For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিরাট-রোহিতদের নেটে বুমরা ও পৃথ্বী, কী উদ্দেশে তাঁদের আগমন

বিরাট-রোহিতদের নেটে বুমরা ও পৃথ্বী, কী উদ্দেশে তাঁদের আগমন

  • |
Google Oneindia Bengali News

বুধবার বিশাখাপত্তনমের ওয়াইএস রাজশেখর রেড্ডি এসিএ-ভিডিসিএ স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় ওয়ান ডে খেলতে নামছে ভারত। ম্যাচ ঘিরে উন্মাদনার পারদ চড়ছে। তার আগে বিরাট কোহলি ও রোহিত শর্মাদের নেটে জসপ্রীত বুমরাকে বল করতে দেখে চমকে গেলেন অনেকে। প্রশ্ন ওঠে, তবে কী চেন্নাই ম্যাচে হওয়া বোলিং ভরাডুবি সামাল দিতে নিশ্চুপে বুমরাকে টিম ইন্ডিয়ায় অন্তর্ভূক্ত করা হয়েছে?

বিরাট-রোহিতদের নেটে বুমরা ও পৃথ্বী, কী উদ্দেশে তাঁদের আগমন

সেই প্রশ্নের উত্তর দিয়েছেন টিম ইন্ডিয়া ম্যানেজমেন্টের এক সদস্য। জানিয়েছেন, ফিটনেস পরীক্ষা করার জন্যই জসপ্রীত বুমরাকে বিশাখাপত্তনমে, ভারতীয় ক্রিকেটারদের নেটে বল করার জন্য ডেকে পাঠানো হয়েছে। টিম ইন্ডিয়ার উইকেটরক্ষক ঋষভ পন্থ, মনীশ পাণ্ডে, মায়াঙ্ক আগরওয়ালকে নেটে বেশ কয়েকটি বল করেন বুমরা। কাছ থেকে তাঁকে পর্যবেক্ষণ করেন ভারতের বোলিং কোচ ভরত অরুণ।

ইংল্যান্ডে বিশ্বকাপ খেলার সময়ই পিঠে চোট পান ভারতের স্ট্রাইক বোলার জসপ্রীত বুমরা। সেই অবস্থায় তিনি ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তাদেরই মাটিতে টেস্ট খেলেন। চোট গুরুতর আকার নিলে চিকিৎসার জন্য বুমরাকে লন্ডনে পাঠায় বিসিসিআই। সম্প্রতি চোট সারিয়ে দেশে ফিরে এসেছেন বুমরা। নেটে এবং জিমে গা ঘামাতেও দেখা যায় তাঁকে। তারপরেই বুমরার ফিটনেস খতিয়ে দেখার জন্য তাঁকে বিশাখাপত্তনমে ভারতীয় দলের নেটে বল করতে ডেকে পাঠানো হয়।

<blockquote class="twitter-tweet blockquote"><p lang="en" dir="ltr">Look who's here 👀👀 <a href="https://t.co/Ex7aknjDBn">pic.twitter.com/Ex7aknjDBn</a></p>— BCCI (@BCCI) <a href="https://twitter.com/BCCI/status/1206846870695247873?ref_src=twsrc%5Etfw">December 17, 2019</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>

সবকিছু ঠিকঠাক থাকলে আগামী জানুয়ারিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতীয় দলের হয়ে টেস্ট খেলতে দেখা যেতে পারে জসপ্রীত বুমরাকে। তারও আগে দেশের মাটিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজেও খেলতে দেখা যেতে পারে মিস্ট্রি পেসারকে। মঙ্গলবার বুমরার সঙ্গে ভারতের তরুণ ব্যাটসম্যান পৃথ্বী শ-কেও বিশাখাপত্তনমে টিম ইন্ডিয়ার অনুশীলনে নামতে দেখা যায়।

English summary
Bumrah and Prithvi at the training session of India against West Indies
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X