For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'ওয়েস্ট ইন্ডিজ সফরে বিশ্রাম পাওয়াটা কাজে আসবে, আশা করি অন্য বিরাট কোহলিকে দেখব'

'ওয়েস্ট ইন্ডিজ সফরে বিশ্রাম পাওয়াটা কাজে আসবে, আশা করি অন্য বিরাট কোহলিকে দেখব'

Google Oneindia Bengali News

ব্যাট হাতে বিরাট কোহলির লাগাতার ব্যর্থতা ভারতীয় ক্রিকেট সার্কিটে বর্তমানে আলোচনার প্রধান বিষয় হয়ে উঠেছে। বিরাট প্রথম নন, এমনটা সব সময়েই হয় যখন কোনও বড় মাপের তারকা ব্যর্থ হন বা সেই ক্রিকেটার নিজের যে স্ট্যান্ডার্ড তৈরি করেন সেই মানে পৌঁছতে না পারলে এমনটা হয়।

ওয়েস্ট ইন্ডিজ সফরে বিশ্রাম পাওয়াটা কাজে আসবে, আশা করি অন্য বিরাট কোহলিকে দেখব

২০১৯ সালে নভেম্বরের পর থেকে কোনও শতরান আসেনি বিরাটের ব্যাট থেকে। বিরাটের ভবিষ্যৎ নিয়ে ইতিমধ্যেই উঠে আসছে একের পর এক প্রশ্ন। বিরাটের ক্রমাগত ব্যর্থতাকে ঢাকা দিয়ে চলা ভারত অধিনায়ক রোহিত শর্মা এক একটি ম্যাচে বিরাট ব্যর্থ হওয়ার সঙ্গেই তাঁর পাশে দাঁড়িয়ে কোহলির সমর্থনে কথা বলে চলেছেন। ক্রমাগত ব্যর্থ এবং তরুণ ও যোগ্যতা সমপন্ন খেলোয়াড়দের সুযোগ না দিয়ে দলের বোঝা হয়ে ওঠা এক ক্রিকেটারকে কী ভাবে অধিনায়ক সমর্থন করে যায় পরের পর ম্যাচ তা কোনও সাধারণ মানুষের পক্ষে বোঝা সম্ভব নয়। অবশ্যই এর জন্য জরুরি 'রকেট সায়েন্স'।

তবে, ভারতীয় ক্রিকেটের অন্যতম সেরা নক্ষত্র আশিস নেহরা মনে করেন ওয়েস্ট ইন্ডিজ সফরে বিশ্রাম পাওয়া ফলে দ্রুতই ছন্দে ফিরবেন বিরাট কোহলি। টাইমস অব ইন্ডিয়াকে নেহরা বলেছেন, "পারফর্ম করতে না পরলে কথা হয়েই থাকে। কোহলির মানের ক্রিকেটার না হলেও কথা হয়। যখন খেলছ তখন চেষ্টা করো খেলার মধ্যে ফোকাস রাখার। ড্রেসিং রুমের বাইরের লোকেদের কথায় কান দেওয়ার দরকার নেই। গুরুত্বপূর্ণ হল কী ভাবে নির্বাচকরা, ম্যানেজমেন্ট এবং তোমার সতীর্থরা তোমার পাশে দাঁড়াচ্ছে। আমরা বিরাট কোহলির মতো এক জনের সম্পর্কে কথা বলছি। কোথাও লেখা নেই যে রান না পেলেও ভারতের হয়ে খেলা চালিয়ে যাবে বিরাট কোহলি। এটা হবে না। কিন্তু যখন অতীতে তুমি এত ভাল করেছো তখন অবশ্যই অতিরিক্ত সুযোগ তোমার প্রাপ্য।"

ওয়েস্ট ইন্ডিজ সফরে বিশ্রাম পাওয়াটা কাজে আসবে, আশা করি অন্য বিরাট কোহলিকে দেখব

আশা করা হয়েছিল ইংল্যান্ডের বিরুদ্ধে পঞ্চম টেস্টে এজবাস্টনে নিজের হারানো ছন্দ খুঁজে পাবেন বিরাট। বাস্তবে তা হয়নি। দুই ইনিংস মিলিয়ে বিরাট কোহলি করেছেন ৩১ রান। প্রথম ইনিংসে ১১ এবং দ্বিতীয় ইনিংসে ২০ রান করেন তিনি। দুইটি টি-২০ ম্যাচ মিলিয়ে তিনি করেছেন মোট ১২ রান। চোটের কারণে প্রথম একদিনের ম্যাচে না খেললেও তিনি দলে ফেরেন দ্বিতীয় একদিনের ম্যাচে। মাত্র ১৬ রান আসে তাঁর ব্যাট থেকে ডেভিড উইলির বলে প্যাভিলিয়নের রাস্তায় হাঁটা লাগানোর আগে। দ্বিতীয় ম্যাচটি ইংল্যান্ড জেতে ১০০ রানে।

ওয়েস্ট ইন্ডিজ সফরে তিন ম্যাচের ওডিআই এবং পাঁচ ম্যাচের টি-২০ সিরিজ খেলবে ভারত। ওডিআই দল থেকে বাদ দেওয়ার পাশাপাশি টি-২০ সিরিজের দল থেকেও বাদ পড়েছেন কোহলি। বিভিন্ন রিপোর্ট অনুযায়ী, বিরাটকে নাকি বাদ দেওয়া হয়নি, তিনি নিজেই বিশ্রাম চেয়েছিলেন। ২৭ অগস্ট থেকে শ্রীলঙ্কায় শুরু হতে চলা এশিয়া কাপে তাঁর সার্ভিস পাওয়া যাবে। আশিস নেহরা বলেছেন, "৩৩ বছর বয়সে এটা সমস্যা নয় ওর জন্য। সবাই ওর দক্ষতা সম্পর্কে অবগত। আশা করি আমরা অন্য বিরাট কোহলিকে দেখব ওয়েস্ট ইনডিজ সফরের পর। ও যদি এক মাস বা পাঁচ সপ্তাহ ছুটি পায় তা হলে সেটা খারাপ নয়। "

ENG vs IND: ইতিহাস তৈরি করলেন ভারতকে ১০০ রানের হারের লজ্জা উপহার দেওয়ার মূল কারিগরENG vs IND: ইতিহাস তৈরি করলেন ভারতকে ১০০ রানের হারের লজ্জা উপহার দেওয়ার মূল কারিগর

English summary
Former India Cricketer Ashish Nehra believes the rest in West Indies series will help Virat Kohli t get back in form. This rest will help Kohli believes Nehra.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X