For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মোতেরায় যে পাঁচ ভারতীয় বোলারদের জন্য আশীর্বাদ স্বরূপ, কী বলছে পরিংসখ্যান

মোতেরায় যে পাঁচ ভারতীয় বোলারদের জন্য আশীর্বাদ স্বরূপ, কী বলছে পরিংসখ্যান

  • |
Google Oneindia Bengali News

আর ৪৮ ঘণ্টা পর আহমেদাবাদের মোতেরায় ভারত ও ইংল্যান্ডের মধ্যে তৃতীয় টেস্ট শুরু হতে চলেছে। দিন-রাতের ফর্ম্যাটে দুই দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে আশা ক্রিকেট প্রেমীরা। এমন এক মাঠ, যা ভারতীয় বোলারদের স্বর্গরাজ্য বলা যেতে। তেমনই পাঁচ সেরা বোলিং পারফরম্যান্স দেখে নেওয়া যাক।

অনিল কুম্বলে

অনিল কুম্বলে

২০০১ সালে আহমেদাবাদের মোতেরায় ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট খেলতে নেমেছিল ভারতীয় ক্রিকেট দল। ওই ম্যাচের প্রথম ইনিংসে ১১৫ রান দিয়ে ৭ উইকেট নিয়েছিলেন টিম ইন্ডিয়ার প্রাক্তন লেগ স্পিনার অনিল কুম্বলে। ম্যাচটি ড্র হয়েছিল।

ভেঙ্কটপতি রাজু

ভেঙ্কটপতি রাজু

১৯৯৪ সালে মোতেরাতেই শ্রীলঙ্কার বিরুদ্ধে এক টেস্টে মুখোমুখি হয়েছিল ভারত। ওই ম্যাচের এক ইনিংসে ৮৭ রান দিয়ে ৬ উইকেট নিয়েছিলেন দেশের প্রাক্তন বাঁ-হাতি স্পিনার ভেঙ্কটপতি রাজু। তালিকার চতুর্থ স্থানে তাঁর অবস্থান। ম্যাচ জিতেছিল ভারত।

হরভজন সিং

হরভজন সিং

মোতেরায় ২০০৫ সালে শ্রীলঙ্কার বিরুদ্ধেই টেস্টে মুখোমুখি হয়েছিল ভারত। ম্যাচের প্রথম ইনিংসে ৬২ রান দিয়ে ৭ উইকেট নিয়েছিলেন দেশের প্রাক্তন অফ স্পিনার হরভজন সিং। ২৫৯ রানে ওই টেস্ট জিতেছিল টিম ইন্ডিয়া।

জাভাগাল শ্রীনাথ

জাভাগাল শ্রীনাথ

ভারতের প্রাক্তন ফাস্ট বোলার জাভাগাল শ্রীনাথ ১৯৯৬ সালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এক টেস্টের চতুর্থ ইনিংসে ২১ রান দিয়ে ৬ উইকেট নিয়েছিলেন। সেই স্পেলের সৌজন্যে শক্তিশালী প্রোটিয়া শিবির ভারতের দেওয়া ১৭০ রানের লক্ষ্য অতিক্রম করতে ব্যর্থ হয়েছিল।

কপিল দেব

কপিল দেব

ভারতের কিংবদন্তি ফাস্ট বোলার কপিল দেবের কাছে আহমেদাবদের মোতেরা স্টেডিয়াম আশীর্বাদেরই মতো। ১৯৮৩ সালে এই মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তিনি ৮৩ রান দিয়ে ৯ উইকেট নিয়েছিলেন। যদিও সেই ম্যাচ জিততে পারেনি ভারতীয় ক্রিকেট দল।

মোতেরায় হ্যাডলি, স্টেইনকে টপকে মুরলীকে কাছে পৌঁছনোর সুযোগ অশ্বিনের সামনেমোতেরায় হ্যাডলি, স্টেইনকে টপকে মুরলীকে কাছে পৌঁছনোর সুযোগ অশ্বিনের সামনে

English summary
5 best bowling efforts by Indian cricketers at Motera news in bengali
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X