For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

লোকেশ রাহুলকে পরবর্তী টেস্ট অধিনায়ক করার দাবি বিসিসিআই-এর প্রাক্তন সচিবের

লোকেশ রাহুলকে পরবর্তী টেস্ট অধিনায়ক করার দাবি বিসিসিআই-এর প্রাক্তন সচিবের

Google Oneindia Bengali News

টেস্ট অধিনায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হোক লোকেশ রাহুলকে, এমনটাই মত বিসিসিআই-এর প্রাক্তন সচিব সঞ্জয় জগদালের। তিনি মনে করেন ২৯ বছর বয়সী এই ক্রিকেটারকে যদি ভারতীয় টেস্ট দলের অধিনায়ক করা হয় তা হলে দীর্ঘদিন দলকে নেতৃত্ব দিতে পারবেন রাহুল।

লোকেশ রাহুলকে পরবর্তী টেস্ট অধিনায়ক করার দাবি বিসিসিআই-এর প্রাক্তন সচিবের

শনিবার ভারতের টেস্ট দলের অধিনায়কত্ব ছাড়ার কথা সোশ্যাল মিডিয়ায় ঘোষণা করে ভারতীয় ক্রিকেট মহলে আলোড়ন তৈরি করে দিয়েছেন বিরাট কোহলি। ভারতীয় ক্রিকেটের ইতিহাসে সফলতম টেস্ট অধিনায়ক বিরাট। তাঁর নেতৃত্বে ৬০টি টেস্টের মধ্যে ৪০টি ম্যাচে জয় পেয়েছে ভারত। ড্র করেছে ১১টি ম্যাচ।

প্রাক্তন বোর্ড সচিব জাগদালে সংবাদ সংস্থা পিটিআই'কে বলেছে, "আমি মনে করি এমন কাউকে টেস্ট দলের অধিনায়ক করা উচিৎ যে দীর্ঘদিন সার্ভিস দিতে পারবে। ফলে সেই দিক থেকে ভারতীয় টেস্ট দলের পরবর্তী অধিনায়ক হিসেবে আমি কেএল রাহুল'কেই দেখতে চাইব।"

এখন পরবর্তী টেস্ট অধিনায়ক নির্বাচনের বিষয়ে কোনও রকম সিদ্ধান্ত নেয়নি সৌরভ গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বাধীন বিসিসিআই। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজ শুরু হওয়ার আগে অজিঙ্ক রাহানেকে সরিয়ে ভারতীয় টেস্ট দলের সহ অধিনায়রক ঘোষণা করা হয়েছে রোহিত শর্মাকে। চোটের কারণে যদিও টেস্ট সিরিজে খেতে পারেননি রোহিত। দ্বিতীয় টেস্ট ম্যাচে পিঠের চোটের কারণে বিরাট কোহলির অনুপস্থিতিতে ভারতীয় দলকে নেতৃত্ব দেওয়ার ভার সামলেছিলেন লোকেশ রাহুল।

মধ্যপ্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রাক্তন আধিকারিক মনে করেন তিনটি ফরম্যাটেই নিজের প্রতিভার ছাপ রেখেছেন রাহুল। পাশাপাশি তিনি এ-ও জানিয়েছেন যে, বিসিসিআই এবং নির্বাচকদের নিশ্চিত করা উচিৎ যাতে ভারতীয় ক্রিকেটের পলিসি নির্ধারনের ক্ষেত্রে আইপিএল-এর পাওয়ার হাউসের কোনও ভূমিকা না থাকে।

অধিনায়ক হিসেবে ভারতীয় টেস্ট দলকে অন্য উচ্চতায় নিয়ে গিয়েছেন বিরাট কোহলি। তাঁর অধিনায়কত্বেই আইসিসি ক্রমতালিকায় শীর্ষ স্থান অর্জন করেছিল ভারত। একই রকম ভাবে প্রথম আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালেও পৌঁছেছিল টিম ইন্ডিয়া। কিন্তু সাম্প্রতিক সময়ে বোর্ডের সঙ্গে কোহলির সম্পর্ক একেবারেই মধুর ছিল না। নিজে থেকে টি-২০ দায়িত্ব ছেড়ে দিয়েছিলেন কোহলি। তাঁর অধিনায়কত্বে টি-২০ বিশ্বকাপে গ্রুপের গণ্ডিও টপকাতে পারেনি টিম ইন্ডিয়া।

কোহলি টি-২০ ফরম্যাটে অধিনায়কত্ব ছাড়লেও ওডিআই ফরম্যাটে তাঁকে অধিনায়কের পদ থেকে সরিয়ে দেয় ভারতীয় ক্রিকেটের নিয়ামক সংস্থা। কোহলির নেতৃত্বে জয়ের শতকার পরিমান ভারতের অন্যান্য অধিনায়কের থেকে বেশি হলেও সাফল্য বলতে কিছুই নেই তাঁর ঝুলিতে। দীর্ঘ দিন ভারতের তিন ফরম্যাটে অধিনায়কত্ব করেও কখনও আইসিসি'র কোনও টুর্নামেন্টে দেশকে চ্যাম্পিয়ন করতে পারেননি। তাঁর নেতৃত্বে ভারত বেশি ম্যাচ জিতলেও বড় মঞ্চে বিরাট ফ্লপ হয়েছেন বহু বার।

English summary
BCCI should handover captaincy duty of India Test team to KL Rahul feels Former BCCI Secretary
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X