For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আইসিসি-র বিচারে মার্চের সেরা হওয়ার দৌড়ে ভারতের তিন ক্রিকেটার

Google Oneindia Bengali News

চলতি বছর থেকেই প্রতি মাসে সেরা ক্রিকেটারদের পুরস্কৃত করছে আইসিসি। জানুয়ারিতে ঋষভ পন্থ ও ফেব্রুয়ারিতে রবিচন্দ্রন অশ্বিন এই পুরস্কার পেয়েছেন। মহিলাদের ক্রিকেটে এই পুরস্কার পেয়েছেন যথাক্রমে দক্ষিণ আফ্রিকার শবনিম ইসমাইল ও ইংল্যান্ডের ট্যামি বিউমন্ট। মার্চ মাসের সেরা হওয়ার দৌড়ে দুই বিভাগে মোট ছয়জন ক্রিকেটারকে আজ মনোনীত করেছে আইসিসি। ভারতের হয়ে এই পুরস্কার পাওয়ার দৌড়ে রয়েছেন ভুবনেশ্বর কুমার। ভারতের মহিলা দলের ক্রিকেটারদেরও এই প্রথম এই পুরস্কারের জন্য মনোনীত হতে দেখা গিয়েছে। তাও আবার দু-জন, রাজেশ্বরী গায়কোয়াড় ও পুণম রাউত।

আইসিসি-র বিচারে মার্চের সেরা ক্রিকেটার হওয়ার দৌড়ে ভারতের তিন ক্রিকেটার

ইংল্যান্ডের বিরুদ্ধে কামব্যাক করে দারুণ পারফর্ম করেছিলেন ভুবনেশ্বর কুমার। একদিনের সিরিজ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মঞ্চে দাঁড়িয়ে ভারত অধিনায়ক বিরাট কোহলি বলেছিলেন, ম্যাচ ও সিরিজ সেরার পুরস্কার মানতে পারছি না। আমার বিচারে সিরিজ সেরার পুরস্কার দেওয়া উচিত ছিল ভুবিকেই। ইংল্যান্ডের বিরুদ্ধে টি ২০ সিরিজে ২৮.৭ গড়ে ৪টি উইকেট নেন ভুবনেশ্বর। একদিনের সিরিজে ২২.৫ গড়ে ৬টি উইকেট যায় তাঁর ঝুলিতেই। ভারতের একদিনের সিরিজ জয়ের পিছনে ভুবনেশ্বর কুমারের অবদান ছিল অনস্বীকার্য। তবে সেই সিরিজে সেরার পুরস্কার না পেলেও আইপিএলের আগেই এই মনোনয়ন প্রাপ্তি আত্মবিশ্বাস বাড়াবে ভুবির।

ভুবনেশ্বর কুমারের সঙ্গেই এই পুরস্কার পাওয়ার দৌড়ে রয়েছেন জিম্বাবোয়ের শন উইলিয়ামস। আফগানিস্তানের বিরুদ্ধে ২টি টেস্টে ২টি শতরান-সহ ২৬৪ রান করেছেন তিনি। গড় ১৩২। প্রথম টেস্টে ১০৫ রান করার পর দ্বিতীয় টেস্টে ১৫১ রানে অপরাজিত ছিলেন। ভুবি ও শনের সঙ্গে পুরস্কার পাওয়ার দৌড়ে রয়েছেন রশিদ খান। আইপিএলে ভুবনেশ্বর কুমারের সঙ্গে সানরাইজার্স হায়দরাবাদের হয়েই তাঁকে মাঠে দেখা যাবে। আফগানিস্তানের রশিদ মার্চ মাসে ১১টি টেস্ট উইকেট পেয়েছেন, গড় ২৫। এ ছাড়াও ১২.৬ গড়ে ৬টি টি ২০ উইকেটও দখল করেছেন তিনি।

মার্চ মাসের সেরা মহিলা ক্রিকেটারদের দৌড়ে ভারতের দু-জন ও দক্ষিণ আফ্রিকার এক ক্রিকেটার রয়েছেন। ভারতের বিরুদ্ধে সীমিত ওভারের ক্রিকেটে সিরিজ জয়ে বড় অবদান ছিল দক্ষিণ আফ্রিকার মহিলা ক্রিকেট দলের ওপেনার লিজেল লি-র। একদিনের আন্তর্জাতিকে ১৪৪ গড় রেখে ২৮৮ রান করেছেন তিনি। এ ছাড়াও টি ২০-তে তাঁর মোট ৯০ রান রয়েছে, গড় ৩০। তাঁর সঙ্গে পুরস্কারের দৌড়ে রয়েছেন ভারতের পুণম রাউত। ৮৭.৬৬ গড় রেখে তিনি একদিনের আন্তর্জাতিকে ২৬৩ রান করেছেন। পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন রাজেশ্বরী গায়কোয়াড়ও। একদিনের সিরিজে তিনি আটটি উইকেট দখল করেন, গড় ২০.২৫। টি ২০ সিরিজে ১৪.২৫ গড় রেখে তাঁর ঝুলিতে গিয়েছে চারটি উইকেট। শেষ হাসি কে হাসেন তা পরিষ্কার হবে আর কয়েক দিনের মধ্যেই।

English summary
Bhuvneshwar Kumar nominated for ICC monthly award after exploits against England. Rajeshwari Gayakwad And Punam Raut Also Being Nominated.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X