For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

শ্রীলঙ্কার বিরুদ্ধে ভারতের শেষ দুটি টি ২০-তে নেতৃত্বে শিখরই, অভিষেক চারজনের

Google Oneindia Bengali News

ক্রুণাল পাণ্ডিয়ার করোনা ধরা পড়তেই একঝাঁক ক্রিকেটার চলে গিয়েছেন আইসোলেশনে। তবে স্বস্তির খবর ভারতকে নেতৃত্ব দেবেন শিখর ধাওয়ানই। ভারতের কোচ রাহুল দ্রাবিড় জানিয়েছেন, ক্রুণাল পাণ্ডিয়া করোনা আক্রান্ত হওয়ায় আরও ৮ ক্রিকেটার আইসোলেশনে, তাঁরা সিরিজে খেলতে পারবেন না। ফলে বাকি ১১ জনের ১১ জনই খেলবেন। তিন ম্যাচের সিরিজে ১-০-এ এগিয়ে রয়েছে ভারত। আজ জিতলেই পকেটে চলে আসবে টি ২০ সিরিজও।

শ্রীলঙ্কার বিরুদ্ধে শেষ দুটি টি ২০-তে নেতৃত্ব দেবেন ভুবি

জানা গিয়েছে, ভারতীয় দলের সঙ্গে রিজার্ভে থাকা ক্রিকেটারদের মূল দলে নেওয়া হয়েছে। ব্যাটসম্যান হিসেবে রয়েছেন শিখর ধাওয়ান, দেবদত্ত পাড়িক্কল, ঋতুরাজ গায়কোয়াড়, সঞ্জু স্যামসন ও নীতীশ রানা। খেলতে পারছেন না হার্দিক ও ক্রুণাল পাণ্ডিয়া, পৃথ্বী শ, সূর্যকুমার যাদব, মণীশ পাণ্ডে, দীপক চাহাররা। চারজনের অভিষেক হচ্ছে দেশের হয়ে টি ২০ আন্তর্জাতিকে। দেবদত্ত পাড়িক্কল, নীতীশ রানা, ঋতুরাজ গায়কোয়াড় ও চেতন সাকারিয়ার। রাহুল দ্রাবিড় জানিয়েছেন, ২০ জন ক্রিকেটারকে যে কোনও সময়ই খেলার জন্য প্রস্তুত থাকতে হয়। কারও চোট বা খারাপ ফর্মের কারণেই মিলতে পারে সুযোগ। করোনা পরিস্থিতিতে জৈব সুরক্ষা বলয়ে থাকাটাও বড় চ্যালেঞ্জ।

গতকালই গলা ব্যথার সমস্যা জানানোর পর ক্রুণালের অ্যান্টিজেন পরীক্ষা করা হয়, তাতেই করোনা পজিটিভ রিপোর্ট আসে। এরপর আরটি-পিসিআর রিপোর্ট তা আরও নিশ্চিত করে দেয়। এরপরই তাঁর সংস্পর্শে আসা সকলকে চিহ্নিত করে আইসোলেশনে পাঠানো হয়। ভারতীয় দলে সকলের ফের আরটি-পিসিআর পরীক্ষা হয়। কিন্তু তাতে সকলেরই করোনা নেগেটিভ রিপোর্ট আসে। ক্রুণালের পাশাপাশি আইসোলেশনে থাকা কেউই সিরিজের বাকি দুটি ম্যাচে দলের সঙ্গে মাঠে যাবেন না বলে জানিয়ে দেওয়া হয়। যদিও সকলেই একই টিম হোটেলে রয়েছেন। জানা গিয়েছে, ক্রুণাল সাতদিন আইসোলেশনে থেকে তবে দেশে ফিরবেন। বাকিরা শুক্রবারই ভারতে ফিরে আসবেন।

English summary
Shikhar Dhawan Unavailable As Bhuvneshwar Kumar Set To Lead India Against Sri Lanka In The Last Two T20Is. Shikhar, Shaw, Surya, Hardik, Ishan Kishan, Padikkal and Krishnappa Gowtham Will Not Be Playing Both The Games.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X