For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আইপিএল ২০২০ : ক্লান্ত ধোনির মিস হিট ও বল নষ্টের খেসারত দিল সিএসকে, দায় স্বীকার কিংবদন্তির

আইপিএল ২০২০ : তরুণ তুর্কিতে মাত ক্লান্ত ধোনি, মিস হিট ও বল নষ্টের খেসারত দিল সিএসকে

  • |
Google Oneindia Bengali News

শুরু থেকেই বিস্তর বল নষ্ট করছিলেন। মিস হিটও চলছিল সমানে। শেষে কাল হল তুমুল গরম ও শারীরিক ক্লান্তি। যার জেরে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধেও নিজেকে মেলে ধরতে পারলেন না কিংবদন্তি মহেন্দ্র সিং ধোনি। আইপিএল ২০২০-এর গুরুত্বপূর্ণ ম্যাচে ডেভিড ওয়ার্নার শিবিরের কাছে হার হজম করতে হল চেন্নাই সুপার কিংসকে। লিগ তালিকার অষ্টম স্থানেই রয়ে গেল মহেন্দ্র সিং ধোনির দল।

সুযোগ পেয়েছিলেন ধোনি

সুযোগ পেয়েছিলেন ধোনি

গত তিন ম্যাচের থেকে আলাদা ছিল প্রেক্ষাপট। সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে এমএস ধোনি যখন ব্যাট করতে নামেন, সেখান থেকে ম্যাচ বের করার সুবর্ণ সুযোগ। অন্তত ধোনির মতো ক্রিকেটারের কাছ থেকে এই ম্যাচ বের করা তো জলভাত হওয়ার কথা। তবু ক্রিকেট ফ্যানদের হতাশই করলেন মাহি।

মাত্র একটি ছক্কা

মাত্র একটি ছক্কা

সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে পাঁচ নম্বরে ব্যাট করতে নেমেও কার্যত কিছুই করতে পারলেন না সিএসকে অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। বড় হিট মারার চেষ্টা করলেন ঠিকই, তবে তাঁর ব্যাটে-বলে সংযোগ হল মাত্র একটি বল। সেই একটি ছক্কা এবং চারটি চার সহযোগে ৩৬ বলে ৪৭ রান করেও দলকে আইপিএল ২০২০-এর গুরুত্বপূর্ণ ম্যাচ জেতাতে পারলেন না মাহি। শুরুর ব্যর্থ হয়ে যখন হাত খুললেন ধোনি, তখন অনেক দেরি হয়ে গিয়েছে।

ক্লান্ত ধোনির শরীরে বয়সের ভার!

ক্লান্ত ধোনির শরীরে বয়সের ভার!

যে রানিং বিটুইন দ্য উইকেট ছিল এমএস ধোনির সবচেয়ে বড় শক্তি, কার্যত সেটাই কাল হল। বড় শট না পাওয়ার ব্যর্থতা সিঙ্গলসে ঢাকতে গিয়ে নিজের ৪০ বছরের শরীরকে সমস্যায় ফেলে দেন দেশের সফলতম অধিনায়ক। দুবাইয়ের তুমুল গরমে হাঁপিয়ে যান এমএস। ক্লান্ত হয়ে বারবার থামিয়ে দেন খেলা। তা দেখে ক্রিকেট প্রেমীদর প্রশ্ন, তবে কি বয়য়ের ভার সামলাতে পারছেন না ধোনি।

তবে কি জোর করে আইপিএল

তবে কি জোর করে আইপিএল

গত ১৫ অগাস্ট আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছেন মহেন্দ্র সিং ধোনি। এই অবস্থায় দেশের সফলতম ক্রিকেট অধিনায়কের কাছ থেকে ধোনি-সুলভ ব্যাটিংই দেখতে চেয়েছিলেন বিশ্ব। তা তো দূর, বরং এমএসের শরীরে যে পুরনো ক্ষিপ্রতা আর নেই, তা বারবার ধরা পড়ছে। সেখানেই প্রশ্ন উঠছে, তবে কি জোর করে আইপিএল খেলছেন ধোনি!

স্বীকারোক্তি ধোনির

স্বীকারোক্তি ধোনির

সানরাইজার্স হায়দরাবাদের তরফে ম্যাচের শেষ ওভারে বল করতে এসেছিলেন অনভিজ্ঞ, তরুণ আব্দুল সামাদ। তাঁর বিরুদ্ধে সেভাবে ব্যাট চালাতেই পারলেন না এমএস ধোনি। হার হয় অভিজ্ঞতার। ম্যাচে যে তাঁর প্রচুর মিস হিট হয়েছে, তা মেনে নেন সিএসকে অধিনায়ক। উইকেট স্লো হয়ে যাওয়ায় বড় শট মারতে অসুবিধা হচ্ছিল বলে জানিয়েছেন মাহি। একই সঙ্গে ম্যাচ হারের জন্য মন্থর ব্যাটিং এবং ফিল্ডিং ব্যর্থতাকেও কাঠগড়ায় তুলেছেন এমএসডি।

English summary
IPL 2020 : Mahendra Singh Dhoni fails to entertain cricket fans again
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X