For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কোন উপায়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছতে পারে ভারত?

কোন উপায়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছতে পারে ভারত?

  • |
Google Oneindia Bengali News

আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছে গিয়েছে নিউজিল্যান্ড। আগামী জুনে লন্ডনের ঐতিহাসিক লর্ডসে টুর্নামেন্টের চূড়ান্ত পর্বের ম্যাচ খেলবে কেন উইলিয়ামসন শিবির। ম্যাচে কিউয়ি শিবিরের প্রতিপক্ষ কোন দল হবে, তা ভারত বনাম ইংল্যান্ডের আসন্ন টেস্ট সিরিজের ফলাফলের ওপর নির্ভর করবে। তারই নিরিখে দেখে নেওয়া যাক, কোন কোন উপায়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছতে পারে টিম ইন্ডিয়া।

ফাইনাল পৌঁছতে পারে ভারত

ফাইনাল পৌঁছতে পারে ভারত

আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছনোর সবচেয়ে বড় সম্ভাবনার মুখে দাঁড়িয়ে রয়েছে ভারত। অস্ট্রেলিয়াকে তাদেরই মাটিতে টেস্ট সিরিজ হারানোর কারণে ৪৩০ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষ স্থানে অবস্থান করছে বিরাট কোহলি শিবির। তাদের পয়েন্টের শতকরা হার ৭১.৭ শতাংশ। এই অবস্থায় ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে ২-০, ২-১, ৩-০, ৩-১ কিংবা ৪-০ ব্যবধানে টেস্ট সিরিজ জিতলে বিশ্ব চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলবে টিম ইন্ডিয়া।

ইংল্যান্ডের সম্ভাবনা কতটা

ইংল্যান্ডের সম্ভাবনা কতটা

আইসিসি বিশ্ব চ্যাম্পিয়নশিপ তালিকার চতুর্থ স্থানে রয়েছে ইংল্যান্ড। জো রুট শিবিরের ঝুলিতে রয়েছে ৪১২ পয়েন্ট। পয়েন্টের শতকরা হার ৬৮.৭ শতাংশ। এই পরিস্থিতিতে ভারতকে তাদেরই মাটিতে ৪-০, ৩-০ কিংবা ৩-১ ফলাফলে টেস্ট সিরিজ হারালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে বিশ্ব চ্যাম্পিয়ন ফাইনাল খেলবে ইংল্যান্ড।

অস্ট্রেলিয়ার সুযোগ আছে কি?

অস্ট্রেলিয়ার সুযোগ আছে কি?

ঘরের মাঠে ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজ হারের পর বিশ্ব চ্যাম্পিয়নশিপ তালিকার তৃতীয় স্থানে নেমে যাওয়া অস্ট্রেলিয়ার পয়েন্ট ৩৩২। টিম পেইন শিবিরের পয়েন্টের শতকরা হার ৬৯.২ শতাংশ। করোনা ভাইরাসের জেরে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তাদের টেস্ট সিরিজ বাতিল হয়ে যাওয়ায় আসন্ন ভারত ও ইংল্যান্ডের মোকাবিলার দিকে অজি শিবিরকে তাকিয়ে থাকতে হবে। ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে ভারত ০-১, ০-২ কিংবা ১-২ ফলাফলে টেস্ট সিরিজ হেরে গেলে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ফাইনাল খেলবে অস্ট্রেলিয়া। ভারত ১-০ ব্যবধানে সিরিজ জিতলেও অজি শিবিরই লর্ডসে ইংল্যান্ডের মুখোমুখি হবে।

ফাইনালে পৌঁছল নিউজিল্যান্ড

ফাইনালে পৌঁছল নিউজিল্যান্ড

আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অধীনে এখনও পর্যন্ত পাঁচটি সিরিজ খেলেছে নিউজিল্যান্ড। এগারোটি ম্যাচের মধ্যে সাতটি জিতেছে কেন উইলিয়ামসন শিবির। চারটি ম্যাচ হেরেছে। ৪২০ পয়েন্ট ও ৭০ শতাংশ পয়েন্টের হার নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে কিউয়ি শিবির। তা সত্ত্বেও টুর্নামেন্টের ফাইনালে পৌঁছে গেল কিউয়ি শিবির। ফেব্রুয়ারিতে দক্ষিণ আফ্রিকা সফরে যাওয়ার কথা অস্ট্রেলিয়ার। সেই মতো দলও ঘোষণা করে ফেলেছিল ক্রিকেট অস্ট্রেলিয়া। কিন্তু করোনা ভাইরাসের জন্য অস্ট্রেলিয়ার সফর বাতিল হয়ে গিয়েছে। সে কারণেই নতুন কোনও ম্যাচ না খেলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছে গিয়েছে নিউজিল্যান্ড।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল কবে

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল কবে

আগামী ১৮ জুন লন্ডনের ঐতিহাসিক লর্ডসে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচ শুরু হবে। ২২ জুন পর্যন্ত চলবে প্রতিযোগিতা।

চিপকে ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের টেস্ট জয়ের রেকর্ড কি ইতিবাচক? কী বলছে পরিসংখ্যানচিপকে ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের টেস্ট জয়ের রেকর্ড কি ইতিবাচক? কী বলছে পরিসংখ্যান

English summary
How Team India qualify for the ICC World Test Championships
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X