For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি পদে বসলেন জয় শাহ

  • By
  • |
Google Oneindia Bengali News

বিসিসিআই সচিব জয় শাহ সর্বসম্মতভাবে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি নির্বাচিত হলেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নাজমুল হাসান পাপনের স্থলাভিষিক্ত হলেন তিনি। বিসিসিআই ট্রেজারার অরুণ সিং ধুমাল টুইটারে এই খবর শেয়ার করেছেন।

এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি পদে বসলেন জয় শাহ

এসিসি বা এশিয়ান ক্রিকেট কাউন্সিল এশিয়া কাপ টুর্নামেন্ট পরিচালনার দায়িত্বে থাকে। ২০২০ সালের এশিয়া কাপ করোনো ভাইরাসের কারণে পিছিয়ে গিয়েছে। পাকিস্তানের এই টুর্নামেন্ট আয়োজনের কথা ছিল। তবে এখন তা শ্রীলঙ্কা বা বাংলাদেশে হওয়ার কথা রয়েছে। এসিসিতে মোট ২৪টি সদস্য দেশ রয়েছে।

সবচেয়ে কমবয়সী হিসাবে এই পদে বসলেন জয় শাহ। তিনি দায়িত্ব পাওয়ার পরে এশিয়ান ক্রিকেট কাউন্সিলও টুইট করে অভিনন্দন জানিয়েছে। জয় শাহ এবং সৌরভ গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বে যেভাবে করোনাকালে বিসিসিআই আইপিএল আয়োজন করেছে তা সকলের প্রশংসা পেয়েছে। আগামিদিনে তিনি কীভাবে এশিয়ার ক্রিকেটকে এগিয়ে নিয়ে যান, সেটাই এখন দেখার।

English summary
BCCI secretary Jay Shah takes over as ACC president
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X