For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'ধোনি ফিনিশেস অফ ইন স্টাইল', ১০ বছর পরও অম্লান গর্বের ২ এপ্রিল, বিশ্বজয় এক নজরে

১০ বছর পরও অম্লান গর্বের ২ এপ্রিল, বিশ্বজয় এক নজরে

  • |
Google Oneindia Bengali News

গর্বের ২ এপ্রিলকে মনের মণিকোঠায় জায়গা দিয়েছেন ভারতবাসী। কারণ ১০ বছর আগে আজকেরই দিনে ইতিহাস রচনা করেছিল এমএস ধোনির ভারত। দেশের মাটি ক্রিকেট বিশ্বকাপ জিতেছিল টিম ইন্ডিয়া। ১৯৮৩-এর পর অর্থাৎ ২৮ বছর অতিক্রম করে ফের বিশ্বজয়ের স্বাদ পেয়ে উদ্বেল হয়েছিলেন ভারতবাসী। যে অনুভূতি ভোলার নয়। ১০ বছর পর সেই ঘটনাই দেখে নেওয়া যাক আরও একবার।

টসে হেরে গিয়েছিলেন ধোনি

টসে হেরে গিয়েছিলেন ধোনি

২০১১ সালের ২ এপ্রিল মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামের বিশ্বকাপ ফাইনালে টসে হেরে গিয়েছিলেন এমএস ধোনি। আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন শ্রীলঙ্কার অধিনায়ক কুমার সাঙ্গাকারা। নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৭৪ রান তুলেছিল ভারতের প্রতিপক্ষ দল। ৮৮ বলে ১০৩ রানের অনবদ্য ইনিংস খেলেছিলেন মাহেলা জয়াবর্ধনে।

ভারতের বোলিং

ভারতের বোলিং

ওই বিশ্বকাপের ফাইনালে ভারতের হয়ে ২টি করে উইকেট নিয়েছিলেন জাহির খান ও যুবরাজ সিং। এক উইকেট নিয়েছিলেন হরভজন সিং। উইকেট না পেলেও ভাল বোলিং করেছিলেন মুনাফ প্যাটেল।

ভারতের শুরুটা নড়বড়ে, হাল ধরেন গাউতি

ভারতের শুরুটা নড়বড়ে, হাল ধরেন গাউতি

বিশ্বকাপের ফাইনালে ২৭৫ রানের লক্ষ্য খাড়া করতে নেমে শূন্য রানেই বীরেন্দ্র শেহওয়াগকে হারিয়েছিল ভারত। দলের ৩১ ও ব্যক্তিগত ১৮ রানের মাথায় আউট হয়েছিলেন কিংবদন্তি সচিন তেন্ডুলকরও। এরপর বিরাট কোহলির সঙ্গে ৮৩ ও অধিনায়ক এমস ধোনির সঙ্গে ১০৯ রানের পার্টনারশিপ করে টিম ইন্ডিয়াকে শক্তি ভিতের ওপর দাঁড় করিয়েছিলেন গৌতম গম্ভীর। মাত্র তিন রানের জন্য শতরান হাতছাড়া করেছিলেন গাউতি। ৩৫ রান করে আউট হয়েছিলেন বিরাট কোহলি।

ধোনি-যুবরাজের ঐতিহাসিক পার্টনারশিপ

ধোনি-যুবরাজের ঐতিহাসিক পার্টনারশিপ

সেদিন ছয় নম্বরে ব্যাট করতে নেমেছিলেন যুবরাজ সিং। অধিনায়ক এমএস ধোনির সঙ্গে ছোট অথচ গুরুত্বপূর্ণ ৫৪ রানের পার্টনারশিপ করে ২৮ বছরের শূন্যতা পূরণ করেছিলেন ভারতের প্রাক্তন অল রাউন্ডার। অন্যদিকে এমএস ধোনি অধিনায়কোচিত এবং ঠাণ্ডা মাথার ইনিংস খেলে দলকে বিশ্ব চ্যাম্পিয়ন করেছিলেন। ৭৯ বলে ৯১ রানের ম্যাচ উইনিং ইনিংস খেলেছিলেন ধোনি। ২৪ বলে ২১ রান করেছিলেন যুবি।

ফিনিশ ইট অফ ইন স্টাইল

ফিনিশ ইট অফ ইন স্টাইল

সেই মুহুর্তটি ভুলতে পারবেন না আপাময় ভারতবাসী। ভারতীয় ইনিংসের ৪৮তম ওভারের তৃতীয় বল করেছিলেন শ্রীলঙ্কার নুয়ান কুলশেখরা। বিশ্বকাপ জিততে ভারতের প্রয়োজন ছিল ৪ রান। স্ট্রাইকে ছিলেন এমএস ধোনি। যিনি বড় কিছু করার সংকল্প নিয়েই সেদিন মাঠে নেমেছিলেন। নন-স্ট্রাইকার এন্ডে দাঁড়িয়ে থাকা যুবরাজ সিংয়ের চোখ ছলছল। স্টেডিয়াম জুড়ে নিঃস্তব্ধতা। আচমকাই গর্জে উঠেছিল মাহির ব্যাট। বল উড়ে গিয়ে পড়েছিল বাউন্ডারির বাইরে। কমেন্ট্রি বক্সে বসে থাকা রবি শাস্ত্রী সমস্বরে বলেছিলেন, 'ধোনি ফিনিশ ইট অফ ইন স্টাইল'। এরপর যা হয়েছিল, তা তো ইতিহাস।

English summary
10 years of MS Dhoni led Team India's Cricket World Cup win, history tells
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X