For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ বাঁচাতে ভারতকে লড়াইয়ে রাখলেন সূর্যকুমার

Google Oneindia Bengali News

আমেদাবাদের মোতেরায় নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের চতুর্থ টি ২০ ম্যাচ খেলছে ভারত। সিরিজ জিততে হলে এই ম্যাচ তো বটেই, সিরিজের শেষ ম্যাচও জিততে হবে বিরাট কোহলিদের। টস জিতে ভারতকে ফের ব্যাট করতে পাঠান ইংল্যান্ড অধিনায়ক ইয়ন মর্গ্যান। বিরাট, রোহিত, রাহুলদের ব্যর্থতা ঢেকে আন্তর্জাতিক ক্রিকেটে নিজের প্রথম ইনিংসে ঝোড়়ো অর্ধশতরান করেন সূর্যকুমার যাদব। ভারত নির্ধারিত ২০ ওভারে তোলে ৮ উইকেটে ১৮৫। সূর্যকুমার যাদব ৫৭, শ্রেয়স আয়ার ৩৭ ও ঋষভ পন্থ ৩০ রান করেন। হার্দিক পাণ্ডিয়া ৮ বলে ১১ ও ওয়াশিংটন সুন্দর ১ রানে আউট হন। ৪ বলে ১০ করে অপরাজিত থাকেন শার্দূল ঠাকুর। কেরিয়ারের সেরা বোলিং করে ৩৩ রানে ৪ উইকেট নেন জোফ্রা আর্চার।

সূর্যের তেজ তিনে

সূর্যের তেজ তিনে

আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম ব্যাট করতে নেমে প্রথম বলেই ছক্কা হাঁকিয়ে নজির গড়লেন সূর্যকুমার যাদব। ঘরোয়া ক্রিকেটে দারুণ ফর্মে থাকায় দ্বিতীয় টি ২০ আন্তর্জাতিকের দলে ছিলেন। তবে ব্যাটিংয়ের সুযোগ না পেয়েই তৃতীয় ম্যাচে বাদ পড়েন। আজ ঈশান খেলতে না পারায় তাঁর জায়গায় দলে ফেরেন সূর্য, রোহিত ফেরার পর নেমেই জোফ্রা আর্চারের লেগ স্টাম্পে শর্ট বলে পুল মেরে ফাইন লেগ অঞ্চলে ছক্কা হাঁকান সূর্য। এরপর তিনি যে দাপট নিয়ে ব্যাটিং করতে থাকেন তাতে বোঝাই যায়নি প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলছেন। সুযোগের পূর্ণ সদ্ব্যবহার করলেন তিনি। ৬টি চার ও ২টি ছয়ের সাহায্যে ২৮ বলে পূর্ণ করেন অর্ধশতরান। তাঁকে ফেরান সাম কারান। ৩১ বলে ৫৭ রান করে মালানের হাতে ক্যাচ দিয়ে আউট হন সূর্যকুমার। মেরেছেন ৬টি চার ও তিনটি ছয়। যদিও বল মাটি স্পর্শ করেছিল কিনা সে বিষয়ে রিপ্লেতেও স্পষ্ট আভাস মেলেনি। তবে এই ইনিংসের পর তাঁকে প্রথম একাদশের বাইরে রাখা কঠিন হয়ে গেল বিরাটদের পক্ষে।

আবার ব্যর্থ ওপেনিং জুটি

আবার ব্যর্থ ওপেনিং জুটি

ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে দুরন্ত ছন্দে থাকলেও টি ২০ সিরিজে ফের ব্যর্থ রোহিত শর্মা। প্রথম দুটি ম্যাচে তাঁকে বিশ্রাম দেওয়া হয়েছিল লোকেশ রাহুল, শিখর ধাওয়ান, ঈষান কিষাণদের দেখে নিতে। আগের ম্যাচে রোহিত আউট হয়েছিলেন ১৫ রানে। আজ তিনি ফিরলেন ১২ বলে ১২ বলে। আগের ম্যাচে রোহিতের কট অ্যান্ড বোল্ডের সহজ সুযোগ হাতছাড়া করলেও আজ কোনও ভুল করেননি জোফ্রা আর্চার। একটি চার ও একটি ছক্কা মারেন রোহিত। ৩.৪ ওভারে দলের ২১ রানের মাথায় ফেরেন রোহিত।

দুঃসময় কাটছে না

দুঃসময় কাটছে না

অষ্টম ওভার অবধি ক্রিজে থেকেও বড় রান পেলেন না লোকেশ রাহুলও। তবে শেষ চারটি টি ২০ ম্যাচে মোট ১ রান করা রাহুল এদিন দুই অঙ্কে পৌঁছালেন। ২টি চারের সাহায্যে ১৭ বলে ১৪ করেন রাহুল। তবে যে শট খেলে স্টোকসের বলে আর্চারের হাতে সহজ ক্যাচ তুলে দিলেন তা রীতিমতো হতাশাজনক। ৭.৪ ওভারে রাহুল আউট হওয়ার সময় ভারতের স্কোর ছিল ২ উইকেটে ৬৩।

ব্যর্থ বিরাট

ব্যর্থ বিরাট

পরপর দুটি অর্ধশতরান করে আইসিসি টি ২০ ক্রমতালিকায় উঠে এলেও এদিন ব্যর্থ হলেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। আদিল রশিদের গুগলিতে ঠকে স্টাম্প আউট হলেন তিনি। ৫ বলে ১ রান করেন চারে ব্যাট করতে নামা বিরাট। ৮.৪ ওভারে ৭০ রানের মাথায় ভারতের তৃতীয় উইকেট পড়ে।

দুই দলের প্রথম একাদশ

দুই দলের প্রথম একাদশ

ফিল্ডিং করতে গিয়ে কুঁচকিতে চোট পাওয়ায় আজকের ম্যাচে খেলছেন না ঈষান কিষান। তাঁর জায়গায় প্রথম একাদশে এসেছেন সূর্যকুমার যাদব। ছন্দে না থাকায় বাদ পড়েছেন যুজবেন্দ্র চাহাল। তাঁর পরিবর্ত হিসেবে আগামী কয়েকটি ম্যাচে রাহুল চাহারকে দেখে নেওয়া হবে বলে জানিয়েছেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। ইংল্যান্ড অবশ্য এই ম্যাচে উইনিং কম্বিনেশন ভাঙেনি।

ভারত: রোহিত শর্মা, লোকেশ রাহুল, সূর্যকুমার যাদব, বিরাট কোহলি (অধিনায়ক), ঋষভ পন্থ (উইকেটকিপার, শ্রেয়স আয়ার, হার্দিক পাণ্ডিয়া, ওয়াশিংটন সুন্দর, শার্দুল ঠাকুর, ভুবনেশ্বর কুমার, রাহুল চাহার

ইংল্যান্ড: জেসন রয়, জস বাটলার (উইকেটকিপার), ডেভিড মালান, জনি বেয়ারস্টো, ইয়ন মর্গ্যান (অধিনায়ক), বেন স্টোকস, সাম কারান, ক্রিস জর্ডন, জোফ্রা আর্চার, আদিল রশিদ, মার্ক উড

English summary
India Playing Must Win Game Against England In The Fourth T20Is. Suryakumar Yadav Hits Remarkable Fifty To Put India In Commanding Position In Do Or Die Clash.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X