For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মুম্বই-তে বিসিসিআই সহ চার ক্রিকেট খেলিয়ে দেশের বৈঠকে ৪ দিনের টেস্ট নিয়ে আলোচনা!

আইসিসি প্রস্তাবিত চার দিনের টেস্ট থেকে চার দেশের সুপার সিরিজ নিয়ে আলোচনার স্বার্থে মুম্বই-তে বৈঠকে বসছে বিসিসআই সহ চার ক্রিকেট খেলিয়ে দেশের বোর্ড।

  • |
Google Oneindia Bengali News

আইসিসি প্রস্তাবিত চার দিনের টেস্ট থেকে চার দেশের সুপার সিরিজ নিয়ে আলোচনার স্বার্থে মুম্বই-তে বৈঠকে বসছে বিসিসআই সহ চার ক্রিকেট খেলিয়ে দেশের বোর্ড। আগামী সপ্তাহে ভারতীয় ক্রিকেট বোর্ডের ডাকা এই বৈঠকে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড বা ইসিবি, ক্রিকেট অস্ট্রেলিয়া বা সিএ এবং ক্রিকেট সাউথ আফ্রিকা বা সিএসএ-র মাথারা একত্রিত হচ্ছেন বলে শোনা গিয়েছে।

৪ দিনের টেস্ট

৪ দিনের টেস্ট

আইসিসি প্রস্তাবিত চার দিনের টেস্টের ফর্ম্যাট নিয়ে আলোচনা ও সমালোচনা সমান ভাবে চলছে। যদিও সৌরভ গঙ্গোপাধ্যায় নেতৃত্বাধীন বিসিসিআই এ ব্যাপারে তাদের মতামত জানায়নি। ক্রিকেট অস্ট্রেলিয়া বিষয়টি নিয়ে আগ্রহ প্রকাশ করলেও টেস্টের নতুন ফর্ম্যাট নিয়ে আলোচনা চায় ইসিবি। অন্যদিকে আইসিসি-র প্রস্তাব কার্যত রাজি দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড। টেস্টকে জনপ্রিয় করে তুলতে ফর্ম্যাট পরিবর্তনের প্রয়োজন আদৌ আছে কিনা, তা নিয়ে মুম্বই-তে চার ক্রিকেট খেলিয়ে দেশের বৈঠকে আলোচনা হতে পারে বলে সূত্রের খবর।

চার দেশের সুপার সিরিজ

চার দেশের সুপার সিরিজ

বিসিসিআই সভাপতি তথা ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের মস্তিষ্কপ্রসূত চার দেশের সুপার সিরিজ খেলতে নিমরাজি হয়েছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড ও ক্রিকেট অস্ট্রেলিয়া। বিসিসিআই-র এই প্রস্তাব নিয়ে আইসিসি খুব একটা আগ্রহ না দেখালেও বিশ্বের সর্ব-বৃহৎ তিন ক্রিকেট খেলিয়ে দেশ, এই টুর্নামেন্ট খেলতে পুরোপুরি রাজি হয় কিনা, মুম্বই-র বৈঠকে তা ঠিক হতে পারে। ভারত, ইংল্যান্ড, অস্ট্রেলিয়ার পাশাপাশি দক্ষিণ আফ্রিকাকেও সুপার সিরিজে অন্তর্ভূক্ত করতে উদ্যোগী সৌরভ গঙ্গোপাধ্যায় নেতৃত্বাধীন বিসিসিআই।

দুবাই-র বৈঠক

দুবাই-র বৈঠক

আগামী মার্চে দুবাই-তে আয়োজিত হতে চলেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল বা আইসিসি-র ডিরেক্টরদের বৈঠক। ওই বৈঠকে কী বিষয় নিয়ে আলোচনা হতে পারে। বৈঠক থেকে বেরনো সিদ্ধান্তগুলি বিপক্ষে গেলে বিসিসিআই, ইসিবি, সিএ ও সিএসএ-র ভূমিকা কী হবে, তা নিয়েও মুম্বই-তে খসড়া তৈরি করতে পারে চার দেশের ক্রিকেট বোর্ড।

দিন-রাতের টেস্ট

দিন-রাতের টেস্ট

চলতি মাসেই ভারতের বিরুদ্ধে তাদেরই মাটিতে ওয়ান ডে সিরিজ খেলতে নামছে অস্ট্রেলিয়া। দুই দেশের মধ্যে তিনটি ৫০ ওভারের ম্যাচ হবে। বছরের শেষে অস্ট্রেলিয়ায় টেস্ট খেলতে যাবেন বিরাট কোহলি। ওই সিরিজে বহু আকাঙ্খিত ভারত বনাম অস্ট্রেলিয়ার দিন-রাতের টেস্ট ম্যাচ আয়োজন করা সম্ভব কিনা, তা নিয়ে বিসিসিআই-র সঙ্গে ক্রিকেট অস্ট্রেলিয়ার আলোচনা হতে পারে বলে সূত্রের খবর। বৈঠকে বিসিসিআই-র তরফে সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় ও সচিব জয় শাহ হাজির থাকবেন বলে জানানো হয়েছে।

English summary
BCCI to meet ECB, CA ans CSA on various issues
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X