For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কেন প্রধানমন্ত্রী মোদীকে ধন্যবাদ জানিয়ে টুইট করলেন অনিল কুম্বলে?

Google Oneindia Bengali News

প্রধানমন্ত্রীকে ধন্যবাদজ্ঞাপন ভারতের কিংবদন্তি বোলার অনিল কুম্বলের। তবে কেন? প্রসঙ্গত, ২০ জানুয়ারি দিল্লিতে অনুষ্ঠিত হওয়া 'পরীক্ষা পে চর্চা' অনুষ্ঠানে এই বছরের বোর্ড পরীক্ষায় বসতে চলা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানেই ছাত্র-ছাত্রীদের অনুপ্রেরণা দেওয়ার জন্যে ওয়েস্ট ইন্ডিজে কুম্বলের ভাঙা চোয়াল নিয়ে বল করার গল্প বলেছিলেন প্রধানমন্ত্রী। সেই উদাহরণ তোলার জন্যেই প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য কের ধন্যবাদসূচক টুইট করেন অনিল কুম্বলে।

কেন প্রধানমন্ত্রী মোদীকে ধন্যবাদ জানিয়ে টুইট করলেন কুম্বলে?

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে উদ্দেশ্য কের কুম্বলে টুইট কের লেখেন, 'প্রধানমন্ত্রী পরীক্ষে পে চর্চা-তে আমার উল্লেখ করায় আমি সম্মানিত। আমি তাই আপনাকে ধন্যবাদ জানাতে চাই প্রধানমন্ত্রীজি। আর যারা যারা এবছর পরীক্ষায় বসছে আমার তরফ থেকে তাদের সকলকে আগাম সুভেচ্ছা বার্তা।'

<blockquote class="twitter-tweet blockquote"><p lang="en" dir="ltr">Honoured to have been mentioned in <a href="https://twitter.com/hashtag/ParikshaPeCharcha2020?src=hash&ref_src=twsrc%5Etfw">#ParikshaPeCharcha2020</a> Thankyou Hon. PM ⁦<a href="https://twitter.com/narendramodi?ref_src=twsrc%5Etfw">@narendramodi</a>⁩ ji. Best wishes to everyone writing their exams. <a href="https://t.co/BwsMXDgemD">pic.twitter.com/BwsMXDgemD</a></p>— Anil Kumble (@anilkumble1074) <a href="https://twitter.com/anilkumble1074/status/1219847051317399553?ref_src=twsrc%5Etfw">January 22, 2020</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>

কুম্বলের উদাহরণটি টেনে এনে প্রধানমন্ত্রী সেই অনুষ্ঠানে বলেছিলেন, 'আমি একটি উদাহরণ তুলে ধরতে চাই। ভারত তখন ওয়েস্ট ইন্ডিজ সফরে। একটি টেস্ট ম্যাচ চলছে। সেখানে আমাদের দেশের কিংবদন্তি বোলার অনিল কুম্বলে একটি বাউন্সারে চোট পেয়ে থুতনি ভেঙে যায়। তব সেই অবস্থাতেই তিনি ব্যথা নিয়ে ব্যান্ডেজ করে মাঠে নেমে বল করেন। তিনি যদি সেদিন বল না করতেন, দেশের মানুষ তাঁকে কোনও দোষ দিত না। তবে তিনি পিছিয়ে যাননি।'

২০০১ সালের ঐতিহাসিক ইডেন টেস্টের প্রসঙ্গও টেনে এনেছিলেন প্রধানমন্ত্রীষ সেই বিষয়ে তিনি বলেন, '২০১১ সালে ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ মনে আছে? আমাদের দল বিপর্যয়ের মুখোমুখি হয়েছিল এবং দলের মনোবল ও মেজাজ বিগড়ে যায়। তবে, আমরা কখনই ভুলতে পারি না যে কীভাবে রাহুল দ্রাবিড় এবং ভিভিএস লক্ষ্মণ ম্যাচটি ঘুরিয়েছিলেন। তারা হারা ম্যাচটিকে জিতিয়ে আনেন ভারতের জন্যে। এটি ইতিবাচক চিন্তাভাবনা এবং প্রেরণার শক্তি ছিল বলেই তাঁরা করতে পেরেছিলেন।'

English summary
anil kumble thanked pm modi for mentioning boken jaw example in pariksha pe charcha
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X