For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পূজারা-রাহানের পর আউট পন্থ, ব্রিসবেনে অজিদের বিরুদ্ধে রান তাড়া করতে নেমে চাপে ভারত

পূজারা-রাহানের পর আউট পন্থ, ব্রিসবেনে অজিদের বিরুদ্ধে রান তাড়া করতে নেমে ধুঁকছে ভারত

  • |
Google Oneindia Bengali News

পূজারা-রাহানের পর আউট মায়াঙ্ক-পন্থ, ব্রিসবেনে অজিদের বিরুদ্ধে রান তাড়া করতে নেমে চাপে ভারত। ভারতের বিরুদ্ধে দ্বিতীয় দিন স্কোরবোর্ডে ৩৬৯ রান তুলে অলআউট হয়েছিল অস্ট্রেলিয়া। এই রান তাড়া করতে নেমে মিডল অর্ডারকে হারিয়ে চাপে পড়ল ভারতীয় দল।

পূজারা-রাহানের পর আউট পন্থ, ব্রিসবেনে অজিদের বিরুদ্ধে রান তাড়া করতে নেমে চাপে ভারত

বৃষ্টির কারণে দ্বিতীয় দিনের তৃতীয় সেশন পণ্ড হয়। দিনের শেষে ২ উইকেট হারিয়ে ভারত ৬২ রান তুলেছিল। সেখান থেকে তৃতীয় দিনে খেলা শুরুর পর লাঞ্চের মধ্যে স্কোরবোর্ডে ১৬১ রান তুলে ভারত পূজারা ও রাহানেকে হারিয়ে বসে। ব্রিসবেন পূজারা ২৫ ও অধিনায়ক মায়াঙ্ক আগারওয়াল ৩৮ রান হাঁকিয়ে আউট হন।

রান তাড়া করতে নেমে মায়াঙ্ক আগারওয়াল ও ঋষভ পন্থও বড় রান জুড়তে পারেননি। মায়াঙ্ক ৩৮ ও পন্থ ২৩ রান হাঁকিয়ে আউট হন। দলের হয়ে ওপেনার রোহিত শর্মার ৪৪ রানই এখনও পর্যন্ত ভারতের প্রথম ইনিংসে ব্যক্তিগত সর্বোচ্চ স্কোর। আপাতত ৬৮.৩ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ২০১ রানের গণ্ডি ছুঁয়েছে ভারত। ওয়াশিংটন সুন্দরের সঙ্গে শার্দুল ঠাকুর ক্রিজে রয়েছেন।

ভারতের ৬টি উইকেটের মধ্যে অস্ট্রেলিয়ার হয়ে জস হ্যাজেলউড ৩টি স্টার্ক-কামিন্স-লায়ন একটি করে উইকেট নিয়েছেন।(আপডেট সকাল ৯ টা পর্যন্ত)।

English summary
India in deep trouble after losing rahane-pujara and pant in 4th test, after chasing 370 in 1st innings
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X