For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনার বিরুদ্ধে মোকাবিলায় লক্ষ্মী রতন শুক্লার বিধায়ক ভাতা দান

করোনার বিরুদ্ধে মোকাবিলায় লক্ষ্মী রতন শুক্লার বিধায়ক ভাতা দান

  • |
Google Oneindia Bengali News

বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়, মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকরের পথেই হাঁটলেন বাংলা তথা ভারতের প্রাক্তন অল রাউন্ডার তথা পশ্চিমবঙ্গের ক্রীড়া প্রতিমন্ত্রী লক্ষ্মী রতন শুক্লা। করোনা ভাইরাসের বিরুদ্ধে মোকাবিলায় নিজের তিন মাসের বিধায়ক ভাতা দান করলেন কলকাতা নাইট রাইডার্সে খেলা প্রাক্তন ক্রিকেটার। অন্যদিকে করোনার বিরুদ্ধে লড়াই ও দুঃস্থদের সেবায় আর্থিক অনুদান এল রঞ্জি জয়ী সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশনের তরফ থেকেও।

ভয়াল করোনা

ভয়াল করোনা

বিশ্বব্যাপী মহামারীর আকার ধারণ করা নোবেল করোনার প্রভাব পড়েছে ভারতে। এ দেশে ইতিমধ্যেই মারণ ভাইরাসের বলি হয়েছেন প্রায় ২০ জন। আক্রান্তের সংখ্যা সাড়ে সাতশো ছুঁয়েছে। পশ্চিমবঙ্গে এখনও পর্যন্ত ১০ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে খবর। কলকাতায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

রাজ্যজুড়ে লকডাউন

রাজ্যজুড়ে লকডাউন

করোনার সঙ্গে মোকাবিলায় দেশজুড়ে লকডাউনের ঘোষণা দিয়েছে কেন্দ্রীয় সরকার। তার প্রভাব পড়েছে বাংলাতেও। মারণ ভাইরাসের আতঙ্কে শুনশান হয়ে গিয়েছে কলকাতা। ঘরবন্দি হয়ে পড়েছেন মানুষ। আপদকালীন পরিস্থিতির সঙ্গে মোকাবিলায় শহর এবং জেলার বিভিন্ন হাসপাতাল, স্বাস্থ্য কেন্দ্র এবং স্টেডিয়ামে তৈরি করা হয়েছে কোয়ারেন্টাইন সেন্টার।

লক্ষ্মীর অনুদান

লক্ষ্মীর অনুদান

গোটা রাজ্য তথা দেশ যখন করোনা ভাইরাসের বিরুদ্ধে এককাট্টা, তখন নিজের কর্তব্য থেকে বিচ্চ্যুত হলেন না বাংলা তথা ভারতের প্রাক্তন অল রাউন্ডার তথা পশ্চিমবঙ্গের ক্রীড়া প্রতিমন্ত্রী লক্ষ্মী রতন শুক্লা। দুঃস্থদের সাহায্যার্থে নিজের বিধায়ক ভাতা মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন সরকারের হাতে তিনি তুলে দিয়েছেন।

সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন

সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন

এমন দু্র্দিনে দেশের রঞ্জি ট্রফি জয়ী সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন। করোনা মোকাবিলা ও দরিদ্রদের সেবায় সরকারের হাতে ৪২ লক্ষ টাকার অনুদান তুলে দিল তারা।

English summary
Former Bengal and Indian cricketer and MLA Laxmi Ratan Shukla donates his MLA salary
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X