For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কালীপুজোর আগেই কি চালু হচ্ছে মাঝেরহাট ব্রিজ! জোর জল্পনা

  • By Aveek
  • |
Google Oneindia Bengali News

কালীপুজোর আগেই কি চালু হচ্ছে মাঝেরহাট ব্রিজ! জোর জল্পনা বেহালাবাসীর মধ্যে। সূত্রের খবর, খুব শীঘ্রই চালু হতে চলেছে এই ব্রিজ। মনে করা হচ্ছে কালীপুজোর আগেই মাঝেরহাট সেতু সংস্কার কাজ শেষ হবে। তাই কালীপুজোর আগেই বেহালাবাসীর মুখে হাসি ফোটাতে ব্রিজ চালুর ভাবনা রাজ্যের। যেহেতু বেহালাবাসীর বেহাল দশার অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে এই মাঝের হাট ব্রিজই, তাই কাজ শেষ হওয়া নিয়ে এবং মাঝের চালু নিয়ে উন্মাদনা বেহালাবাসীর মধ্যে।

কালীপুজোর আগেই কি চালু হচ্ছে মাঝেরহাট ব্রিজ! জোর জল্পনা

পূর্ত দফতর সূত্রে খবর, আগামী ৭ দিনের মধ্যেই সেতুর কাজ শেষ হবে। আর তারপরেই ভারবহন ক্ষমতা পরীক্ষা করে সার্টিফিকেট পাঠানো হবে। রেলওয়ে সেফটি কমিশনে থেকে সবুজ সংকেত মিললেই ফের চালু হয়ে যাবে মাঝেরহাট ব্রিজ। হাতে গোনা কয়েকদিন তারপরেই কালীপুজো।

প্রসঙ্গত, দু বছর আগে ২০১৮ সালের শহরের বুক কঁপিয়ে হুরমুড়িয়ে ভেঙে পড়েছিল মাঝেরহাট ব্রিজের একাংশ। ব্রিজ ভেঙে পড়ার জেরে ব্রিজের নিচে চাপা পড়ে গিয়েছিলেন অনেকেই। দ্বিতীয়বার যাতে কোনও দুর্ঘটনার আশঙ্কা না থাকে তাই পুরােপুরি ভেঙে ফেলে নতুন করে সেতু তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়। দ্বিতীয় হুগলি সেতুর ধাঁচে ৮০০ মিটার লম্বা সেতু বানানো হচ্ছে।

English summary
Majerhat Bridge may open before Diwali
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X