For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সিডনি টেস্টে নিউজিল্যান্ডকে ২৭৯ রানে হারিয়ে অস্ট্রেলিয়ার সিরিজ হোয়াইট-ওয়াশ, লায়নের ১০

সিডনি টেস্টে নিউজিল্যান্ডকে ২৭৯ রানে হারিয়ে দেশের মাঠে তিন ম্যাচের সিরিজ হোয়াইট-ওয়াশ করল অস্ট্রেলিয়া। খেলার সব বিভাগেই কিউয়ি ক্রিকেটারদের টেক্কা দিয়েছেন অজিরা।

  • |
Google Oneindia Bengali News

সিডনি টেস্টে নিউজিল্যান্ডকে ২৭৯ রানে হারিয়ে দেশের মাঠে তিন ম্যাচের সিরিজ হোয়াইট-ওয়াশ করল অস্ট্রেলিয়া। খেলার সব বিভাগেই কিউয়ি ক্রিকেটারদের টেক্কা দিয়েছেন অজিরা। অস্ট্রেলিয়ার বোলারদের দুর্দান্ত পারফরম্যান্সে মুগ্ধ ক্রিকেট বিশ্ব।

টসে জিতে ব্যাট

টসে জিতে ব্যাট

সিরিজে তৃতীয় তথা শেষ তথা সিডনি টেস্টে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন অস্ট্রেলিয়ার অধিনায়ক টিম পেইন। মার্নাস লাবুশানের ২১৫ রানের সৌজন্যে প্রথম ইনিংসে ৪৫৪ রানে তোলে অজি শিবির। জবাবে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে ২৫১ রানে অল আউট হয়ে যায় নিউজিল্যান্ড। কিউয়ি শিবিরের হয়ে সর্বাধিক ৫২ রান করেন গ্লেন ফিলিপস।

 দ্বিতীয় ইনিংসে

দ্বিতীয় ইনিংসে

ওপেনার ডেভিড ওয়ার্নারের দুর্দান্ত ১১১ রানের সৌজন্যে দ্বিতীয় ইনিংসে ২১৭ রান করে ডিক্লিয়ার দেয় অস্ট্রেলিয়া। দ্বিতীয় ইনিংসেও অর্ধ শতরান করেন মার্নাস লাবুশানে (৫৯)। দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়ার দেওয়া ৪১৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ১৩৬ রানে শেষ হয়ে যায় নিউজিল্যান্ডের ইনিংস। দ্বিতীয় ইনিংসে কিউয়ি শিবিরের হয়ে সর্বোচ্চ ৫২ রান করেন অল-রাউন্ডার কলিন ডে গ্রান্ডহোম।

দুর্দান্ত লায়ন

দুর্দান্ত লায়ন

সিডনি টেস্টের প্রথম ইনিংসে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৫ উইকেট নেন স্পিনার নাথান লায়ন। ম্যাচের দ্বিতীয় ইনিংসেও ৫ উইকেট নেন তিনি। মোট ১০ উইকেট নিয়ে অস্ট্রেলিয়াকে সিডনি টেস্ট জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন।

দুর্দান্ত স্টার্ক ও কমিন্স

দুর্দান্ত স্টার্ক ও কমিন্স

সিডনি টেস্টের প্রথম ইনিংসে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৩ উইকেট নেন অজি ফাস্ট বোলার প্যাট কমিন্স। দ্বিতীয় ইনিংসেও ১ উইকেট নেন। অন্যদিকে অস্ট্রেলিয়ার বাঁ-হাতি ফাস্ট বোলার মিচেল স্টার্ক ম্যাচের প্রথম ইনিংসে ১ উইকেট নেন। দ্বিতীয় ইনিংসে তিনি ৩ উইকেট নেন।

 তিনে তিন

তিনে তিন

দেশের মাটিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিন টেস্ট ম্যাচের সবকটি জিতে নতুন রেকর্ড কায়েম করল অস্ট্রেলিয়া। অন্যদিকে নিউজিল্যান্ডের ব্যাটিং বিপর্যয় নিয়ে চিন্তায় সে দেশের ক্রিকেট প্রেমীরা।

ম্যাচ ও সিরিজ সেরা লাবুশানে

ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে থাকা অস্ট্রেলিয়ার ব্যাটসম্যান মার্নাস লাবুশানের ব্যাট থেকে এই দশকের প্রথম শতরান ও দ্বিশতরান আসে। তাঁকেই সিডনি টেস্টের সেরা খেলোয়াড় বাছা হয়েছে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে ৫৪৯ করেছেন লাবুশানে। তাই তাঁকেই সিরিজ সেরা খেলোয়াড় নির্বাচন করা হয়েছে।

English summary
Australia beat New Zealand in 3rd test also and win series
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X