For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিরাট-রোহিতদের থেকে সচিন-সৌরভ শক্তিশালী বোলিংয়ের বিরুদ্ধে খেলেছে, বললেন ইয়ান চ্যাপেল

বিরাট-রোহিতদের থেকে সচিন-সৌরভ শক্তিশালী বোলিং বিরুদ্ধে খেলেছে, বললেন ইয়ান চ্যাপেল

  • |
Google Oneindia Bengali News

বিরাট কোহলি-রোহিত শর্মারা এই প্রজন্মের সেরা ওডিআই ক্রিকেটার হলেও সচিন তেন্ডুলকর-সৌরভ গঙ্গোপাধ্যায়দের সঙ্গে তুলনা চলে না। কিংবদন্তি দুই ক্রিকেটার তুলনামূলক বেশি শক্তিশালী বোলিং আক্রমণের বিরুদ্ধে খেলে এসেছেন। এমনটাই বললেন অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক ইয়ান চ্যাপেল।

বিরাট-রোহিতদের থেকে সচিন-সৌরভ শক্তিশালী বোলিং বিরুদ্ধে খেলেছে, বললেন ইয়ান চ্যাপেল

চ্য়াপেল আরও বলেন, 'বিরাট-রোহিত শর্মারা ওডিআইয়ে ভারতের সর্বকালীন সেরা দুই ক্রিকেটার এই নিয়ে অনেক আলোচনা হয়। তবে সচিন-সৌরভরা আরও বেশি শক্তিশালী বোলিং চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছিল। ১৫ বছর থেকে ওরা যে বোলিংয়ের বিরুদ্ধে খেলেছে বিরাট-রোহিতদের সেই বোলিংয়ের বিরুদ্ধে খেলতে হয়নি।'

নিজের এই বক্তব্যের সমর্থনে চ্যাপেল আরও বলেন, 'সচিন-সৌরভ আন্তর্জাতিক ক্রিকেটে দীর্ঘদিন ধরে ওপেন করেছে। সেকারণে দুই ক্রিকেটারকে বিধ্বংসী সব বোলারদের বিরুদ্ধে খেলতে হয়েছে। অবশ্যই সেই তালিকায় ওয়াসিম আক্রম-ওয়াকার ইউনিসদের নাম থাকবে। অ্যাম্ব্রোস-ওয়ালস, ম্যাকগ্রা-ব্রেট লি, ডোনাল্ড-পোলক, মালিঙ্গা-ভাসদের বিরুদ্ধে খেলতে হেয়েছে। সেই সময়ের বোলিং আক্রমণের সঙ্গে এই সময়ের বোলিং আক্রমণের তুলনা চলে না।'

চ্যাপেল আরও জুড়েছেন, 'তবে সচিনের সঙ্গে যদি বিরাট ও রোহিতের সঙ্গে সৌরভকে তুলনা করা হয়ে সেক্ষেত্রে এই প্রজন্মের দুই ক্রিকটারও দারুণ খেলেছে।'

উল্লেখ্যে সচিনের ওডিআই শতরান থেকে বিরাট আর মাত্র ৬টি শতরান দূরে রয়েছেন। কেরিয়ারে সচিন ৪৯টি ওডিআই সেঞ্চুরি করেছিলেন, সেখানে বিরাট এখনও পর্যন্ত ৪৩টি ওডিআই সেঞ্চুরি হাঁকিয়েছেন। অন্যদিকে সৌরভ গঙ্গোপাধ্যায় ২২টি ওডিআই সেঞ্চুরি করেছিলেন। সেখানেই রোহিত শর্মা ইতিমধ্য়ে ২৮টি ওডিআই সেঞ্চুরি হাঁকিয়েছেন।

English summary
Chappell says, Tendulkar-Ganguly Faced Better Quality of Fast Bowlers Than Kohli-Rohit
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X