For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আইপিএল ২০২০: চাহালের দুরন্ত বোলিংয়ে ধরাশায়ী রাজস্থান, ম্যাচ জিততে বিরাটের আরসিবির টার্গেট কত

আইপিএল ২০২০: চাহালের দুরন্ত বোলিংয়ে ধরাশায়ী রাজস্থান, ম্যাচ জিততে বিরাটদের আরসিবির টার্গেট কত

  • |
Google Oneindia Bengali News

যুজবেন্দ্র চাহালের দুরন্ত বোলিংয়ে (২৪/৩) ভর করে রাজস্থানকে নির্ধারিত ২০ ওভারে ১৫৪ রানে বেঁধে রাখল আরসিবি। ম্যাচ জিততে বিরাটদের টার্গেট ১৫৫ রান। আইপিএল ২০২০তে এদিন প্রথমবার দুপুরের মহারণ। গরমে বোলিংয়ে ঝুঁকি এড়াতে টস জিতে আবধুাবিতে স্টিভ স্মিথ প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন। আরসিবির বোলিংয়ের সামনে দল যদিও বড় রান হাঁকাতে পারল না।

আইপিএল ২০২০: চাহালের দুরন্ত বোলিংয়ে ধরাশায়ী রাজস্থান, ম্যাচ জিততে বিরাটদের আরসিবির টার্গেট কত

আরসিবির হয়ে এদিন শুরু থেকেই পেসাররা জ্বলে ওঠেন। শ্রীলঙ্কার পেসার ইসুরু উদানার বলে শট খেলতে গিয়ে আউট হন স্টিভ। এই নিয়ে টানা দুই ম্যাচে বড় রান হাঁকাতে ব্যর্থ রাজস্থান অধিনায়ক। স্মিথের পর বাটলারও দ্রুত সাজঘরে ফেরেন। ১২ বলে ২২ রান হাঁকিয়ে শুরুটা ভালো করলেও ইংল্যান্ডের উইকেটকিপার ব্যাটসম্যানের ব্যাটে ঝড় ওঠার আগেই ডানহাতি, সাইনির বলে পড়িক্কালের হাত ক্যাচ দিয়ে ফিরে যান।

মিডল অর্ডারে এরপর আরসিবির হয়ে চাহাল ম্যাজিক। এদিন নিজের বোলিংয়ে দুরন্ত ক্যাচ নিয়ে রাজস্থানের হয়ে বিধ্বংসী ব্যাটিং করা সঞ্জু স্যামসনকে বেঁধে রাখেন চাহাল। সঞ্জু ফেরেন মাত্র ৪ রানে। সঞ্জু ছাড়াও রবিন উথাপ্পা ও মহীপাল লোমরোরের উইকেট নিয়েছেন চাহাল।

ব্যাটে রাজস্থানের হয়ে এদিন আইপিএল ২০২০-র প্রথম ম্যাচ খেলতে নেমে মহীপাল লোমরোর দলের হয়ে সর্বোচ্চ ৪৭ রান হাঁকালেন। ৩টি ছয় ও ১টি চারের সাহায্য লোমরোর ইনিংস সাজান।

এই রান ডিফেন্ড করতে নেমে, জোফরা আর্চারের কাঁধে চেপে রাজস্থান এবার আরসিবিকে চাপে রাখতে পারে কিনা, সেটাই এখন দেখার।

চলতি আইপিএল ১৩তে ব্যাট হাতে একেবারেই রানের ছন্দে নেই বিরাট। আরসিবির জার্সিতে ৩ ম্যাচে ১৪, ১ ও ৩ রান হাঁকিয়েছেন। যার পর বিরাটের ব্যাটিং নিয়ে সমালোচনা চলছে। সব মিলিয়ে ৩ ম্যাচে বিরাটের সংগ্রহ ১৮ রান। কোহলি যদিও এদিন মাইলস্টোনের সামনে দাঁড়িয়ে রয়েছেন। রাজস্থানের বিরুদ্ধে এদিন বড় রান হাঁকাতে পারলে ব্যক্তিগত মাইলস্টোন গড়বেন ভিকে। আজ রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ৮২ রান করলে প্রথম ভারতীয় হিসেবে টি-২০ ক্রিকেটে ৯ হাজার রানের মাইলফলক ছুঁয়ে ফেলবেন কোহলি।

English summary
IPl 2020: Rajasthan manage to score 154 runs, RCB need 155 to win
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X