এক্সক্লুসিভ: আবেগে গা ভাসাতে নারাজ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে বাংলার একমাত্র প্রতিনিধি রবি কুমার
সদ্য প্রকাশিত অনূর্ধ্ব-১৯ আইসিসি বিশ্বকাপের দলে বাংলার একমাত্র প্রতিনিধি হিসেবে সুযোগ পেয়েছেন রবিকুমার। বিসিসিআই-এর জুনিয়ার সিলেকশন কমিটি'র বেছে নেওয়া সতেরো জন প্রতিশ্রুতিবান ক্রিকেটারের মধ্যে জায়গা পাওয়ায় স্বভাবতই খুশি এই তরুণ ক্রিকেটার।

বালিগঞ্জ ইউনাইটেডের হয়ে ক্লাব ক্রিকেটে দাপিয়ে খেলা রবি এই বছরই বাংলার অনূর্ধ্ব-১৯ দলে সুযোগ পেয়েছেন। বাংলা দলে সুযোগ পাওয়ার বছর-ই আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের দলে ডাক পেয়ে তাই বেশ খুশি বছর আঠেরোর এই তরুণ।
প্রাক্তন ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি'র ভক্ত রবিকুমারের জন্ম কলকাতার নাকতলায়। ছোট থেকেই ক্রিকেটের প্রতি আগ্রহ ছিল এই বাঁ-হাতি বোলারের। এর পর ছোট বেলার কোচ অরবিন্দ ভরদবাজের প্রশিক্ষণে ধীরে ধীরে বেড়ে ওঠা। কোচের পাশাপাশি রবি'র ক্রিকেটার হয়ে ওঠার নেপথ্যে গুরুত্বপূর্ণ অবদান রয়েছে তাঁর বাবা'র।

মিচেল স্টার্ক'কে আদর্শ করে বেড়ে ওঠা রবি জানিয়েছেন, কখনও কোনও কিছুর অভাব বুঝতে দিতেন না এই দু'জন। তাঁর কথায়, "যে কোনও খেলোয়াড়ের উপর ভাল পারফর্ম করার জন্য মানসিক চাপ থাকে। এটা স্বাভাবিক। তবে কখনও কোনও কিছুর জন্য সমস্যায় আমায় পড়তে হয়নি। যখন যা লেগেছে তাই এনে দিয়েছেন বাবা। আর্থিক অভাব কিছু বুঝতে দেননি। তবে আমি বুঝতে পারতাম আমরা জন্য বাবা এবং কোচ কতটা ত্যাগ করেন।"

ওয়েস্ট ইন্ডিজে হতে চলা অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আগে তরুণ ভারতীয় দল অংশ নেবে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে। ভারতের এশিয়া কাপের স্কোয়াডেও রয়েছে রবিকুমার। গোটা দলের সঙ্গে রবিও ছিলেন ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমি (এনসিএ)-তে। সেখানেই বিশ্বকাপের দলে সুযোগ পাওয়ার খবর পান তিনি। সোমবার সন্ধ্যায় দুবাই উড়ে গিয়েছে তরুণ ভারতীয় দল।
চলতি মরসুমের শুরু থেকেই ছন্দে রয়েছেন এই বাঁ-হাতি বোলার। বিনু মাকঁড় ট্রফি'তে ধারাবাহিকভাবে ভাল পারফর্ম করার পাশাপাশি বাংলাদেশের বিরুদ্ধে ত্রিদেশীয় সিরিজেও চোখ ধাঁধানো পারফর্ম করেন রবি। তিনি বলছিলেন, "যতটুকু আজ অর্জন করতে পেরেছি তার পিছনে রয়েছে পাঁচ-ছ'বছরের কঠিন পরিশ্রম। নিজের যোগ্যতা অনুযায়ী খেলতে পারলে আগামী দিনে সুযোগ যে আমার সামনে আসবে তা আমি জানতাম। কিন্তু ফোকাস ধরে রেখে কঠিন পরিশ্রম করে যাওয়াটা জরুরি ছিল। একদিনের জন্যও পরিশ্রমে খামতি দিইনি।"
বিশ্বকাপের দলে সুযোগ পেয়ে খুশি হলেও উচ্ছ্বসিত নন রবি কুমার। সাবধানী তরুণের গলায় প্রত্যয়ের সুর। তিনি বলেন, "এটা তো সবে শুরু। এখনও অনেক দূর যেতে হবে। অনেক কিছু শেখা বাকি। আমি চাই দলে সুযোগ পেলে শুধু পারফর্ম করতে।"

বর্তমানে এশিয়া কাপে দেশের জার্সিতে নিজেকে মেলে ধরতে প্রস্তুতি চালাচ্ছেন রবি কুমার। সোমবার বিকেলে দুবাই উড়ে গিয়েছে ভারতীয় অনূর্ধ্ব-১৯ দল। নির্ধারিত দিনের কোয়ারেন্টাইন মাঝে নিজেকে ফিট রাখতে হোটেলের ঘরে শরীরী কসরতের উপর জোর দিয়েছেন নাকতলার তরুণ।