For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিরাট, রুটদের টপকে ডনের দেশে দশকের বিরল নজির চেতেশ্বর পূজারার

বিরাট, রুটদের টপকে ডনের দেশে দশকের বিরল নজির চেতেশ্বর পূজারার

  • |
Google Oneindia Bengali News

অজিভূমে পিঙ্ক টেস্টে স্টার্ক, কামিন্সদের বিরুদ্ধে ঢাল হয়ে দাঁড়ালে চেতেশ্বর পূজারা। গতবার ৪ টেস্টের ৭ ইনিংস ব্যাট করে ৩টি সেঞ্চুরির সুবাদে ৫২১ রান হাঁকিয়ে সিরিজ সেরা হয়েছিলেন। তাঁর এমন ব্যাটিংয়েই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২-১ ব্যবধানে টেস্ট সিরিজ জিতেছিল ভারত। দু'বছর পর ভারতীয় দলে ফের ভরসার নাম চেতেশ্বর পূজারা।

পিঙ্ক টেস্টে পূজারা কত রান করলেন

পিঙ্ক টেস্টে পূজারা কত রান করলেন

ব্যাটে এদিন ৭ রানের জন্য হাফ সেঞ্চুরি মাঠে ফেলে আসেন। পূজারা ৪৩ রান করে আউট হন। যদিও ততক্ষণে দলকে খাদের কিনারা থেকে টেনে তুলে ভালো জায়গা পৌঁছে দেন পূজি।

ডনের দেশে দশকের বিরল নজির

ডনের দেশে দশকের বিরল নজির

৪৩ রান হাঁকাতে পূজারা এদিন ১৬০ বল খেলার সুবাদে ডনের দেশে দশকের বিরল নজির গড়ে ফেললেন ভারতীয় ব্যাটসম্যান। দশকে অজিভূমে সবচেয়ে বেশি বল খেলার কীর্তি গড়লেন পূজারা।

অজিভূমে পূজারার রেকর্ড

অজিভূমে পূজারার রেকর্ড

দিন রাতের টেস্টে এদিন ১৬০ বল খেলে পূজি ৪৩ রান করে আউট হন। যার সুবাদে অজিভূমে পূজারা এই দশকে ৩৬০৯ টি বল খেলে ফেললেন। এটাই চলতি দশকে কোনও ব্যাটসম্যানের অস্ট্রেলিয়ার মাটিতে সবচেয়ে বেশি ডেলিভারি খেলার রেকর্ড।

অজিদের বিরুদ্ধে কটি ইনিংস খেলেছেন

অজিদের বিরুদ্ধে কটি ইনিংস খেলেছেন

চেতেশ্বর পূজারা ডনের দেশে অজিদের বিরুদ্ধে ২৮ ইনিংসে ৩৬০৯ ডেলিভারি খেলেছেন। এর আগে অজি ভূমে ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক জো রুটের চলতি দশকে সবচেয়ে বেশি ৩৬০৭টি ডেলিভারি খেলার নজির ছিল। সেই নজির টপকে নতুন রেকর্ড গড়লেন পূজারা।

বিরাটকেও টপকে গেলেন পূজারা

বিরাটকেও টপকে গেলেন পূজারা

অজিভূমে ৪০ ইনিংস খেলে ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক অ্যালেস্টার কুক ৩২৭৪ টি ডেলিভারি খেলেছিলেন। ভারত অধিনায়ক ৩৫ ইনিংসে ৩১১৫টি ডেলিভারি খেলেছেন। বিরাটকেও এদিন টপকে গিয়েছেন পূজারা।

বিরাটের সঙ্গে পূজারার পার্টনারশিপ

বিরাটের সঙ্গে পূজারার পার্টনারশিপ

ম্যাচে এদিন বিরাটের সঙ্গে পূজি তৃতীয় উইকেটে ৬৮ রান যোগ করে আউট হন। ন্যাথান লায়নের বোলিংয়ের বিরুদ্ধে লেগ সাইডে লাবুসানের হাতে ক্যাচ দিয়ে পূজি আউট হয়ে ফেরেন।

 টেস্ট ক্রিকেট ভারতীয় ওপেনারদের এই ভুল মানতে পারছেন না গাভাসকর টেস্ট ক্রিকেট ভারতীয় ওপেনারদের এই ভুল মানতে পারছেন না গাভাসকর

English summary
Cheteshwar Pujara surpasses Virat-root, play most balls faced vs Australia in past decade
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X