For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আইপিএলের সর্বকালের সেরা ৫ ব্যাটসম্যানের তালিকায় ভারতীয়দের দাপটে ভাগ দুই বিদেশির

আইপিএলের সর্বকালের সেরা ৫ ব্যাটসম্যানের তালিকায় ভারতের জয়জয়কার

  • |
Google Oneindia Bengali News

আগামী ১৮ ফেব্রুয়ারি আইপিএল ২০২১-এর মিনি নিলাম অনুষ্ঠিত হবে। তার প্রস্তুতিতে জুটে রয়েছে বিসিসিআই থেকে ফ্র্যাঞ্চাইজিগুলি। সেই আবহে দেখে নেওয়া যাক আইপিএলের ইতিহাসে সর্বকালের সেরা পাঁচ ব্যাটসম্যান কারা। তালিকায় ভারতীয় ক্রিকেটারদেরই জয়জয়কার।

ক্রিস গেইল

ক্রিস গেইল

আইপিএলে এখনও পর্যন্ত ৪১.১৩৩-এর গড়ে ৪৭৭২ রান করেছেন ক্রিস গেইল। টুর্নামেন্টে ক্যারিবিয়ান কিংবদন্তির ব্যাটিং স্ট্রাইক রেট ১৫০.১১। আইপিএলে সর্বোচ্চ স্কোর (অপরাজিত ১৭৫) রয়েছে গেইলের নামের পাশে। টুর্নামেন্টে দ্রুততম শতরান এবং সর্বাধিক শতরানেরও (৬টি) মালিক 'ইউনিভার্স বস'। আইপিএলে সবচেয়ে বেশি ছক্কা (৩৪৯) এসেছে গেইলের ব্যাট থেকে।

বিরাট কোহলি

বিরাট কোহলি

আইপিএলে এখনও পর্যন্ত রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের জার্সিতে ৫৮৭৮ রান করেছেন বিরাট কোহলি। টুর্নামেন্টে সর্বাধিক রানের মালিক ভারতীয় অধিনায়কই। আইপিএলে পাঁচটি শতরান হাঁকিয়েছেন বিরাট। তাঁর সর্বোচ্চ স্কোর ১১৩। টুর্নামেন্টের এক সংস্করণে সবচেয়ে বেশি রান (২০১৬ সালে ৯৭৩ রান) করার রেকর্ড রয়েছে আরসিবি অধিনায়কের ঝুলিতে।

ডেভিড ওয়ার্নার

ডেভিড ওয়ার্নার

আইপিএলে এখনও পর্যন্ত ১৪২টি ইনিংস খেলে ৪২.৭১-এর গড়ে ৫২৫৪ রান করেছেন ডেভিড ওয়ার্নার। অস্ট্রেলিয় ওপেনারের ব্যাটিং স্ট্রাইক রেট ১৪১.৫৪। আইপিএলে চারটি শতরান হাঁকিয়েছেন সানরাইজার্স হায়দরাবাদের অধিনায়ক। তাঁর সর্বোচ্চ স্কোর ১২৬। একাধিকবার টুর্নামেন্টের সর্বাধিক রান সংগ্রাহক হয়েছেন ডেভিড ওয়ার্নার।

রোহিত শর্মা

রোহিত শর্মা

আইপিএলে ২০০টি ম্যাচ খেলে ফেলা রোহিত শর্মা মুম্বই ইন্ডিয়ান্সকে পাঁচ বার খেতাব জেতানোর পাশাপাশি নিজেও ব্যাট হাতে কামাল করেছেন। টুর্নামেন্টে এখনও পর্যন্ত ৫২৩০ রান করেছেন হিটম্যান। তাতে একটি শতরান সামিল রয়েছে। সর্বোচ্চ স্কোর অপরাজিত ১০৯।

সুরেশ রায়না

সুরেশ রায়না

মিস্টার আইপিএল হিসেবে পরিচিত সুরেশ রায়না টুর্নামেন্টে এখনও পর্যন্ত ১৯৩টি ম্যাচ খেলে ৫৩৬৮ রান করেছেন। তাতে একটি শতরান সামিল রয়েছে। সর্বোচ্চ স্কোর অপরাজিত ১০০। চেন্নাই সুপার কিংসকে তিন বার আইপিএল চ্যাম্পিয়ন করার পিছনে রায়নার বড় অবদান রয়েছে।

৩১ জানুয়ারি প্রাথমিকের টেট! মামলাকারী চাকরিপ্রার্থীদের সুযোগ দিল হাইকোর্ট ৩১ জানুয়ারি প্রাথমিকের টেট! মামলাকারী চাকরিপ্রার্থীদের সুযোগ দিল হাইকোর্ট

{quiz_490}

English summary
Five all time best batsmen in the history of IPL news in bengali
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X