For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভারতীয় দলে সুযোগ না পাওয়াা যে যে ক্রিকেটার আইপিএল ২০২১-এ আগুন জ্বালাতে পারেন

ভারতীয় দলে সুযোগ না পাওয়াা যে যে ক্রিকেটার আইপিএল ২০২১-এ আগুন জ্বালাতে পারেন

  • |
Google Oneindia Bengali News

কেউ আইপিএল-কে নিজেকে প্রমাণের মঞ্চ হিসেবে ইতিমধ্যেই পেয়ে গিয়েছেন। দুর্দান্ত পারফরম্যান্সের মাধ্যমে নিজেদের প্রমাণও করেছেন। কেউ আবার ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত পারফরম্যান্সের মাধ্যমে বিশ্বের দৃষ্টি আকর্ষণ করেছেন। এঁরা প্রত্যেকেই আগামী আইপিএলে নিজেদের সেরাটা দিতে মুখিয়ে রয়েছেন। কারণ ভারতীয় দলে সুযোগ পাওয়ার ক্ষেত্রে এর থেকে ভাল মঞ্চ আর কিছু হতে পারে না বলেই মনে করেন ক্রিকেট বিশেষজ্ঞরা। তেমনই চার ক্রিকেটারের তালিকা দেখে নেওয়া যাক।

দেবদত্ত পাড়িক্কল

দেবদত্ত পাড়িক্কল

গত আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের জার্সিতে ১৫টি ম্যাচ খেলে ৪৭৩ রান করেছেন দেবদত্ত পাড়িক্কল। বিজয় হাজারে ট্রফিতে ৭৩৭ রান করেছেন কর্নাটকের বাঁ-হাতি ব্যাটসম্যান। তবু ভারতীয় দলে সুযোগ না পাওয়া তরুণ ব্যাটসম্যান এবারের আইপিএলেও একই দলের হয়ে ঝড় তুলবেন বলে আশা ক্রিকেট বিশেষজ্ঞদের।

ঋতুরাজ গায়েকোয়াড়

গত আইপিএলে চেন্নাই সুপার কিংসের জার্সিতে নিজের দক্ষতা প্রমাণ করেছিলেন ঋতুরাজ গায়েকোয়াড়। সৈয়দ মুস্তাক আলি এবং বিজয় হাজারে ট্রফিতেও নিজেকে প্রমাণ করেছেন এই ডান হাতি ব্যাটসম্যান। ভারতীয় দলে প্রবেশের সোপান হিসেবে এবারের আইপিএলকে নির্বাচন করতে পারেন ঋতুরাজ।

মহম্মদ আজহারউদ্দিন

সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে কেরলের জার্সিতে ৫৪ বলে ১৩৭ রানের ঝড়ো ইনিংস খেলে কিংবদন্তি সনৎ জয়সূর্যকে টপকে গিয়েছিলেন মহম্মদ আজহারউদ্দিন। তাঁকে ২০ লক্ষ টাকা দিয়ে কিনেছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। আগামী আইপিএলে আজহারের ব্যাট জ্বলে উঠবে বলে আশা ক্রিকেট প্রেমীদের।

শাহরুখ খান

সৈয়দ মুস্তাক আলি ট্রফি ঝড়ো ব্যাটিং করে নজরে আসা তামিলনাড়ুর শাহরুখ খানকে ৫.২৫ কোটি টাকা দিয়ে কিনেছে পাঞ্জাব কিংস। আগামী আইপিএলে তিনি ব্যাট হাতে রাজত্ব করবেন বলে মনে করে ক্রিকেট প্রেমীদের একটা অংশ। তাতে খুলে ভারতীয় দলে প্রবেশের দরজাও খুলে যেতে পারে।

English summary
Five uncapped cricketers who will set fire in IPL 2021 news in bengali
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X