For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভোটের দিন রাস্তায় তৃণমূলের একটাও গুন্ডা দেখা যাবে না, একুশের ভোট নিয়ে মমতাকে চ্যালেঞ্জ শাহের

ভোটের দিন রাস্তায় তৃণমূলের একটাও গুন্ডা দেখা যাবে না, একুশের ভোট নিয়ে মমতাকে চ্যালেঞ্জ শাহের

Google Oneindia Bengali News

একুশের ভোটে রাজনৈতিক হিংসা ছড়ানোর চক্রান্ত করছে শাসক দল। সেকারণে বাড়তি কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবি জানিয়েছিল বিজেপি। বৃহস্পতিবার দক্ষিণ ২৪ পরগনায় পরিবর্তন যাত্রার সূচনার অনুষ্ঠান থেকেই বিজেপির চাণক্য মমতা সরকারকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেছেন একুশের ভোটের দিন রাস্তায় তৃণমূলের একটি গুণ্ডাকেও দেখা যাবে না। এই প্রতিশ্রুতি দিয়ে গেলাম।

মমতাকে চ্যালেঞ্জ অমিত শাহের

মমতাকে চ্যালেঞ্জ অমিত শাহের

ভোট মুখী বাংলায় সন্ত্রাসের অভিযোগ নতুন নয় বিজেপির। কেন্দ্রীয় বাহিনী আগে থেকে চেয়েই নির্বাচন কমিশনের কাছে আবেদন জানিেয়ছিলেন তাঁরা। শাসক দল অবাধ ভোট হতে দেবে না বলে অভিযোগ করেিছলেন বিজেপি নেতারা। বৃহস্পতিবার দক্ষিণ ২৪ পরগনায় পরিবর্তনের রথ যাত্রার সূচনা করে অমিত শাহ রীতিমতো হুঙ্কার দিয়ে বলেছেন, এবার ভোটের দিন রাস্তায় তৃণমূলের একটি গুন্ডাও দেখা যাবে না। এই প্রতিশ্রুতি তিনি দিয়ে গিয়েছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে অমিত শাহের এই বার্তা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

জয় শ্রীরাম স্লোগান

জয় শ্রীরাম স্লোগান

দক্ষিণ ২৪ পরগনা জেলায় দাঁত ফোটাতে পারেনি বিজেপি। লোকসভা ভোটে অন্যান্য জেলায় ভোটের সংখ্যা বাড়ালেও দক্ষিণ ২৪ পরগনা জেলায় কিন্তু তৃণমূলের দুর্গে কোনও ফাটল ধরাতে পারেনি বিজেপি। সেই দক্ষিণ ২৪ পরগনা জেলায় অমিত শাহের সভা ঘিরে উল্লেখ যোগ্য ভিড় দেখা গিয়েছে। েসই দক্ষিণ ২৪ পরগনা জেলায় পরিবর্তন যাত্রার সূচনা করে অমিত শাহ ফের জয় শ্রীরাম স্লোগান দিয়েছেন। এবং মমতা বন্দ্যোপাধ্যায় কেন ভয় পাচ্ছেন জয়শ্রীরাম স্লোগানকে তা নিয়ে প্রশ্ন তুলেছেন। জয় শ্রীরাম স্লোগান তুষ্টিকরণের রাজনীতির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর স্লোগান বলে দাবি করেছেন অমিত শাহ।

আম্ফান দুর্নীতি নিয়ে তোপ

আম্ফান দুর্নীতি নিয়ে তোপ

কয়েক মাস আগেই বিধ্বংসী আম্ফান ঘূর্ণিঝড়ে বিধ্বস্ত হয়ে গিয়েছিল দক্ষিণ ২৪ পরগনা জেলা। সেই আম্ফান ঝড়ে ক্ষতিগ্রস্তদের ত্রাণের টাকা মমতা সরকারের নেতারা চুরি করেছে বলে এদিন প্রকাশ্যে আবারও অভিযোগ করেছেন অমিত শাহ। বাংলার মানুষকে যাতে ভয়ঙ্কর এই ধরনের প্রাকৃতিক বিপর্যয়ে প্রবল ক্ষতির মুখে পড়তে না হয় সেকারণে জিরো ক্যাসুয়ালটি টাস্ট ফোর্স গঠনের প্রতিশ্রুতি িদয়েছেন অমিত শাহ। এই প্রতিশ্রুতির নেপথ্যে অমিত শাহ বুঝিয়ে দিয়েছেন আম্ফান ঝড়ের পরিস্থিতি মোকাবিলায় মমতা সরকার ব্যর্থ হয়েছে। সেটা বুঝিয়ে দিয়েছেন তিনি। কাজেই মমতা সরকার তাঁদের জীবন রক্ষায় উদ্যোগী কিছু করতে পারবে না বলেই পরোক্ষে বুঝিয়ে িদয়েছেন অমিত শাহ।

সোনার বাংলার প্রতিশ্রুতি

সোনার বাংলার প্রতিশ্রুতি

ফের বাংলাকে সোনার বাংলা গড়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন অমিত শাহ। দক্ষিণ ২৪ পরগনার সভা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতে বাংলাকে তুলে দেওয়ার আহ্বান জানিয়েছেন বিজেপি নেতা। বিজেপিকে একবার সুযোগ দেওয়ার অনুরোধ জানিয়েছেন তিনি। বাংলায় বিজেপি এলে ৫ বছরে সোনার বাংলা গড়ে দেওয়া হবে।

বিজেপি ক্ষমতায় এলে চালু হবে মৎস্যজীবী সম্মাননিধি, নামখানা থেকে একের পর এক প্রতিশ্রুতি অমিত শাহের বিজেপি ক্ষমতায় এলে চালু হবে মৎস্যজীবী সম্মাননিধি, নামখানা থেকে একের পর এক প্রতিশ্রুতি অমিত শাহের

English summary
West Bengal assembly election 2021: Amit Shah slams Mamata Banerjee from South 24 Pargana meeting
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X