For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সব ধরনের ক্রিকেট থেকে অবসর ঘোষণা ভারতীয় ফাস্ট বোলারের

সব ধরনের ক্রিকেট থেকে অবসর ঘোষণা ভারতীয় ফাস্ট বোলারের

  • |
Google Oneindia Bengali News

সব ধরনের ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলেন ভারতীয় ফাস্ট বোলর বিনয় কুমার। প্রায় ১৭ বছর দীর্ঘ তাঁর ক্রিকেট কেরিয়ারে যবনিকা পড়ল ২৬ ফেব্রুয়ারি অর্থাৎ শুক্রবার। টুইটারে এক বিবৃতি জারি করে নিজের সিদ্ধান্তের কথা জানিয়েছেন বিনয় কুমার।

কেরিয়ারের শুরু

কেরিয়ারের শুরু

২০০৪ সালে কর্নাটকের হয়ে প্রথম শ্রেণির ক্রিকেট খেলতে শুরু করে বিনয় কুমার। ঘরোয়া ক্রিকেটে মোট ৯৯টি ম্যাচ খেলে ৪৬২টি উইকেট নিয়েছেন বিনয়। লিস্ট এ ক্রিকেটে তাঁর উইকেট সংখ্যা ১৮৯।

ভারতীয় দলে সুযোগ

ভারতীয় দলে সুযোগ

ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত পারফরম্যান্স করার সুবাদে ২০১০ সালে ভারতীয় দলে প্রথম সুযোগ পেয়েছিলেন বিনয় কুমার। ২০১৩ সাল পর্যন্ত তিনি জাতীয় দলের সদস্য ছিলেন। দেশের হয়ে একটি টেস্ট ও ৩১টি ওয়ান ডে ম্যাচ খেলা বিনয় দুই ফর্ম্যাটে যথাক্রমে ১ ও ৪৮টি উইকেট নিয়েছেন।

আইপিএলে বিনয় কুমার

আইপিএলে বিনয় কুমার

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, কোচি টাস্কার্স কেরালা, কলকাতা নাইট রইডার্স ও মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে আইপিএলে অংশ নেন বিনয় কুমার। টুর্নামেন্টে মোট ১০৫টি ম্যাচ খেলে ১০৫টি উইকেট নিয়েছেন কর্নাটক। তবে ২০১৮ সালের পর থেকে আর দল পাননি বিনয় কুমার।

পুদুচেরিতে বিনয়

গত দুই মরসুম ধরে কর্নাটক দলেই জায়গা পাচ্ছিলেন বিনয় কুমার। ফলে ২০১৯ সালে তিনি পুদুচেরির হয়ে ঘরোয়া ক্রিকেট খেলেন। বিদায়বেলায় কিংবদন্তি অনিল কুম্বলে, রাহুল দ্রাবিড়, এমএস ধোনি, বীরেন্দ্র শেহওয়াগ, গৌতম গম্ভীর, বিরাট কোহলি, সুরেশ রায়না এবং রোহিত শর্মাকে বিশেষভাবে ধন্যবাদ জানিয়েছেন বিনয়। মেন্টর হিসেবে সচিন তেন্ডুলকরকে পাওয়া তাঁর কাছে বড় ব্যাপার বলে মনে করেন কর্নাটকী। পরিশেষে কর্নাটক ক্রিকেট অ্যাসোসিয়েশনকে বিশেষভাবে ধন্যবাদ জানিয়েছেন বিনয়।

English summary
Former Indian pacer Vinay Kumar announced retirement from all forms of cricket
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X