For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সবথেকে বড় ওয়াশিং মেশিন তৃণমূল কংগ্রেস, তারাপীঠে দাঁড়িয়ে মমতাকে জবাব রাজীবের

সবথেকে বড় ওয়াশিং মেশিন তৃণমূল কংগ্রেস, তারাপীঠে দাঁড়িয়ে মমতাকে জবাব রাজীবের

  • |
Google Oneindia Bengali News

সবথেকে বড় ওয়াশিং মেশিন তৃণমূল কংগ্রেস। খুনের অভিযুক্ত তৃণমূলে যোগ দিলেই দোষ মকুব। এই প্রসঙ্গে নাম না করে মানস ভুঁইয়াকে আক্রমণ করেন প্রাক্তন এই এই বিধায়ক। তাঁর দাবি, দলবদলের আগে খুনের অভিযোগ ছিল মেদিনীপুরের এক বিধায়কের বিরুদ্ধে। আর তাঁর তৃণমূলে যোগদানের পরেই সমস্ত অভিযোগ থেকে মুক্তি। তাহলে ওয়াশিং মেশিন কারা? বিজেপি নাকি তৃণমূল? জনতার উদ্দেশ্যে প্রশ্ন ছুঁড়ে দেন রাজীব বন্দ্যোপাধ্যায়। যদিও এরপরেই তাঁর দাবি, সবথেকে বড় ওয়াশিং মেশিন তৃণমূল কংগ্রেস। আর এভাবেই অনুব্রতের জেলা থেকে ওয়াশিং মেশিন ইস্যুতে মুখ্যমন্ত্রীকে জবাব দিলেন রাজীব বন্দ্যোপাধ্যায়

ভোটের আগে ওয়াশিং মেশিন তরজা!

ভোটের আগে ওয়াশিং মেশিন তরজা!

ভোট ঘোষণার আর মাত্র কয়েকদিন বাকি। শোনা যাচ্ছে, চলতি মাসের মাঝামাঝি সময়ে বাংলায় ভোট ঘোষণা হতে পারে। আর তাঁর আগে ওয়াশিং মেশিন তরজায় সরগরম রাজ্য-রাজনীতি। ভোটের আগে বিজেপিকে ওয়াশিং মেশিন কটাক্ষ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। সম্প্রতি শুভেন্দু অধিকারী-সহ একাধিক তৃণমূল নেতা বিজেপিতে গিয়েছেন। বিজেপিতে নাম লিখিয়েছেন রাজীব বন্দ্যোপাধ্যায়ও। একের পর এক তৃণমূল নেতা দলত্যাগে বিজেপিকে ওয়াশিং মেশিন কটাক্ষ করেছেন মুখ্যমন্ত্রী। কেন বিজেপি ওয়াশিং মেশিন? সে বিষয়ে বিস্তারিত জানিয়েছেন মুখ্যমন্ত্রী। কার্যত প্রত্যেক সভা থেকেই নেত্রী বলেন, ''ওরা অনেক টাকা করেছে। কাউকে ইডির, সিবিআইয়ের ভয় দেখিয়েছে। এই সব ভয় দেখিয়ে বলেছে, যদি টাকা রাখতে চাও, তা হলে বিজেপিতে যাও। যদি কালো টাকা সাদা করতে চাও, তবে বিজেপিতে যাও।'' সেই সঙ্গে বিজেপি-কে নিশানা করে তাঁর তোপ, ''বিজেপি 'জাঙ্ক পার্টি' হয়ে গিয়েছে। ডাস্টবিনের মধ্যে সব ফেলে দিচ্ছে। আর সেই ডাস্টবিন থেকে বিজেপি করলে সাত খুন মাফ, অন্যরা করলে বন্ধ ঝাঁপ।'' শুধু তাই নয়, মুখ্যমন্ত্রীর দাবি, ''বিজেপি হল ওয়াশিং মেশিন। তৃণমূলে থাকলে সবাই কালো। আর বিজেপিতে গেলেই সকলে ভাল।'' আর এদিন ওয়াশিংমেশিন ইস্যুতেই পালটা নেত্রীকে তোপ মমতার

নেত্রীকে জবাব রাজীবের!

নেত্রীকে জবাব রাজীবের!

গত কয়েকদফায় একাধিকবার নাম না করে রাজীব সহ একাধিক তৃণমূলত্যাগী নেতাকে আক্রমণ শানিয়েছেন। যার পালটা হিসাবে তারাপীঠের চিলার মাঠ থেকে মমতাকে জবাব দেন রাজীব বন্দ্যোপাধ্যায়ের। তাঁর দাবি, সবথেকে বড় ওয়াশিং মেশিন তৃণমূল কংগ্রেস। খুনের অভিযুক্ত তৃণমূলে যোগ দিলেই দোষ মকুব। এই প্রসঙ্গে নাম না করে মানস ভুঁইয়াকে আক্রমণ করেন প্রাক্তন এই এই বিধায়ক। তাঁর দাবি, দলবদলের আগে খুনের অভিযোগ ছিল মেদিনীপুরের এক বিধায়কের বিরুদ্ধে। আর তাঁর তৃণমূলে যোগদানের পরেই সমস্ত অভিযোগ থেকে মুক্তি। আর এক্ষেত্রে তৃণমূলেই পালটা ওয়াশিং মেশিন দাবি করেন রাজীব। তাঁর দাবি, তৃণমূলে যোগ দিলেই সাধু, অন্য দলে গেলেই চোর। আমরা পুণ্যবান বলেই তৃণমূলে ছিলাম, আপনি ক্ষমতায় ছিলেন। এবার সরকার পড়ে যাবে বলেও কটাক্ষ প্রাক্তন তৃণমূল নেতার

১০০ শতাংশ কাজ করবে সেই দলকেই সুযোগ দিন

১০০ শতাংশ কাজ করবে সেই দলকেই সুযোগ দিন

একাধিক ইস্যুতে এদিন তারাপীঠ থেকে মুখ্যমন্ত্রীকে একহাত নেন রাজীব বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, মুখ্যমন্ত্রী সবসময় বলেন তিনি নাকি ৯৯ শতাংশ কাজ করে দিয়েছেন। তাহলে ফের সরকারের আসার কি দরকার? উনি তো সব কাজ করে দিয়েছেন। এরপরেই সাধারন মানুষের কাছে আবেদন করে বলেন, এমন সরকারকে এবার সুযোগ দিন যারা ১০০ শতাংশ কাজ করবে। আর তা হবে অবশ্যই মানুষের জন্যে।

দেওয়াল লিখন স্পষ্ট, সরকার গড়বে বিজেপি‘

দেওয়াল লিখন স্পষ্ট, সরকার গড়বে বিজেপি‘

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রসংসায় পঞ্চমুখ হন রাজীব। সভা থেকেই রাজীব বলেন, প্রধানমন্ত্রী বলেছেন, বিজেপি ক্ষমতায় আসবে। প্রথম মন্ত্রিসভার বৈঠকে চাষিদের কিষাণ সম্মান নিধির টাকা দেওয়া হবে। শুধু তাই নয়, যে সমস্ত কাজ বাকি রয়েছে সেগুলি দ্রুত করা হবে বলেও প্রধানমন্ত্রী আশ্বাস দিয়েছেন বলে জনগনের সামনে তুলে ধরেন রাজীব। তারাপীঠের চিলার মাঠে রাজীব বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য, দেওয়াল লিখন স্পষ্ট, সরকার গড়বে বিজেপি।'

হাওড়া গ্রামীণে তৃণমূলের ঘর ভাঙবেই! গ্রামের ভোটব্যাঙ্ক নিয়ে বিজেপির স্ট্র্যাটেজির মাঝেই রাজীবের চ্যালেঞ্জ হাওড়া গ্রামীণে তৃণমূলের ঘর ভাঙবেই! গ্রামের ভোটব্যাঙ্ক নিয়ে বিজেপির স্ট্র্যাটেজির মাঝেই রাজীবের চ্যালেঞ্জ

English summary
West Bengal Election 2021: Rajib Banerjee reaction on Mamata Banerjee's BJP washing machine comment
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X