সিডনিতে বৃষ্টি বিভ্রাট কাটিয়ে খেলা শুরু, আজ কতক্ষণ বাড়তি খেলা হবে?
সিডনিতে বৃষ্টিবিভ্রাট। ভারত-অস্ট্রেলিয়া তৃতীয় টেস্টের প্রথম দিনের শুরু থেকেই এদিন আকাশের মুখ ভার। দীর্ঘ বৃষ্টি বাধার পর ভারতীয় সময় সকাল ৯টা ৩০ মিনিটে পুনরায় খেলা শুরু হয়েছে।
অস্ট্রেলিয়ার হয়ে ব্যাটিংয়ে উইল পুকোভস্কি ও মার্নাস লাবুসানে। ভারতের হয়ে ওয়ার্নারকে ফিরিয়ে জোর ধাক্কা দিয়েছেন সিরাজ। ৮ বল খেলে ওয়ার্নার ৫ রান হাঁকিয়ে পূজারার হাতে ক্যাচ দিয়ে আউট হয়ে ফিরে যান।

ম্যাচের চতুর্থ ওভারের তৃতীয় বলে মহম্মদ সিরাজ অজিদের প্রথম ধাক্কা দেন। দলগত ৬ রানের মাথায় অজিরা প্রথম উইকেট হারায়। ফলে চোট নিয়ে নতুন বছর ক্রিকেটে মাঠে ফেরার মুহূর্ত স্মরণীয় করে রাখতে পারলেন না ওয়ার্নার।
বৃষ্টি বাধায় এদিন ম্যাচের দীর্ঘ সময় নষ্ট হয়েছে। ফলে ১১টা ১০ মিনিটে চায়ের বিরতিতে যাবে দুই দল। সিডনিতে প্রথম দিনের খেলায় ইতিমধ্যে ৩৩ ওভারের খেলা নষ্ট হয়েছে।
সেই কারণেই ম্যাচ অফিসিয়ালরা দিনের শেষে বাড়তি ৩০ মিনিট খেলা চলবে বলে জানিয়েছেন। এদিন ভারী বৃষ্টির কারণে ম্যাচের প্রথম সেশনে খেলা শুরু করা না গেলে আম্পায়াররা নির্ধারিত সময়ের আগেই লাঞ্চের বিরতির সিদ্ধান্ত নেন।
প্রথম দিন বোলিং দাপটে ভর করে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারত সুবিধেজনক জায়গায় থেকে দিন শেষ করতে পারে কিনা, সেটাই এখন দেখার।