For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভারত বনাম দক্ষিণ আফ্রিকা প্রথম ওডিআই: নজিরের সামনে হার্দিক পান্ডিয়া

ভারত বনাম দক্ষিণ আফ্রিকা প্রথম ওডিআই: নজিরের সামনে হার্দিক পান্ডিয়া

  • |
Google Oneindia Bengali News

ধর্মশালায় আজ ভারত বনাম দক্ষিণ আফ্রিকা প্রথম ওডিআই। ম্যাচ হওয়া নিয়ে আশঙ্কা রয়েছে। দিনের শুরু থেকে বৃষ্টি ভ্রকুটি। দুপুর ১টার সময় টস হওয়ার কথা থাকলেও ম্যাচ হওয়ার সম্ভবনা কম। বৃষ্টিতে ইতিমধ্যেই মাঠের ফ্লাডলাইট অন করে দেওয়া হয়েছে। অন্যদিকে এই ম্যাচেই নজিরে সামনে রয়েছেন হার্দিক পান্ডিয়া।

হার্দিকের রেকর্ড

হার্দিকের রেকর্ড

ম্যাচে এদিন ৪৩ রান হাঁকালেই ওডিআই ক্রিকেটে ১০০০ রান সম্পূর্ণ করবেন হার্দিক পান্ডিয়া। এই রান হাঁকালে ওডিআই ক্রিকেটে ১৩তম ভারতীয় ক্রিকেটার হিসেবে ১০০০ রান ও ৫০ উইকেটের মালিক হবেন পান্ডিয়া।

ওডিআইতে হার্দিকের রান কত

ওডিআইতে হার্দিকের রান কত

দেশের হয়ে ৫৪ টি ওডিআই ম্যাচে ৩৮ ইনিংস ব্যাট করে ৯৫৭ রান হাঁকিয়েছেন হার্দিক। ওডিআই ক্রিকেটে সর্বোচ্চ ৮৩ রান হাঁকিয়েছেন পান্ডিয়া। ওডিআইতে ৪টি হাফ সেঞ্চুরি করেছেন ভারতীয় অলরাউন্ডার।

চোট সারিয়ে ফিরছেন হার্দিক

চোট সারিয়ে ফিরছেন হার্দিক

শেষবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ২০১৯ সালে সেপ্টেম্বরে বেঙ্গালুরুতে শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন হার্দিক। এরপর পিঠের চোটের কারণে দীর্ঘ সময় দেশের জার্সির বাইরে ছিলেন পান্ডিয়া। লন্ডনে পিঠের অস্ত্রোপচার হয়। সেই অস্ত্রোপচারের পর রিহ্যাব সেরে দেশের জার্সিতে ফিরতে চলেছেন। ধর্মশাল ম্যাচ দিয়েই প্রত্যাবর্তন করতে চলেছেন হার্দিক।

টি-২০তে বিধ্বংসী ব্যাটিং

টি-২০তে বিধ্বংসী ব্যাটিং

চোট সারিয়ে ডি ওয়াই পাতিল টি-২০ ক্রিকেট টুর্নামেন্টে হার্দিক পান্ডিয়া বিধ্বংসী ব্যাটিং করেন। ৫৫ বলে ১৫৮ রানের ইনিংস খেলে অপরাজিত ছিলেন। সেই সঙ্গে এই টুর্নামেন্টে অন্য এক ইনিংসে ৩৭ বলে ১০৫ রানের ইনিংস খেলেন হার্দিক। দেশের জার্সিতে ভারতীয় অলরাউন্ডার ব্যাটে কেমন পারফর্ম্যান্স করেন, সেই দিকে তাকিয়ে ভারতীয় ক্রিকেট দুনিয়া।

English summary
India vs South Africa: Hardik Pandya on verge of elite record
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X