For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আইপিএল ২০২০: একনজরে আমিরশাহীতে ক্রিকেটারদের মেনে চলতে হবে যে ২০টি নিয়ম

আইপিএল ২০২০: একনজরে আমিরশাহীতে ক্রিকেটারদের মেনে চলতে হবে যে ২০টি নিয়ম

  • |
Google Oneindia Bengali News

১৯ সেপ্টেম্বর আইপিএলের ঢাকে কাঠি। মেগা লিগে মাঠে বল গড়ানোর অপেক্ষায় প্রহর গুনছে ক্রিকেটভক্তরা। একনজরে করোনাকালে এবারের আইপিএলে ক্রিকেটারদের যে ২০টি নিময় মেনে চলতে হবে দেখে নেওয়া যাক।

নিয়ম ১

নিয়ম ১

কোভিড ১৯ ভাইরাসের সংক্রমণ থেকে বাঁচতে ফ্র্যাঞ্চাইজির ক্রিকেটাররা আমিরশাহী এসে পৌঁছলে ৬ দিন আইসোলেশনে থাকবেন। ইতিমধ্যে আট ফ্র্যাঞ্চাইজির ভারতীয় ক্রিকেটাররা দুবাই,আবু ধাবিতে পৌঁছে গিয়েছেন। প্রতিটি ফ্র্যাঞ্চাইজির ক্রিকেটাররাই এখন আইসোলেশনে রয়েছেন।

নিয়ম ২

নিয়ম ২

ছয় দিনে তিনবার কোভিড টেস্ট। ফ্র্যাঞ্চাইজির ক্রিকেটার-সার্পোট স্টাফ প্রত্যেকেই এখন আইসোলেশনে রয়েছেন, তাদের ছয় দিনে তিনবার কোভিড টেস্ট হবে। তিন টেস্টে নেগেটিভ এলে তারপরই তারা মাঠে নামতে পারবেন। পরবর্তী সময়ে দলগুলির বিদেশি ক্রিকেটাররা যোগ দিলেও তাদের ক্ষেত্রে একই নিয়ম থাকছে। শুধুমাত্র ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা যেহেতু সেপ্টেম্বরে বায়ো বাবল সুরক্ষা বলয়ের মধ্যে নিজেদের মধ্যে সিরিজ খেলছেন, তাই তারা আমিরশাহী এলে করোনা পরীক্ষা করে সরাসরি যোগ দিতে পারবেন বলে এখনও পর্যন্ত শোনা যাচ্ছে।

নিয়ম ৩

নিয়ম ৩

ক্রিকেটার, স্টাফ সবাইকেই মোবাইলে আমিরশাহী সরকারের করোনা সংক্রান্ত অ্যাপ মোবাইলে ইনস্টল করে রাখতে হবে।

নিয়ম ৪

নিয়ম ৪

১৯ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া পুরো টুর্নামেন্টটিই বায়ো সিকিউরিটিতে খেলা হবে। এক্ষেত্রে ইংল্যান্ডের একটি সংস্থা এর বরাত পেয়েছে। করোনা পরবর্তী সময়ে ইংল্যান্ড এর আগে ঘরের মাঠে সফল ভাবে ওয়েস্ট ইন্ডিজ, আয়ারল্যান্ড ও পাকিস্তানের বিরুদ্ধে বায়ো বাবল সুরক্ষা বলয়ের বেষ্টনীর নিরাপত্তায় সিরিজ খেলেছে।

নিয়ম ৫

নিয়ম ৫

বেশ কিছু ক্রিকেটার আমিরশাহীতে পরিবারকে সঙ্গে নিয়ে রয়েছেন। যেমন মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়ক রোহিত শর্মার সঙ্গে স্ত্রী রীতিকা ও মেয়ে সামাইরা রয়েছেন। তাদের ক্ষেত্রেও নিরাপত্তা মানতে হবে। ক্রিকেটের বাইরে টুর্নামেন্টের পুরো সময়টাই হোটেলে বন্দি থাকতে হবে।

নিয়ম ৬

নিয়ম ৬

শপিংয়ে নিষেধাজ্ঞা রয়েছে। দুবাইয়ের অন্যতম আকর্ষণ সেখানকার শপিং মল। কিন্তু কোভিড পরিস্থিতিতে আইপিএল খেলতে যাওয়া ক্রিকেটার বা স্টাফ কেউই কোনওভাবে শপিং করতে যেতে পারবেন না।

নিয়ম ৭

নিয়ম ৭

চেন্নাই শিবিরে হরভজন থেকে শুরু করে এখনও আইপিএলের দেশীয় ক্রিকেটারদের বেশ কয়েকজন আমিরশাহী পৌঁছতে পারেননি। তাদের ক্ষেত্রে এবং বিদেশি ক্রিকেটার সবার ক্ষেত্রেই লাগেজ স্যানিটাইজ মূখ্য বিষয়।

নিয়ম ৮

নিয়ম ৮

করোনা পরিস্থিতিতে আইপিএল খেলতে ক্রিকেটারদের চার্টার বিমানেই আসতে হবে।

নিয়ম ৯

নিয়ম ৯

প্রতি ৩ দিনে কোভিড টেস্ট। নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে আইপিএল শেষ না হওয়ার পর্যন্ত প্রত্যেকেরই তিন দিন অন্তর করোনা টেস্ট হবে।

নিয়ম ১০

নিয়ম ১০

ক্রিকেটারদের কোয়ারেন্টাইন পর্বে হোটেলে কোনও হাউসকিপিং সার্ভিস থাকছে না। শুধু মাত্র রুম সার্ভিস থাকছে। এতে সংক্রমণে ঝুঁকি অনেক কমানো যাচ্ছে।

নিয়ম ১১

নিয়ম ১১

কোয়ারেন্টাইন পর্বে ক্রিকেটারদের তাই একবার ব্যবহার যোগ্য গ্লাস-প্লেটে খেতে হবে।

নিয়ম ১২

নিয়ম ১২

হোটেল স্টাফেরাও মাস্ক ব্যবহার করবেন। ক্রিকেটার-ক্রিকেট স্টাফদের মতো হোটেল কর্মীরা এখন বায়ো সিকিউর সিস্টেমে থাকবেন।

নিয়ম ১৩

নিয়ম ১৩

হোটেলের মধ্যে প্লেয়িং রুমে ক্রিকেটাররা একসঙ্গে খেলাধুলো করলেও তার পুরোটাই নজরদারির মধ্যে থাকবে।

নিয়ম ১৪

নিয়ম ১৪

লিগ শুরুর দুসপ্তাহ আগে ক্রিকেটাররা যখন নিয়মিত স্টেডিয়ামে প্র্যাকটিস করা শুরু করবেন তখন, হোটেল রুম থেকে ক্রিকেট স্টেডিয়াম, বাস, ক্রিকেট কিট সবকিছুই নিয়মিত স্যানিটাইজ করা হবে।

নিয়ম ১৫

নিয়ম ১৫

স্পনসরদের নিয়ে শুটিং হওয়ার সময়ও ক্রিকেটার, শুটিংয়ে থাকা কর্মীদের বায়ো সিকিউর সিস্টেমে থাকতে হবে।

নিয়ম ১৬

নিয়ম ১৬

অনলাইনে টিম মিটিং। হ্যাঁ, আগের মতো ড্রেসিংরুমে হাডেল করে আর নয় টিম মিটিং।

নিয়ম ১৭

নিয়ম ১৭

কোনও ক্রিকেটার অসুস্থ বোধ করলে গোপনীয়তা নয়, সরাসরি যে দলের মেডিক্যাল টিমকে অবিলম্বে জানাবে।

নিয়ম ১৮

নিয়ম ১৮

হোটেল থেকে স্টেডিয়ামে যাওয়ায় সময় বাসে সামাজিক দূরত্ব মেনে চলতে হবে। স্টেডিয়াম থেকে হোটেলে ফেরার ক্ষেত্রেও একই নিয়ম।

নিয়ম ১৯

নিয়ম ১৯

ক্রিকেটার বা কোনও সাপোর্ট স্টাফ বায়ো বাবলের এই নিয়ম ভাঙলে তাঁকে ১০ দিনের আইসোলেশনে যেতে হবে। কোভিড পরীক্ষায় নেগেটিভ এলে তারপর সেই ব্য়ক্তি দলের সঙ্গে যোগ দেওয়ার অনুমতি পাবেন।

নিয়ম ২০

নিয়ম ২০

অনুশীলন থেকে শুরু করে ম্যাচের দিন ক্রিকেটারদের সবধরনের ক্রিকেট সরঞ্জাম স্যানিটাইজ করা বাধ্যতামূলক।

English summary
IPL 2020: 20 point Standard Operating Procedure in UAE for teams in bio-secure system
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X