For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পিছিয়ে কিংস ইলেভেন, বারবার জ্বলে উঠেছেন রাসেল-নারাইন! একনজরে ইডেনের পরিসংখ্যান

কলকাতার ইডেন গার্ডেন্স স্টেডিয়ামে নাইট রাইডার্স বনাম কিংস ইলেভেন পঞ্জাব, আইপিএল ২০১৯-এর ম্যাচের প্রিভিউ। 

  • |
Google Oneindia Bengali News

বুধবার আইপিএল-২০১৯ মরসুমে ঘরের মাঠ ইডেন গার্ডেন্সে কিংস ইলেভেন পঞ্জাব-এর বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচ খেলতে নামছে কলকাতা নাইট রাইডার্স। দুই দলের মুখোমুখি দ্বৈরথে কিন্তু এগিয়ে কেকেআর। মোট ২৩ ম্যাচের মধ্যে কেকেআর ১৫ চটি ম্য়াচে জয়ী হয়েছে। আবার ইডেনেও জয়-পরাজয়ের পরিসংখ্যানে অনেকটাই পিছনে কিংস ইলেভেন। কলকাতায় মোট ১০টি ম্য়াচে ৭ বারই জিতেছে কেকেআর।

গত মরসুমে কিন্তু এই ম্য়াচে ডার্কওয়ার্থ লুইস পদ্ধতিতে পঞ্জাব ৯ উইকেটে জয়ী হয়েছিল। প্রথমে ব্যাট করে ক্রিস লিন (৪১ বলে ৭৪) , উথাপ্পা (২৩ বলে ৩৪), দীনেশ কার্তিক (২৮ বলে ৪৩)-এর সৌজন্যে কেকেআার ১৯১ রান তুলেছিল। জবাবে কালবৈশাখি আক্রান্ত ম্যাচে, লোকেশ রাহুল (২৭ বলে ৬০) ও ক্রিস গেইল (৩৮ বলে ৬২*)-এর ঝড়ে উড়ে গিয়েছিল কেকেআর।

আরও একবার সেই দ্বৈরথের আগে দেখে নেওয়া যাক এই ম্য়াচের অতীত পরিসংখ্যান কী বলছে -

জাঁকিয়ে শীত

জাঁকিয়ে শীত

ধীরে ধীরে নামছে কলকাতার তাপমাত্রা। তাপমাত্রা কমলেও তা স্বাভাবিকের চেয়ে ১ ডিগ্রি বেশি। শহরের সর্বনিম্ন তাপমাত্রা ১৮.৯ ডিগ্রি। সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রির উপরে রয়েছে। অতএব হাল্কা শীতের আমেজ এসেছে ঠিকই, তবে জাঁকিয়ে শীত পড়তে এখনও দেরি আছে বলে জানিয়ে দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

ব্য়াটিং পরিসংখ্যান

ব্য়াটিং পরিসংখ্যান

সর্বোচ্চ দলগত মোট রান - ২০৪/২, কিংস ইলেভেন, আইপিএল ২০১০

সর্বনিম্ন দলগত মোট রান - ১১৯/৬, কিংস ইলেভেন, আইপিএল ২০১১

সর্বোচ্চ ব্যাক্তিগত রান - ২২৬ গৌতম গম্ভীর (সব রানই করেছেন কেকেআর জার্সিতে)

এক ম্যাচে সর্বোচ্চ ব্যাক্তিগত রান - ১১০*, মাহেলা জয়বর্ধনে (কিংস ইলেভেন), ২০১০

প্রধানমন্ত্রী মোদী

প্রধানমন্ত্রী মোদী

কুয়ালালামপুরে স্বামী বিবেকানন্দের মূর্তি উন্মোচন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

বোলিং পরিসখ্যান

বোলিং পরিসখ্যান

সর্বোচ্চ উইকেট - ১১, সুনীল নারাইন (কেকেআর)

সেরা বোলিং - ১৯/৫, সুনীল নারাইন (কেকেআর), আইপিএল ২০১২

কাকদ্বীপে ছাত্রী খুন

কাকদ্বীপে ছাত্রী খুন

কাকদ্বীপে ছাত্রীকে ধর্ষণ করে খুনের অভিযোগ। ধৃত ১, ফেরার অভিষুক্তদের তল্লাশিতে পুলিশ।

ফিল্ডিং পরিসংখ্যান

ফিল্ডিং পরিসংখ্যান

উইকেটরক্ষক হিসেবে সর্বোচ্চ শিকার - ৩, মনবিন্দর বিসলা (কেকেআর), ঋদ্ধিমান সাহা (কিংস ইলেভেন)

সর্বোচ্চ ক্যাচ - ৩, ডেভিড মিলার, অক্ষর প্যাটেল, করুণ নায়ার (কিংস ইলেভেন পঞ্জাব), সাকিব আল হাসান (কেকেআর)।

মুলায়মের জন্মদিন

মুলায়মের জন্মদিন

সমাজবাদী পার্টি সুপ্রিমো মুলায়ম সিং যাদবের ৭৬তম জন্মদিনের অনুষ্ঠান উপলক্ষে গান গাইতে সেফাইতে আসবেন সঙ্গীত কিংবদন্তী এ আর রহমান। থাকবেন গায়ক হরিহরনও। কিন্তু লালুপ্রসাদ যাদবের উপস্থিত থাকার কথা থাকলেও তিনি আসতে পারবেন না বলে সূত্রেরখবর।

 অন্য়ান্য পরিসংখ্যান

অন্য়ান্য পরিসংখ্যান

কেকেআর এর সুনীল নারাইন ও আন্দ্রে রাসেল দুজনেই এই ম্য়াচে দুইবার করে ম্য়াচের সেরা হয়েছেন।

English summary
The statistical preview of Kolkata Knight Riders and Kings Eleven Punjab IPL 2019 match in the at Eden Gardens stadium at Kolkata. 
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X