For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

টেস্ট জেতার দোরগোড়ায় ভারত, হার বাঁচানোর চেষ্টায় লড়ছে ইংল্যান্ড

তৃতীয় টেস্টে ট্রেন্ট ব্রিজে ভারত জয়ের কাছাকাছি চলে এসেছে।

  • |
Google Oneindia Bengali News

তৃতীয় টেস্টে ট্রেন্ট ব্রিজে ভারত জয়ের কাছাকাছি চলে এসেছে। এখনও দেড় দিনের খেলা বাকী রয়েছে। ইংল্যান্ডের আর মাত্র ৬টি উইকেট ফেললেই পাঁচ ম্যাচের সিরিজে ১-২ করে ফেলবে টিম বিরাট কোহলি। আগের দুটি টেস্টে হারের জ্বালা কিছুটা হলেও জুড়োবে।

টেস্ট জেতার দোরগোড়ায় ভারত, হার বাঁচানোর চেষ্টায় লড়ছে ইংল্যান্ড

ইংল্যান্ডের ইতিমধ্যে ১৩৮ রানে ৪ উইকেট পড়ে গিয়েছে। এদিন খেলার শুরু থেকেই ইংল্যান্ড পরপর উইকেট হারিয়েছে। ইশান্ত শর্মার বলে কুক ফেরত যান ১৭ রানে। কিটন জেনিংস করেন ১৩ রান। তাঁকেও ইশান্তই ফেরত পাঠান। এরপরে জো রুটকে ১৩ রানে জসপ্রীত বুমরাহ ও ওলি পোপকে ১৬ রানে ফেরত পাঠান মহম্মদ শামি।

যদিও চার উইকেট হারানোর পর মজবুদ ছন্দে দেখা যাচ্ছে ইংল্যান্ডকে। জস বাটলার এবং বেন স্টোকসের অসাধারণ ব্যাটিংয়ের সৌজন্য ধীরে ধীরে ম্যাচে ফেরার চেষ্টা চালাচ্ছে ইংল্যান্ড। মূলত স্টোকস এবং বাটলার জুটির উপর ভর করেই হার বাঁচানোর শপথ নিচ্ছে ইংল্যান্ড। ২০০ রানের গণ্ডি ইতিমধ্যেই টপকেছে ইংল্যান্ড। ৭২ ওভারে ইংল্যান্ডের রান ২০১/৪। নিজেদের মধ্যে ১৩৯ রানের পার্টনারশিপ তৈরি করেছেন জস বাটলার এবং বেন স্টোকস জুটি। অর্ধশতরান করেছেন বেন স্টোকস।

ম্যাচ বাঁচাতে লড়ছেন বেন স্টোকস (অপরাজিত ৩৩ রান) ও জস বাটলার (অপরাজিত ৪২ রান)। এরপর শুরু হবে ইংল্যান্ডের টেল এন্ডারদের ব্যাটিং। এই পার্টনারশিপ তাড়াতাড়ি ফেলে দিলে এদিনও জিতে যেতে পারে ভারত। এখনও ইংল্যান্ডকে ৩৮২ রান করতে হবে জিততে হলে। কারণ ভারত ৫২১ রানের লক্ষ্যমাত্রা দিয়েছে। যা চতুর্থ ইনিংসে করা প্রায় অসাধ্যের কাজ।

এই টেস্টে ব্যাটিংয়ে ভারতের হয়ে বিরাট কোহলি দুরন্ত খেলেছেন দুই ইনিংসেই। প্রথম ইনিংসে ৯৭ রান করার পরে পরের ইনিংসে ১০৩ রান করেছেন। এছাড়া চেতেশ্বর পূজারা ও অজিঙ্ক রাহানেও রান পেয়েছেন। বোলিংয়ে হার্দিক পান্ডিয়া ৫ উইকেট নিয়েছেন আবার সঙ্গে ব্যাট হাতে অর্ধশতরানও করেছেন।

English summary
India vs England test : Team Virat Kohli closing inches to win Trent Bridge test
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X