২০২০তে দীনেশ কার্তিকের অবদান কত

আইপিএল ২০২০তে দীনেশ কার্তিকের অবদান কত

সেখানে দাঁড়িয়ে কেকেআর অধিনায়ক দীনেশ কার্তিক এখন পর্যন্ত চার ম্যাচে ব্যাটিং সুযোগ পেয়ে দাগ কাটতে পারেননি। চার ম্যাচে ক্যাপ্টেন দীনেশের ব্যক্তিগত সংগ্রহ যথাক্রমে ৩০, ০, ১ ও ৪ রান।

কাকে নাইট রাইডার্সের অধিনায়ক করা উচিত, কী বলছেন শ্রীসন্থ

কাকে নাইট রাইডার্সের অধিনায়ক করা উচিত, কী বলছেন শ্রীসন্থ

শনিবার দিল্লির কাছে নাইট রাইডার্সের ১৮ রানে হারের পর শ্রীসন্থ টুইটারে, বিশ্বকাপ জয়ী ইংল্যান্ড অধিনায়ক মর্গ্যানের হাতে নাইট রাইডার্সের ক্যাপ্টেন্সির দায়িত্ব তুলে দেওয়া উচিত বলে লেখেন।

শ্রীসন্থের টুইট

শ্রীসন্থের টুইট

সোশ্যাল মিডিয়ায় শ্রীসন্থ লিখেছেন, 'ইয়ন মর্গ্যানেরই কেকেআরকে নেতৃত্ব দেওয়া উচিত। মর্গ্যান ইংল্যান্ডকে বিশ্বকাপ দিয়েছেন। বিশ্বকাপ জয়ী ক্যাপ্টেন দলে থাকলে তাঁর হাতে অবশ্যই নেতৃত্বের দায়ভার তুলে দেওয়া দরকার। নাইট রাইডার্সের এখন একজন ভালো মানের ক্যাপ্টেন দরকার।বিরাট-ধোনিদের মতো নেতাদের বিরুদ্ধে লড়তে গেলে একজন বিশ্বমানের অধিনায়কের প্রয়োজন। আশা করি নাইট রাইডার্স ম্যানেজমেন্ট সেটা ভেবে দেখবে।'

আইপিএল ২০২০: চেন্নাই বনাম পাঞ্জাব, মাইলস্টোনের সামনে শামি-রাহুল-ধোনি-ব্র্যাভোআইপিএল ২০২০: চেন্নাই বনাম পাঞ্জাব, মাইলস্টোনের সামনে শামি-রাহুল-ধোনি-ব্র্যাভো

English summary
Ipl 2020: Sreesanth suggests Eoin Morgan as KKR captain after lose aginst delhi
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X