For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মেলবোর্নে নতুন সূর্যোদয়, বিরাটহীন ভারতের জয় থেকে সিরিজের ভাগ্য নিয়ে কী বললেন সৌরভ

মেলবোর্নে নতুন সূর্যোদয় ভারতের, বিরাটহীন ভারতের জয় নিয়ে কী মত, সিরিজের ভাগ্য নিয়ে কী বললেন মহারাজ

  • |
Google Oneindia Bengali News

অ্যাডিলেডে ৩৬ রানের মহাবিপর্যয়ের পর, মেলবোর্নে ভারতের ঐতিহাসিক প্রত্যাবর্তন। চওড়া ব্যাটে প্রথম ইনিংসে সেঞ্চুরি হাঁকানো থেকে দলকে নেতৃত্ব দিয়ে সিরিজে ফেরানো। অজিদের বিরুদ্ধে উত্তাপের সিরিজে বরফ শীতল ঠান্ডা মাথায় ম্যাচ বের করে নায়ক অধিনায়ক অজিঙ্ক রাহানে।

 রাহানের প্রশংসায় সৌরভ

রাহানের প্রশংসায় সৌরভ

বোলিং পরিবর্তন থেকে ফিল্ডার সাজানো, সতীর্থের পঞ্চাশের জন্য দৌড়ে রান আউট হয়েও উল্টো দিকের ক্রিকেটারকে আরও রান করার জন্য উৎসাহ দিয়ে মাঠ ছাড়া। রাহানের নেতৃত্বে মুগ্ধ গোটা দুনিয়া। এবার অজিঙ্কের প্রশংসা করলেন ভারতের প্রাক্তন অধিনায়ক ও বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। সৌরভ বলেন, 'রাহানে দারুণ নেতৃত্ব দিয়েছে। মেলবোর্নে এই জয় দলকে মোটিভেট করবে।'

৩৬ এর বিপর্যয়ের পর অনেকেই বলেছিল ৪-০!

৩৬ এর বিপর্যয়ের পর অনেকেই বলেছিল ৪-০!

৩৬ এর বিপর্যয়ের পর অনেকেই বলেছিল ৪-০! সৌরভকে এই প্রশ্ন ছুঁড়ে দিলে, স্ট্রেট ব্যাটে খেললেন মহারাজ। বললেন, 'প্রতি ম্যাচে নতুন সুযোগ। আজকের ম্যাচের রেজাল্ট কখনওই পরের ম্যাচে প্রভাব ফেলে না। দুটি দলই শক্তিশালী। এখানেই এই সিরিজের মজা।'

বিরাট নেই তারপরও জয়, কী ব্যাখ্যা সৌরভের

বিরাট নেই তারপরও জয়, কী ব্যাখ্যা সৌরভের

নেই বিরাট, নেই শামি, নেই রোহিত-ইশান্ত। তারপরও ভারতের ম্যাচে ফেরা বড় ঘটনা বলছেন সৌরভ। মহারাজ মেলবোর্নের জয় নিয়ে বলেন, 'বিরাটের মতো সেরা ব্যাটসম্যান দেশে ফিরে এসেছে। তারপরও ভারত ম্যাচ জিতেছে। এটাই দলকে আরও উদ্বুদ্ধ করবে। শামি নেই সেখানে সুযোগ পেয়ে সিরাজ দারুণ খেলল। উমেশের চোটের কারণে ওকেও পাওয়া যায়নি। দলের প্রত্যেকেই যে এবার থেকে একা হাতে ম্যাচ জেতাতে পারে, টিমে এবার সেই বিশ্বাস তৈরি হয়ে গেল। এটাই আগামী দিনে ভারতের বড় শক্তি হতে চলেছে।'

তৃতীয় টেস্ট নিয়ে কী বললেন সৌরভ

তৃতীয় টেস্ট নিয়ে কী বললেন সৌরভ

সৌরভ আরও বলেন, 'মেলবোর্নে ভারত দারুণ প্রত্যাঘাত দিল। তবে তৃতীয় টেস্টেও ভালো খেলতে হবে। প্রতিটা টেস্ট নতুন করে জেতার প্রয়োজন।' কিন্তু সিরিজের ভাগ্য নিয়ে এখনই কিছু বলতে নারাজ মহারাজ। বিসিসিআই সভাপতি বলেন, 'দুই দলের কাছেই সিরিজ জয়ের সমান সুযোগ রয়েছে।'

English summary
Ind vs Aus: Bcci president Souav Ganguly Speak on India's Melbourne win
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X